নয়াদিল্লি, 27 এপ্রিল: সামাজিক দূরত্ব মেনে না-চললে 30 দিনে একজন কোভিড রোগীর থেকে 406 জনের শরীরে ছড়াতে পারে করোনাভাইরাস ৷ এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কোভিডের সংক্রমণ রুখতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ফের মনে করিয়ে দিয়েছে কেন্দ্র ৷
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের যুগ্মসচিব লব আগরওয়াল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "একজন কোভিড রোগী যদি তাঁর 50 শতাংশ প্রকাশ্যে আসা কমিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে 406 জনের পরিবর্তে তাঁর থেকে সংক্রমিত হচ্ছেন 15 জন ৷ যদি তিনি প্রকাশ্যে আসা 75 শতাংশ কমিয়ে ফেলেন, তাহলে 30 দিনে ওই ব্যক্তির থেকে সংক্রমিত হবেন 2.5 জন ৷ তবে তিনি সামাজিক দূরত্ব বজায় না-রাখলে 30 দিনে তাঁর থেকে 406 জন সংক্রমিত হবেন ৷"
তিনি আরও জানান, "গবেষণায় দেখা গিয়েছে, 6 ফিট দূরত্বে থেকেও একজন কোভিড পজ়িটিভ ব্যক্তির থেকে আর একজন সংক্রমিত হতে পারেন ৷ বাড়িতে আইসোলেশনে থাকাকালীন এই পরিস্থিতি হতে পারে ৷ মাস্ক যদি ঠিকমতো পরা না-থাকে, তাহলে একজন কোভিড রোগীর থেকে অন্যের সংক্রমিত হওয়ার সম্ভাবনা 90 শতাংশ ৷"
আরও পড়ুন: সামান্য নামল গ্রাফ ! সংক্রমিত আরও 3.23 লাখ, মৃত 2771
আজ দেশে সামান্য কমে করোনাভাইরাসের সংক্রমণ ৷ তবে এখনও দৈনিক সংক্রমণ তিন লাখের উপরেই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3.23 লক্ষেরও বেশি মানুষ ৷ মৃত্যুও গতকালের তুলনায় সামান্য কমেছে ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 2771 জনের ৷