পানাজি, 7 এপ্রিল: রোজই ছ্যাঁকা লাগছে জ্বালানির দামে ৷ আজও বেড়েছে পেট্রোপণ্যের দাম (petrol diesel price) ৷ পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দাম চড়ছে জিনিসপত্রেরও ৷ এই অবস্থায় মধ্যবিত্তের যখন নাভিশ্বাস উঠছে, তখন এই সমস্যার ‘সহজ’ সমাধান বাতলালেন বিজেপির এক নেতা (BJP Minister advises to use electric car)৷
গোয়ার মন্ত্রী নীলেশ কাব্রালের (BJP Minister Nilesh Cabral) নিদান, পেট্রল ও ডিজেল কেনার সামর্থ না থাকলে ইলেকট্রিক গাড়ি কিনে নিন (If you can't afford petrol-diesel, buy electric cars) ৷ গোয়ার বিজেপি মন্ত্রিসভার জনকল্যাণ দফতরের মন্ত্রী বলেছেন, ‘‘যখন মুদ্রাস্ফীতি সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, জিনিসপত্রে হাত ছোঁয়ানো যাচ্ছে না, পেট্রল ও ডিজেল কেনা সামর্থে কুলোচ্ছে না, তখন ইলেকট্রিকের গাড়ি কিনে নিতে পারেন নাগরিকরা ৷’’ অদ্ভুত ভাবে মানুষকে তাঁর পরামর্শ, "পেট্রল ও ডিজেলের গাড়ি চালানো যদি সম্ভব না হয়, তাহলে ইলেকট্রিকের গাড়ি ও স্কুটার ব্যবহার করুন ৷"
আরও পড়ুন: Petrol-Diesel Price Hike : 80 পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের, আজ কোন শহরে কী দাম ?
আজও লিটারে 80 পয়সা বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম ৷ এই নিয়ে গত 16 দিনে লিটারে 10 টাকা দাম বাড়ল জ্বালানির ৷ এর ফলে কলকাতায় পেট্রলের দাম বেড়ে হল লিটারে 115.12 টাকা ও ডিজেলে লিটারপিছু দাম হল 99.83 টাকা ৷
আরও পড়ুন: Petrol-Diesel Price Hike : আজও 80 পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজেলের, জেনে নিন আজ কোথায় কী দাম