ETV Bharat / bharat

Fifth Warmest Year for India: ঠিক কতটা উষ্ণ ছিল 2022 ? গবেষণায় উঠে এল ভয়াবহ তথ্য - আবহাওয়া বিভাগ

মৌসম ভবনের গবেষণা (IMD) অনুসারে, 2022 ছিল 1901-এর পর পঞ্চম উষ্ণতম বছর । অন্যদিকে বৈশ্বিক পর্যায়ে করা গবেষণায় (New Research On Climate Change) উঠে এসেছে নতুন তথ্য ৷ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বন্যা-খরা সমস্যা ক্রমেই মারাত্মক আকার ধারণ করেছে ।

মৌসম ভবন
আবহাওয়া পরিবর্তন
author img

By

Published : Jan 7, 2023, 10:47 AM IST

নয়াদিল্লি, 7 জানুয়ারি: 1901 সাল থেকে পঞ্চম উষ্ণতম বছর হল 2022 (Fifth Warmest Year for India) ৷ এমনটাই উঠে এসেছে এক গবেষণায় ৷ সম্প্রতি মৌসম ভবনের (India Meteorological Department) তরফে ভারতের জলবায়ু পরিবর্তন নিয়ে একটি বিবৃতি দেওয়া হয় ৷ সেখানে বলা হয়েছে, 2022 সালে ভূমিপৃষ্ঠের বার্ষিক গড় তাপমাত্রা দীর্ঘমেয়াদি গড় থেকে 0.51 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা 1981-2010 সময়ের গড় তাপমাত্রা (Climate Change In India) । মৌসম ভবন 1901 সাল থেকে এই সংক্রান্ত রেকর্ড রাখতে শুরু করে ।

2016 সালে ভারতে সবচেয়ে বেশি উষ্ণ দিন ছিল । তার থেকেও তাপমাত্রা পারদ চড়েছিল 2022 সালে ৷ 2016 সালে গড় তাপমাত্রা বেড়ে ছিল 0.71 ডিগ্রি সেলসিয়াস । 2022-এর শীতের মৌরসুমে ভারতে গড় তাপমাত্রা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 0.04 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল, যা স্বাভাবিক (2022 fifth warmest year for India) ।

বর্ষার আগে মার্চ থেকে মে মাসে তাপমাত্রা 1.06 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ছিল, যা স্বাভাবিকের চেয়ে বেশি । 2022 সালে, 1971-2020 সময়ের উপর ভিত্তি করে সমগ্র দেশে বৃষ্টিপাতের পরিমাণ দীর্ঘ সময়ের গড় 108 শতাংশ ছিল । গত বছরও 15টি ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে ৷ যার মধ্যে তিনটি ঘূর্ণিঝড় এবং উত্তর ভারত মহাসাগরে 12টি নিম্নচাপ এলাকা রয়েছে ৷ যা 1965-2021 সালের তথ্যের ভিত্তিতে স্বাভাবিক 11.2 ছিল । এগুলি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস, বজ্রপাত, খরার মতো অস্বাভাবিক ঘটনাও ঘটেছে ।

আরও পড়ুন: দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় সতর্কতা জারি বিমানবন্দরে

গবেষকরা এখন কীভাবে জলবায়ু পরিবর্তন মানুষকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন । জলবায়ু পরিবর্তন ভারত মহাসাগরের ডাইপোলকে প্রভাবিত করতে পারে (climate change can impact Indian Ocean dipole) । যার জেরে কখনও কখনও পূর্ব আফ্রিকায় মেগাড্রাফট এবং ইন্দোনেশিয়ায় মারাত্মক বন্যার মতো মারাত্মক আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটাতে পারে।

আরও পড়ুন: বঙ্গে বজায় থাকবে শীতের মারকাটারি ইনিংস, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.