ETV Bharat / bharat

ত্রিপুরায় 92 শতাংশ সাংবাদিকের ভ্যাকসিনেশন করাল আগরতলা প্রেস ক্লাব - আগরতলা প্রেস ক্লাব

আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা সংবাদমাধ্যমের শীর্ষসংস্থা রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে সাংবাদিকদের জন্য বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করা হয়েছে ৷ যেখানে এখনও পর্যন্ত ত্রিপুরার 92 শতাংশ সাংবাদিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

In persuasion of the Agartala Press Club and Tripura government has so far 92 per cent journalists are vaccinated in Tripura
ত্রিপুরায় 92 শতাংশ সাংবাদিকের ভ্যাকসিনেশন করাল আগরতলা প্রেস ক্লাব
author img

By

Published : Jun 18, 2021, 5:23 PM IST

আগরতলা, 18 জুন : আগরতলা প্রেস ক্লাবের অনুরোধে এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে 92 শতাংশ সংবাদিককে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এখনও এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া জারি রয়েছে ত্রিপুরাতে ৷ তবে, শুধু ভ্যাকসিনেশন নয় ৷ প্রতিটি প্রিন্ট এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অফিস নিয়মিত স্যানিটাইজ করানো হচ্ছে ৷ এমনটাই জানিয়েছেন ত্রিপুরা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ৷

আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা সংবাদমাধ্যমের শীর্ষসংস্থা রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করেছে ৷ তবে, শুধু মাত্র আগরতলা নয় ৷ ত্রিপুরার অন্যান্য জেলাতেও এই ভ্যাকসিনেশনের বিশেষ ক্যাম্প গঠন করা হয়েছে ৷

প্রণব সরকার যিনি ভারতীয় সাংবাদিক ইউনিয়নের জাতীয় সম্পাদক ৷ তিনি জানিয়েছেন, অখনও পর্যন্ত ত্রিপুরাতে করোনায় আক্রান্ত হয়ে 2 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে 30 জন সাংবাদিক করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন ৷ তবে, ওই 30 জন সাংবাদিক সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি ৷ প্রণব সরকার আরও জানিয়েছেন, ত্রিপুরার সকল সাংবাদিককে ফেস মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট এবং গ্লাভস দেওয়া হচ্ছে ৷ ত্রিপুরার 8টি জেলার সব সাংবাদিকের জন্য এই ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : KMC : কলকাতায় চালু হল আরও দুটি মেগা ভ্যাকসিনেশন সেন্টার

তিনি জানিয়েছেন, বাকি সাংবাদিকদের ভ্যাকসিনেশনের জন্য আগরতলা প্রেস ক্লাবে আরও একদিন বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে ৷ ত্রিপুরায় সাংবাদিকদের ভ্যাকসিনেশনের জন্য ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন আগরতলা প্রেস ক্লাবকে সহযোগিতা করছে ৷

আগরতলা, 18 জুন : আগরতলা প্রেস ক্লাবের অনুরোধে এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে 92 শতাংশ সংবাদিককে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এখনও এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া জারি রয়েছে ত্রিপুরাতে ৷ তবে, শুধু ভ্যাকসিনেশন নয় ৷ প্রতিটি প্রিন্ট এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অফিস নিয়মিত স্যানিটাইজ করানো হচ্ছে ৷ এমনটাই জানিয়েছেন ত্রিপুরা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ৷

আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা সংবাদমাধ্যমের শীর্ষসংস্থা রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করেছে ৷ তবে, শুধু মাত্র আগরতলা নয় ৷ ত্রিপুরার অন্যান্য জেলাতেও এই ভ্যাকসিনেশনের বিশেষ ক্যাম্প গঠন করা হয়েছে ৷

প্রণব সরকার যিনি ভারতীয় সাংবাদিক ইউনিয়নের জাতীয় সম্পাদক ৷ তিনি জানিয়েছেন, অখনও পর্যন্ত ত্রিপুরাতে করোনায় আক্রান্ত হয়ে 2 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে 30 জন সাংবাদিক করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন ৷ তবে, ওই 30 জন সাংবাদিক সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি ৷ প্রণব সরকার আরও জানিয়েছেন, ত্রিপুরার সকল সাংবাদিককে ফেস মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট এবং গ্লাভস দেওয়া হচ্ছে ৷ ত্রিপুরার 8টি জেলার সব সাংবাদিকের জন্য এই ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : KMC : কলকাতায় চালু হল আরও দুটি মেগা ভ্যাকসিনেশন সেন্টার

তিনি জানিয়েছেন, বাকি সাংবাদিকদের ভ্যাকসিনেশনের জন্য আগরতলা প্রেস ক্লাবে আরও একদিন বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে ৷ ত্রিপুরায় সাংবাদিকদের ভ্যাকসিনেশনের জন্য ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন আগরতলা প্রেস ক্লাবকে সহযোগিতা করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.