ETV Bharat / bharat

ব্যর্থ মৌসম ভবনের পূর্বাভাস, নির্ধারিত সময়ে 16 দিন পর দিল্লিতে ঢুকল বর্ষা

author img

By

Published : Jul 13, 2021, 5:02 PM IST

মৌসম ভবনের পূর্বাভাসকে ভুল প্রমাণ করল বর্ষা ৷ নির্ধারিত সময়ের দু’সপ্তাহের বেশি সময় পরে রাজধানী দিল্লিতে আজ বর্ষা ঢুকেছে ৷ 19 বছরে যা প্রথমবার ঘটল ৷

imd-forecast-failed-16-days-later-monsoon-reach-to-delhi
ব্যর্থ মৌসম ভবনের পূর্বাভাস, নির্ধারিত সময়ে 16 দিন পর দিল্লিতে ঢুকল বর্ষা

নয়াদিল্লি, 13 জুলাই : অবশেষে বর্ষা ঢুকল রাজধানী দিল্লিতে ৷ নির্দিষ্ট সময়ের প্রায় 16 দিন পর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে ৷ দিল্লিতে গত 19 বছরে বর্ষা এত দেরিতে এর আগে ঢোকেনি বলে এ দিন জানিয়েছে ভারতীয় মৌসম ভবন (IMD) ৷ এর আগে 2002 সালে 19 জুলাই দিল্লিতে বর্ষা ঢুকেছিল ৷ আজ সকালে দক্ষিণ দিল্লির কয়েকটি এলাকায় কয়েক পশলা বৃষ্টি হওয়ার পর মৌসম ভবনের শীর্ষকর্তা কে জেনামানি এ কথা জানিয়েছেন ৷

সাধারণত 27 জুনের মধ্যে রাজধানী দিল্লিতে বর্ষা ঢুকে যায় ৷ যা 8 জুলাই এর মধ্যে পুরো উত্তর ভারতে ছড়িয়ে পড়ে ৷ গত বছর হাওয়ার গতি বেশি থাকায় দিল্লিতে মৌসুমী বায়ু 25 জুন দিল্লিতে ঢুকেছিল এবং 29 জুনের মধ্যে পুরো উত্তর ভারতের বাকি অংশে ছড়িয়ে পড়েছিল ৷ প্রথমে আবহাওয়া বিভাগ মনে করেছিল, এ বছর সময়ের অনেক আগে দিল্লিতে বর্ষা ঢুকবে ৷ কিন্তু, সেই পূর্বাভাস মেলেনি ৷ উল্টে দু’সপ্তাহের বেশি সময় পর দিল্লিতে বর্ষার আগমন হয়েছে ৷

আরও পড়ুন : Weather Forecast : নিম্নচাপ জের, রাজ্যে ফের বাড়তে চলেছে বৃষ্টিপাত

মৌসম ভবন তাদের পূর্বাভাসের এই ব্যর্থ নিয়ে জানিয়েছে, ‘‘সংখ্যাতত্ত্বের উপর নির্ভরশীল আবহাওয়া সংক্রান্ত রাজধানী নিয়ে পূর্বাভাসের এই ব্যর্থতা খুবই অস্বাভাবিক এবং বিরল ৷’’ এর আগে মৌসম ভবন জানিয়েছিল দিল্লিতে বর্ষা 15 জুন ঢুকবে ৷ যা নির্ধারিত সময়ে প্রায় 12 দিন আগে ছিল ৷ কিন্তু, মৌসুমী বায়ু মাঝে এক জায়গায় থমকে গিয়েছিল ৷ যার ফলে এতটা দেরিতে রাজধানীতে বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে মৌসম ভবন ৷ গত 7 জুন মৌসম ভবন জানিয়েছিল, দিল্লিতে আগাম বর্ষা প্রবেশের একটি আদর্শ আবহাওয়া তৈরি হয়েছে ৷ আর উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য অংশে 7 জুলাই এর মধ্যে বর্ষা ঢুকে যাবে ৷ সেই পূর্বাভাস ব্যর্থ হওয়ার পর, জানানো হয় 10 জুলাই এর মধ্যে দিল্লিতে বর্ষা ঢুকবে ৷ কিন্তু, সেই পূর্বাভাসকেও ভুল প্রমাণিত করে তিনদিন পর দিল্লিতে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে ৷

নয়াদিল্লি, 13 জুলাই : অবশেষে বর্ষা ঢুকল রাজধানী দিল্লিতে ৷ নির্দিষ্ট সময়ের প্রায় 16 দিন পর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে ৷ দিল্লিতে গত 19 বছরে বর্ষা এত দেরিতে এর আগে ঢোকেনি বলে এ দিন জানিয়েছে ভারতীয় মৌসম ভবন (IMD) ৷ এর আগে 2002 সালে 19 জুলাই দিল্লিতে বর্ষা ঢুকেছিল ৷ আজ সকালে দক্ষিণ দিল্লির কয়েকটি এলাকায় কয়েক পশলা বৃষ্টি হওয়ার পর মৌসম ভবনের শীর্ষকর্তা কে জেনামানি এ কথা জানিয়েছেন ৷

সাধারণত 27 জুনের মধ্যে রাজধানী দিল্লিতে বর্ষা ঢুকে যায় ৷ যা 8 জুলাই এর মধ্যে পুরো উত্তর ভারতে ছড়িয়ে পড়ে ৷ গত বছর হাওয়ার গতি বেশি থাকায় দিল্লিতে মৌসুমী বায়ু 25 জুন দিল্লিতে ঢুকেছিল এবং 29 জুনের মধ্যে পুরো উত্তর ভারতের বাকি অংশে ছড়িয়ে পড়েছিল ৷ প্রথমে আবহাওয়া বিভাগ মনে করেছিল, এ বছর সময়ের অনেক আগে দিল্লিতে বর্ষা ঢুকবে ৷ কিন্তু, সেই পূর্বাভাস মেলেনি ৷ উল্টে দু’সপ্তাহের বেশি সময় পর দিল্লিতে বর্ষার আগমন হয়েছে ৷

আরও পড়ুন : Weather Forecast : নিম্নচাপ জের, রাজ্যে ফের বাড়তে চলেছে বৃষ্টিপাত

মৌসম ভবন তাদের পূর্বাভাসের এই ব্যর্থ নিয়ে জানিয়েছে, ‘‘সংখ্যাতত্ত্বের উপর নির্ভরশীল আবহাওয়া সংক্রান্ত রাজধানী নিয়ে পূর্বাভাসের এই ব্যর্থতা খুবই অস্বাভাবিক এবং বিরল ৷’’ এর আগে মৌসম ভবন জানিয়েছিল দিল্লিতে বর্ষা 15 জুন ঢুকবে ৷ যা নির্ধারিত সময়ে প্রায় 12 দিন আগে ছিল ৷ কিন্তু, মৌসুমী বায়ু মাঝে এক জায়গায় থমকে গিয়েছিল ৷ যার ফলে এতটা দেরিতে রাজধানীতে বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে মৌসম ভবন ৷ গত 7 জুন মৌসম ভবন জানিয়েছিল, দিল্লিতে আগাম বর্ষা প্রবেশের একটি আদর্শ আবহাওয়া তৈরি হয়েছে ৷ আর উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য অংশে 7 জুলাই এর মধ্যে বর্ষা ঢুকে যাবে ৷ সেই পূর্বাভাস ব্যর্থ হওয়ার পর, জানানো হয় 10 জুলাই এর মধ্যে দিল্লিতে বর্ষা ঢুকবে ৷ কিন্তু, সেই পূর্বাভাসকেও ভুল প্রমাণিত করে তিনদিন পর দিল্লিতে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.