ETV Bharat / bharat

Indian Woman Travels Pak to Meet Lover: ছ'বছরের ছোট প্রেমিকের টানে পাকিস্তান ছুটলেন বিবাহিত মহিলা

author img

By

Published : Jul 23, 2023, 10:57 PM IST

Updated : Jul 24, 2023, 11:34 AM IST

Indian Married Woman Travels Pakistan to Meet Lover: সম্প্রতি সীমা হায়দার নামে এক মহিলা ভারতীয় প্রেমিকের সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ভারতে চলে আসেন ৷ এবার প্রেমিকের টানে পাকিস্তান পাড়ি দিলেন বিবাহিত এক ভারতীয় মহিলা ৷ খাইবার পাখতুনওয়া প্রদেশে প্রেমিকের সঙ্গে দেখা করতে তিনি সেখানে গিয়েছেন বলে রবিবার খবর মিলেছে ৷

Etv Bharat
পাকিস্তান ছুটলেন বিবাহিত মহিলা

খাইবার পাখতুনওয়া (পাকিস্তান), 23 জুলাই: সীমা হায়দার ঘটনার ফের পুনরাবৃত্তি, যদিও এবার উলটপুরান ৷ এবার প্রেমিকের টানে পাকিস্তান পাড়ি দিলেন এক ভারতীয় মহিলা ৷ নয়াদিল্লির বাসিন্দা সেই মহিলা বিবাহিত বলেও জানা গিয়েছে ৷ পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে প্রেমিকের সঙ্গে দেখা করতে তিনি সেখানে গিয়েছেন বলে রবিবার খবর মিলেছে ৷

সম্প্রতি সীমা হায়দার নামে এক মহিলা ভারতীয় প্রেমিকের সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ভারতে চলে আসেন ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাবজি খেলা থেকে সীমা হায়দারের সঙ্গে সচিন মীনা নামে নয়ডার বাসিন্দা এক যুবকের প্রেম হয় ৷ এরপরই সীমা ভারতে চলে আসেন বলে খবর ৷ যদিও ভারতে অনুপ্রবেশের জেরে তাঁকে প্রথমে গ্রেফতার করে পুলিশ ৷ পরে অবশ্য সীমাকে ছেড়ে দেয় পুলিশ ৷ এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল এদিন ৷ জানা গিয়েছে, অঞ্জু নামে ওই মহিলা পাকিস্তানে গিয়েছেন৷

তবে সীমার সঙ্গে ভারত থেকে পাকিস্তানে যাওয়া ওই মহিলার মধ্য়ে কিছুটা পার্থক্য রয়েছে ৷ সীমা ভারতে অবৈধভাবে এসেছিল বলে দাবি করেছে পুলিশ ৷ তবে অঞ্জুর ক্ষেত্রে তেমনটা হয়নি ৷ জানা গিয়েছে, অনজুর কাছে অভিভাষণ দফতরের বৈধ কাগজ ছিল পাকিস্তানে যাওয়ার ৷ তিনি ভিসা নিয়েই পাকিস্তানে গিয়েছেন বলেও জানা গিয়েছে ৷ পাকিস্তানের উচ্চপদস্থ পুলিশ আধিকার জাভেদ খান জানান, অঞ্জু বৈধভাবেই পাকিস্তানে এসেছে ৷ তাঁর কাছে বৈধ ভিসা এবং কাগজপত্র রয়েছে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন: 'ভারতের সঙ্গে আমেরিকার এত ভালো সম্পর্ক আগে হয়নি', প্রশংসা হোয়াইট হাউজের

পুলিশ সূত্রে খবর, পাকিস্তানী যুবক নাসারুল্লাহের সঙ্গে প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক রয়েছে অনজুর ৷ তিনি ওয়াঘা বর্ডার পার করে ইসলামাবাদ হয়ে খাইবার পাখতুনওয়া পৌঁছে যান ৷ একই সঙ্গে জানা গিয়েছে, অঞ্জু 35 বছর, উলটো দিকে নাসিরুল্লাহের বয়স 29 বছর ৷ বৈধ কাগজ এবং ভিসা থাকলেও প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অন্যদিকে, অঞ্জু জানান, তিনি ওই যুবককে ছাড়া বাঁচতে পারবেন না ৷

খাইবার পাখতুনওয়া (পাকিস্তান), 23 জুলাই: সীমা হায়দার ঘটনার ফের পুনরাবৃত্তি, যদিও এবার উলটপুরান ৷ এবার প্রেমিকের টানে পাকিস্তান পাড়ি দিলেন এক ভারতীয় মহিলা ৷ নয়াদিল্লির বাসিন্দা সেই মহিলা বিবাহিত বলেও জানা গিয়েছে ৷ পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে প্রেমিকের সঙ্গে দেখা করতে তিনি সেখানে গিয়েছেন বলে রবিবার খবর মিলেছে ৷

সম্প্রতি সীমা হায়দার নামে এক মহিলা ভারতীয় প্রেমিকের সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ভারতে চলে আসেন ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাবজি খেলা থেকে সীমা হায়দারের সঙ্গে সচিন মীনা নামে নয়ডার বাসিন্দা এক যুবকের প্রেম হয় ৷ এরপরই সীমা ভারতে চলে আসেন বলে খবর ৷ যদিও ভারতে অনুপ্রবেশের জেরে তাঁকে প্রথমে গ্রেফতার করে পুলিশ ৷ পরে অবশ্য সীমাকে ছেড়ে দেয় পুলিশ ৷ এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল এদিন ৷ জানা গিয়েছে, অঞ্জু নামে ওই মহিলা পাকিস্তানে গিয়েছেন৷

তবে সীমার সঙ্গে ভারত থেকে পাকিস্তানে যাওয়া ওই মহিলার মধ্য়ে কিছুটা পার্থক্য রয়েছে ৷ সীমা ভারতে অবৈধভাবে এসেছিল বলে দাবি করেছে পুলিশ ৷ তবে অঞ্জুর ক্ষেত্রে তেমনটা হয়নি ৷ জানা গিয়েছে, অনজুর কাছে অভিভাষণ দফতরের বৈধ কাগজ ছিল পাকিস্তানে যাওয়ার ৷ তিনি ভিসা নিয়েই পাকিস্তানে গিয়েছেন বলেও জানা গিয়েছে ৷ পাকিস্তানের উচ্চপদস্থ পুলিশ আধিকার জাভেদ খান জানান, অঞ্জু বৈধভাবেই পাকিস্তানে এসেছে ৷ তাঁর কাছে বৈধ ভিসা এবং কাগজপত্র রয়েছে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন: 'ভারতের সঙ্গে আমেরিকার এত ভালো সম্পর্ক আগে হয়নি', প্রশংসা হোয়াইট হাউজের

পুলিশ সূত্রে খবর, পাকিস্তানী যুবক নাসারুল্লাহের সঙ্গে প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক রয়েছে অনজুর ৷ তিনি ওয়াঘা বর্ডার পার করে ইসলামাবাদ হয়ে খাইবার পাখতুনওয়া পৌঁছে যান ৷ একই সঙ্গে জানা গিয়েছে, অঞ্জু 35 বছর, উলটো দিকে নাসিরুল্লাহের বয়স 29 বছর ৷ বৈধ কাগজ এবং ভিসা থাকলেও প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অন্যদিকে, অঞ্জু জানান, তিনি ওই যুবককে ছাড়া বাঁচতে পারবেন না ৷

Last Updated : Jul 24, 2023, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.