ETV Bharat / bharat

Mohan Bhagwat: আরএসএসের মোহন ভাগবত রাষ্ট্রপিতা, দাবি ইমাম সংগঠনের প্রধানের - মাদ্রাসা

বৃহস্পতিবার দিল্লির একটি মাদ্রাসায় যান আরএসএসের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) ৷ সেখানেই তাঁকে রাষ্ট্রপিতা বলে অভিহিত করেন ইমাম সংগঠনের প্রধান ৷

Imam Organisation Chief terms RSS chief Mohan Bhagwat as Rashtra Pita
Mohan Bhagwat: আরএসএসের মোহন ভাগবত রাষ্ট্রপিতা, দাবি ইমাম সংগঠনের প্রধানের
author img

By

Published : Sep 22, 2022, 5:15 PM IST

Updated : Sep 22, 2022, 6:07 PM IST

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবতই (Mohan Bhagwat) রাষ্ট্রপিতা ৷ বৃহস্পতিবার এমনই দাবি করেছেন সর্বভারতীয় ইমাম সংগঠনের (All India Imam Organisation) প্রধান উমর আহমেদ ইলিয়াসি (Umer Ahmed Ilyasi) ৷

এদিন দিল্লির একটি মসজিদ ও মাদ্রাসায় যান আরএসএসের প্রধান মোহন ভাগবত ৷ কেন্দ্রীয় দিল্লির কস্তুরবা গান্ধি মার্গের একটি মসজিদে (Mosque) তিনি যান ৷ আর উত্তর দিল্লির তাজেদুল কোরান মাদ্রাসায় (Madarsa) যান ভাগবত ৷ এই প্রথমবার কোনও মাদ্রাসায় গেলেন তিনি ৷ তাঁর সঙ্গে আরএসএসের অন্য আধিকারিকরাও ছিলেন ৷

সেখানেই ছিলেন সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান উমর আহমেদ ইলিয়াসি ৷ মাদ্রাসার পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময় ইলিয়াসি মোহন ভাগবতকে রাষ্ট্রপিতা হিসেবে উল্লেখ করেন ৷ পরেও সংবাদসংস্থার কাছে তিনি এই মন্তব্য করেন ৷

যদিও তখনই এই মন্তব্যের প্রতিবাদ করেন মোহন ভাগবত ৷ তিনি জানান, জাতির জনক একজনই ৷ তিনি ভারতের সন্তান ৷ এর পর মাদ্রাসার পড়ুয়াদের সঙ্গে কথা বলেন ভাগবত ৷ তাঁদের দেশ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা বোঝান ৷ সব ধর্মকে শ্রদ্ধা করার কথাও তিনি জানান ৷

পরে ইলিয়াসি জানান, দেশকে শক্তিশালী করার জন্য বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে ৷ ধর্ম আলাদা হলেও সকলকে এক সঙ্গে শক্তিশালী ভারত গড়ার কাজ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন ৷

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই মোহন ভাগবত মুসলিম সম্প্রদায়ের (Muslim community) বিশিষ্টদের সঙ্গে দেখা করে কথা বলছেন ৷ সেই তালিকায় দিল্লির প্রাক্তন উপ-রাজ্যপাল নাজীব জং, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি-সহ অনেকেই ছিলেন ৷ আরএসএস-এর তরফে সংঘ প্রধানের এই কাজকে ‘সংবাদ’-এর অংশ বলেই জানানো হয়েছে ৷

আরও পড়ুন : দিল্লির মসজিদে ইমামদের প্রধানের সঙ্গে বৈঠক ভাগবতের

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবতই (Mohan Bhagwat) রাষ্ট্রপিতা ৷ বৃহস্পতিবার এমনই দাবি করেছেন সর্বভারতীয় ইমাম সংগঠনের (All India Imam Organisation) প্রধান উমর আহমেদ ইলিয়াসি (Umer Ahmed Ilyasi) ৷

এদিন দিল্লির একটি মসজিদ ও মাদ্রাসায় যান আরএসএসের প্রধান মোহন ভাগবত ৷ কেন্দ্রীয় দিল্লির কস্তুরবা গান্ধি মার্গের একটি মসজিদে (Mosque) তিনি যান ৷ আর উত্তর দিল্লির তাজেদুল কোরান মাদ্রাসায় (Madarsa) যান ভাগবত ৷ এই প্রথমবার কোনও মাদ্রাসায় গেলেন তিনি ৷ তাঁর সঙ্গে আরএসএসের অন্য আধিকারিকরাও ছিলেন ৷

সেখানেই ছিলেন সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান উমর আহমেদ ইলিয়াসি ৷ মাদ্রাসার পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময় ইলিয়াসি মোহন ভাগবতকে রাষ্ট্রপিতা হিসেবে উল্লেখ করেন ৷ পরেও সংবাদসংস্থার কাছে তিনি এই মন্তব্য করেন ৷

যদিও তখনই এই মন্তব্যের প্রতিবাদ করেন মোহন ভাগবত ৷ তিনি জানান, জাতির জনক একজনই ৷ তিনি ভারতের সন্তান ৷ এর পর মাদ্রাসার পড়ুয়াদের সঙ্গে কথা বলেন ভাগবত ৷ তাঁদের দেশ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা বোঝান ৷ সব ধর্মকে শ্রদ্ধা করার কথাও তিনি জানান ৷

পরে ইলিয়াসি জানান, দেশকে শক্তিশালী করার জন্য বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে ৷ ধর্ম আলাদা হলেও সকলকে এক সঙ্গে শক্তিশালী ভারত গড়ার কাজ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন ৷

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই মোহন ভাগবত মুসলিম সম্প্রদায়ের (Muslim community) বিশিষ্টদের সঙ্গে দেখা করে কথা বলছেন ৷ সেই তালিকায় দিল্লির প্রাক্তন উপ-রাজ্যপাল নাজীব জং, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি-সহ অনেকেই ছিলেন ৷ আরএসএস-এর তরফে সংঘ প্রধানের এই কাজকে ‘সংবাদ’-এর অংশ বলেই জানানো হয়েছে ৷

আরও পড়ুন : দিল্লির মসজিদে ইমামদের প্রধানের সঙ্গে বৈঠক ভাগবতের

Last Updated : Sep 22, 2022, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.