ETV Bharat / bharat

13 ঘণ্টার মধ্যে মৃত্য়ু করোনা আক্রান্ত দম্পতি ও পুত্রের - করোনা আক্রান্ত বাবা, মা ও ছেলের মৃত্য়ু

করোনা আক্রান্ত হয়ে মাত্র 13 ঘণ্টার মধ্যে প্রাণ গেল একই পরিবারের তিন সদস্যের ৷ মারা গেলেন বাবা, মা ও ছেলে ৷ মহারাষ্ট্রের শিরালা তালুকের শিরশি এলাকার ঘটনা ৷

mh_sng_01_family_death_img_01_mh10047
মাত্র 13 ঘণ্টার মধ্যে মৃত্য়ু করোনা আক্রান্ত বাবা, মা ও ছেলের
author img

By

Published : May 20, 2021, 8:29 PM IST

সাংলি, 20 মে : করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল একই পরিবারের তিন সদস্যের ৷ মাত্র 13 ঘণ্টার মধ্যে মৃত্য়ু হল করোনা আক্রান্ত বাবা, মা ও ছেলের ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের শিরালা তালুকের শিরশি এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়ি শিরশি এলাকার বাসিন্দা ছিল জ়িমুর পরিবার ৷ এই পরিবারেরই ছেলে সচিন মহাদেব জ়িমুর (30) পেশায় একজন সফ্টওয়্য়ার ইঞ্জিনিয়র ছিলেন ৷ 15 দিন আগেই মুম্বই থেকে গ্রামের বাড়িতে ফেরেন তিনি ৷

সচিনের মা সুশীল জ়িমুর (66) করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ সেই কারণেই বাড়ি ফিরে আসেন সচিন ৷ কিছুদিনের মধ্য়েই সচিনের মায়ের অবস্থার অবনতি হয় ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ এরপর সচিনের বাবা মহাদেব জ়িমুরও (75) করোনায় আক্রান্ত হন ৷ তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয় ৷ এর কিছুদিনের মধ্যে এই দম্পতির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় ৷ কিন্তু পরে সচিনের বাবার অবস্থা ফের খারাপ হতে শুরু করে ৷ ইতিমধ্যে সচিনও করোনায় আক্রান্ত হন ৷

আরও পড়ুন : জুন মাসের শেষে দৈনিক সংক্রমণ কমে হবে 15-20 হাজার

বুধবার ভোর পাঁচটায় সচিনের বাবা মারা যান ৷ সেই সময় সচিন ও তাঁর মা ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন ৷ এরপর বুধবার বিকেল পাঁচটা নাগাদ মারা যান সচিনের মা ৷ তার এক ঘণ্টার মধ্যেই মৃত্য়ু হয় সচিনের ৷ গোটা ঘটনায় শোকস্তব্ধ মৃতদের আত্মীয় ও প্রতিবেশীরা ৷

সাংলি, 20 মে : করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল একই পরিবারের তিন সদস্যের ৷ মাত্র 13 ঘণ্টার মধ্যে মৃত্য়ু হল করোনা আক্রান্ত বাবা, মা ও ছেলের ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের শিরালা তালুকের শিরশি এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়ি শিরশি এলাকার বাসিন্দা ছিল জ়িমুর পরিবার ৷ এই পরিবারেরই ছেলে সচিন মহাদেব জ়িমুর (30) পেশায় একজন সফ্টওয়্য়ার ইঞ্জিনিয়র ছিলেন ৷ 15 দিন আগেই মুম্বই থেকে গ্রামের বাড়িতে ফেরেন তিনি ৷

সচিনের মা সুশীল জ়িমুর (66) করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ সেই কারণেই বাড়ি ফিরে আসেন সচিন ৷ কিছুদিনের মধ্য়েই সচিনের মায়ের অবস্থার অবনতি হয় ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ এরপর সচিনের বাবা মহাদেব জ়িমুরও (75) করোনায় আক্রান্ত হন ৷ তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয় ৷ এর কিছুদিনের মধ্যে এই দম্পতির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় ৷ কিন্তু পরে সচিনের বাবার অবস্থা ফের খারাপ হতে শুরু করে ৷ ইতিমধ্যে সচিনও করোনায় আক্রান্ত হন ৷

আরও পড়ুন : জুন মাসের শেষে দৈনিক সংক্রমণ কমে হবে 15-20 হাজার

বুধবার ভোর পাঁচটায় সচিনের বাবা মারা যান ৷ সেই সময় সচিন ও তাঁর মা ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন ৷ এরপর বুধবার বিকেল পাঁচটা নাগাদ মারা যান সচিনের মা ৷ তার এক ঘণ্টার মধ্যেই মৃত্য়ু হয় সচিনের ৷ গোটা ঘটনায় শোকস্তব্ধ মৃতদের আত্মীয় ও প্রতিবেশীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.