ETV Bharat / bharat

NIRF Ranking 2022: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আইআইটি মাদ্রাজ, রইল অন্যান্যদের ব়্যাংকিং - আইআইটি মাদ্রাজ

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)৷ একনজরে দেখে নিন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির ব়্যাংকিং ৷

IIT Madras tops ministry of education's India Rankings 2022, IISC Bengaluru top university
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আইআইটি মাদ্রাজ, রইল অন্যান্যদের ব়্যাংকিং
author img

By

Published : Jul 15, 2022, 5:25 PM IST

নয়াদিল্লি, 15 জুলাই: দেশের উচ্চশিক্ষা কেন্দ্রগুলির মধ্যে সবার উপরে আইআইটি, মাদ্রাজ (Indian Institute of Technology, Madras)৷ দেশের সেরা দ্বিতীয় ও তৃতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়ান্স, বেঙ্গালুরু এবং আইআইটি বম্বে ৷

দেশের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল্যায়নের নিরিখে বাৎসরিক একটি তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (India Rankings 2022)৷ 'ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাংকিং ফ্রেমওয়ার্ক' (National Institutional Ranking Framework) বা এনআইআরএফ (NIRF) ৷ শুক্রবার এই তালিকাটি প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)৷ সেখানেই বিভিন্ন বিভাগে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব়্যাংকিং দেওয়া হয়েছে ৷

সেরা তিন বিশ্ববিদ্যালয় হল, আইআইএসসি বেঙ্গালুরু (IISC Bengaluru top university), দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া ৷ অন্যদিকে, দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে সেরা তিনটি কলেজ হল, আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি এবং আইআইটি বম্বে ৷ ফার্মাসি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্য়ে প্রথম তিনটি স্থান দখল করেছে যথাক্রমে হায়দরাবাদের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্য়ান্ড রিসার্চ, পঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ৷

দেশের সেরা 10টি কলেজের মধ্যে পাঁচটিই রাজধানী দিল্লিতে অবস্থিত ৷ যার মধ্যে শীর্ষস্থান দখল করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত মিরান্ডা হাউস ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন হিন্দু কলেজ ৷ আর তৃতীয় স্থান দখল করেছে চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ ৷ দেশের সেরা মেডিক্যাল কলেজের স্বীকৃতি পেয়েছে এইমস দিল্লি (AIIMS Delhi) ৷

এনআইআরএফ তালিকা

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব়্যাংকিং রইল একনজরে...

আইআইটি মাদ্রাজসেরা শিক্ষাপ্রতিষ্ঠান
আইআইএসসি বেঙ্গালুরুসেরা বিশ্ববিদ্যালয়
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়
জামিয়া মিলিয়া ইসলামিয়াতৃতীয় সেরা বিশ্ববিদ্যালয়
আইআইএম আহমেদাবাদ সেরা বি-স্কুল
আইআইএম ব্যাঙ্গালোরদ্বিতীয় সেরা বি-স্কুল
আইআইএম ক্যালকাটাতৃতীয় সেরা বি-স্কুল
মিরান্ডা হাউসসেরা কলেজ
হিন্দু কলেজদ্বিতীয় সেরা কলেজ
এইমসসেরা মেডিক্যাল কলেজ

সবমিলিয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় 6 নম্বরে রয়েছে খড়গপুর আইআইটি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে 12 নম্বরে ৷ 15-তে আছে কলকাতা বিশ্ববিদ্য়ালয় ৷ সেরা কলেজের তালিকায় 8 নম্বরে সেন্ট জেভিয়ার্স ও 9 নম্বরে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ৷

নয়াদিল্লি, 15 জুলাই: দেশের উচ্চশিক্ষা কেন্দ্রগুলির মধ্যে সবার উপরে আইআইটি, মাদ্রাজ (Indian Institute of Technology, Madras)৷ দেশের সেরা দ্বিতীয় ও তৃতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়ান্স, বেঙ্গালুরু এবং আইআইটি বম্বে ৷

দেশের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল্যায়নের নিরিখে বাৎসরিক একটি তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (India Rankings 2022)৷ 'ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাংকিং ফ্রেমওয়ার্ক' (National Institutional Ranking Framework) বা এনআইআরএফ (NIRF) ৷ শুক্রবার এই তালিকাটি প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)৷ সেখানেই বিভিন্ন বিভাগে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব়্যাংকিং দেওয়া হয়েছে ৷

সেরা তিন বিশ্ববিদ্যালয় হল, আইআইএসসি বেঙ্গালুরু (IISC Bengaluru top university), দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া ৷ অন্যদিকে, দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে সেরা তিনটি কলেজ হল, আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি এবং আইআইটি বম্বে ৷ ফার্মাসি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্য়ে প্রথম তিনটি স্থান দখল করেছে যথাক্রমে হায়দরাবাদের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্য়ান্ড রিসার্চ, পঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ৷

দেশের সেরা 10টি কলেজের মধ্যে পাঁচটিই রাজধানী দিল্লিতে অবস্থিত ৷ যার মধ্যে শীর্ষস্থান দখল করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত মিরান্ডা হাউস ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন হিন্দু কলেজ ৷ আর তৃতীয় স্থান দখল করেছে চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ ৷ দেশের সেরা মেডিক্যাল কলেজের স্বীকৃতি পেয়েছে এইমস দিল্লি (AIIMS Delhi) ৷

এনআইআরএফ তালিকা

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব়্যাংকিং রইল একনজরে...

আইআইটি মাদ্রাজসেরা শিক্ষাপ্রতিষ্ঠান
আইআইএসসি বেঙ্গালুরুসেরা বিশ্ববিদ্যালয়
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়
জামিয়া মিলিয়া ইসলামিয়াতৃতীয় সেরা বিশ্ববিদ্যালয়
আইআইএম আহমেদাবাদ সেরা বি-স্কুল
আইআইএম ব্যাঙ্গালোরদ্বিতীয় সেরা বি-স্কুল
আইআইএম ক্যালকাটাতৃতীয় সেরা বি-স্কুল
মিরান্ডা হাউসসেরা কলেজ
হিন্দু কলেজদ্বিতীয় সেরা কলেজ
এইমসসেরা মেডিক্যাল কলেজ

সবমিলিয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় 6 নম্বরে রয়েছে খড়গপুর আইআইটি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে 12 নম্বরে ৷ 15-তে আছে কলকাতা বিশ্ববিদ্য়ালয় ৷ সেরা কলেজের তালিকায় 8 নম্বরে সেন্ট জেভিয়ার্স ও 9 নম্বরে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.