ETV Bharat / bharat

বিদায়বেলায় চিনকে ধাক্কা ট্রাম্পের

author img

By

Published : Jan 15, 2021, 2:33 PM IST

চিনের শাওমি কর্প সহ নয়টি সংস্থার উপরে বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন ৷ চিন সরকারের মালিকানাধীন উদ্যোগের আধিকারিকগণ , চিনা কমিউনিস্ট পার্টি এবং সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অ্যামেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা বসিয়েছে ট্রাম্প সরকার। এছাড়া সে দেশের বৃহৎ তৈল সংস্থা সিএনইওসি-র উপরেও নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন ৷

donald trump
ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, 15 জানুয়ারি : ক্ষমতা থেকে সরে যাওয়ার সময়েও চিনকে ফের নিশানা করল ট্রাম্প ৷ দক্ষিণ চিন সাগরে চিনের 'দাদাগিরি'র অভিযোগ তুলে শাওমি কর্প সহ নয়টি সংস্থার উপরে বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন ৷ এই ঘটনায় চিনের সঙ্গে অ্যামেরিকার তিক্ততা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ ট্রাম্প প্রশাসনের বিদায় বেলায় এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য কোনও মুখ খুলতে চায়নি বাইডেনের ট্রানজিশন টিম ৷

গত এক বছর ধরে চিন-অ্যামেরিকার সম্পর্কে তিক্ততা ক্রমশ বেড়েছে ৷ বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের সংক্রমণে অ্যামেরিকা সহ বেস কিছু দেশ সরাসরি চিনকে দায়ি করেছে ৷ অন্যদিকে দক্ষিণ চিন সাগরে জিনপিং যেভাবে সমরাস্ত্র সম্ভার বাড়িয়ে চলেছে তাতে এনেকদিন আগেই অসন্তোষ প্রকাশ করেছিল মার্কিন প্রশাসন ৷ জো বাইডেনের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে বারবার ট্রাম্পের নিশানায় চিন উঠে এসেছে ৷ বাইডেন ক্ষমতায় আসার পর চিন-অ্যামেরিকার সম্পর্কের বরফ গলতে পারে বলে অনেকেই মনে করছে ৷ তবুও যাওয়ার বেলায় চিনকে ধাক্কা দিতে ছাড়লেন না ডোনাল্ড ট্রাম্প ৷

তবে কোরোনার প্রকোপে অ্যামেরিকার অর্থনীতিতে যে ধাক্কা এসেছে তাতে দেশজুড়ে চিনকেই দায়ি করা হয়েছে ৷ কোরোনায় আড়াই লাখ মার্কিন নাগরিকের মৃত্যু শোক ভুলতে সময় লাগবে ৷ এই পরিস্থিতিতে চিনের প্রতি নরম মনোভাব দেখাতে ভাবতে হবে বাইডেনকেও ৷ হোয়াইট হাউজ় ছাড়তে আর এক সপ্তাহ বাকি নেই ডোনাল্ড ট্রাম্পের ৷ কিন্তু তার মধ্যে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিশ্চিত রূপে বাইডেনকে সমস্যায় ফেলবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল ৷ রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের আধিকারিকগণ , চিনা কমিউনিস্ট পার্টি এবং সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অ্যামেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা বসিয়েছে ট্রাম্প সরকার। পাশাপাশি সে দেশের বৃহৎ তৈল সংস্থা সিএনইওসি-র (চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন)-এর উপরও নিষেধাজ্ঞা বসিয়েছে ট্রাম্প প্রশাসন ৷ এরফলে, অ্যামেরিকার কোনও সংস্থা বা ব্যবসায়ী চিনের কোনও রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে ব্যবসায়িক লেনদেনে যুক্ত হতে পারবে না । এই সমস্ত নিষেধাজ্ঞার পাশাপাশি, পেন্টাগন আরও 9টি চিনা সংস্থার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এই 9টি সংস্থার মধ্যে নিষেধাজ্ঞার মধ্যে উল্লেখযোগ্য হল বিমান নির্মাণ সংস্থা কোম্যাত এবং মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা শাওমি কর্প । পেন্টাগনের অভিযোগ, চিনা সেনাবাহিনীর সঙ্গে এই সমস্ত সংস্থাগুলির সরাসরি যোগ রয়েছে । এই নিষেধাজ্ঞার ফলে, কালো তালিকাভুক্ত চিনা কম্পানিগুলিতে অ্যামেরিকার যে সমস্ত সংস্থা বিনিয়োগ করেছে, তাদের 2021 সালের 11 নভেম্বরের মধ্যে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে ৷ ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তের ফলে অ্যামেরিকান লগ্নিকারীরা নিশ্চিতরূপেই অসুবিধায় পড়বে ।

ওয়াশিংটন, 15 জানুয়ারি : ক্ষমতা থেকে সরে যাওয়ার সময়েও চিনকে ফের নিশানা করল ট্রাম্প ৷ দক্ষিণ চিন সাগরে চিনের 'দাদাগিরি'র অভিযোগ তুলে শাওমি কর্প সহ নয়টি সংস্থার উপরে বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন ৷ এই ঘটনায় চিনের সঙ্গে অ্যামেরিকার তিক্ততা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ ট্রাম্প প্রশাসনের বিদায় বেলায় এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য কোনও মুখ খুলতে চায়নি বাইডেনের ট্রানজিশন টিম ৷

গত এক বছর ধরে চিন-অ্যামেরিকার সম্পর্কে তিক্ততা ক্রমশ বেড়েছে ৷ বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের সংক্রমণে অ্যামেরিকা সহ বেস কিছু দেশ সরাসরি চিনকে দায়ি করেছে ৷ অন্যদিকে দক্ষিণ চিন সাগরে জিনপিং যেভাবে সমরাস্ত্র সম্ভার বাড়িয়ে চলেছে তাতে এনেকদিন আগেই অসন্তোষ প্রকাশ করেছিল মার্কিন প্রশাসন ৷ জো বাইডেনের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে বারবার ট্রাম্পের নিশানায় চিন উঠে এসেছে ৷ বাইডেন ক্ষমতায় আসার পর চিন-অ্যামেরিকার সম্পর্কের বরফ গলতে পারে বলে অনেকেই মনে করছে ৷ তবুও যাওয়ার বেলায় চিনকে ধাক্কা দিতে ছাড়লেন না ডোনাল্ড ট্রাম্প ৷

তবে কোরোনার প্রকোপে অ্যামেরিকার অর্থনীতিতে যে ধাক্কা এসেছে তাতে দেশজুড়ে চিনকেই দায়ি করা হয়েছে ৷ কোরোনায় আড়াই লাখ মার্কিন নাগরিকের মৃত্যু শোক ভুলতে সময় লাগবে ৷ এই পরিস্থিতিতে চিনের প্রতি নরম মনোভাব দেখাতে ভাবতে হবে বাইডেনকেও ৷ হোয়াইট হাউজ় ছাড়তে আর এক সপ্তাহ বাকি নেই ডোনাল্ড ট্রাম্পের ৷ কিন্তু তার মধ্যে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিশ্চিত রূপে বাইডেনকে সমস্যায় ফেলবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল ৷ রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের আধিকারিকগণ , চিনা কমিউনিস্ট পার্টি এবং সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অ্যামেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা বসিয়েছে ট্রাম্প সরকার। পাশাপাশি সে দেশের বৃহৎ তৈল সংস্থা সিএনইওসি-র (চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন)-এর উপরও নিষেধাজ্ঞা বসিয়েছে ট্রাম্প প্রশাসন ৷ এরফলে, অ্যামেরিকার কোনও সংস্থা বা ব্যবসায়ী চিনের কোনও রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে ব্যবসায়িক লেনদেনে যুক্ত হতে পারবে না । এই সমস্ত নিষেধাজ্ঞার পাশাপাশি, পেন্টাগন আরও 9টি চিনা সংস্থার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এই 9টি সংস্থার মধ্যে নিষেধাজ্ঞার মধ্যে উল্লেখযোগ্য হল বিমান নির্মাণ সংস্থা কোম্যাত এবং মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা শাওমি কর্প । পেন্টাগনের অভিযোগ, চিনা সেনাবাহিনীর সঙ্গে এই সমস্ত সংস্থাগুলির সরাসরি যোগ রয়েছে । এই নিষেধাজ্ঞার ফলে, কালো তালিকাভুক্ত চিনা কম্পানিগুলিতে অ্যামেরিকার যে সমস্ত সংস্থা বিনিয়োগ করেছে, তাদের 2021 সালের 11 নভেম্বরের মধ্যে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে ৷ ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তের ফলে অ্যামেরিকান লগ্নিকারীরা নিশ্চিতরূপেই অসুবিধায় পড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.