তিরুবনন্দপুরম, 10 মে : নিজের ভান্ডারে থাকা অক্সিজেন থেকে প্রতিবেশী রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহ করেছে কেরালা ৷ এখন ভাঁড়ারে টান ৷ অক্সিজেন আর ছাড়তে পারবে না জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি এখন আর মাত্র 86 মেট্রিক টন অক্সিজেন রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী লেখেন, মে মাসের দশ তারিখ পর্যন্ত কেরালা তামিলনাড়ুতে চল্লিশ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করবে, যা পূর্বনির্ধারিত ।
বিজয়ন লেখেন, কেরালায় বর্তমানে চার লাখ দুই হাজার ছয়শো চল্লিশ জন সক্রিয় আক্রান্ত রয়েছেন ৷ এবং 15 মে নাগাদ এই সংখ্যা বেড়ে ছয় লাখ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে । বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে, মে মাসের পনেরো নাগাদ রাজ্যে চারশো মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন হবে । রাজ্যের প্রধান অক্সিজেন উৎপাদনকারী ইউনিট পালাক্কাদের কাঞ্জিকোড়ের 'আইকনস' । মুখ্যমন্ত্রী লিখেছেন, এর মোট উৎপাদন ক্ষমতা দেড়শো মেট্রিক টন এবং অন্যান্য ছোট ইউনিটগুলিকে মিলিয়ে রাজ্যে প্রতিদিন দুশো মেট্রিক টন অক্সিজেন উৎপাদন হয় ৷ যে পরিমাণ অক্সিজেন প্রস্তুত হচ্ছে তা রাজ্যেরই জন্যে বরাদ্দ থাকুক, অনুরোধ জানান বিজয়ন ।
তরল মেডিকেল অক্সিজেনের জন্যে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, তামিলনাড়ু এবং কেরালার জন্য অক্সিজেন এক্সপ্রেস ট্রেন চালানোর কথা রয়েছে তাতে ক্রায়োজেনিক ট্যাঙ্কার বরাদ্দের জন্য কেন্দ্রকে অনুরোধও করেছেন বিজয়ন ৷