নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: রাশিয়ার (Ukraine crisis) আক্রমণ রুখতে জরুরি ভিত্তিতে ভারতের হস্তক্ষেপ চাইল ইউক্রেন (If Modi ji speaks to Putin)৷ ভারতে সে দেশের রাষ্ট্রদূত ইগোর পোলিখা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Ukraine envoy's appeal to Modi) যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন, তবে তা ফলপ্রসূ হতে পারে বলে আশাবাদী তিনি ৷
ইউক্রেনের রাষ্ট্রদূতের (Ukraine envoy's appeal to India) কথায়, "ভারত খুবই প্রভাবশালী বিশ্বশক্তি...আমরা ভারতের দৃঢ় আওয়াজ চাইছি ৷" উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেছেন, "মোদিজি সবচেয়ে শক্তিশালী বিশ্বনেতাদের মধ্যে অন্যতম ৷ রাশিয়ার সঙ্গে আপনার খুব ভালো কৌশলগত সম্পর্ক রয়েছে ৷ পুতিন কোন কোন রাষ্ট্রনেতার কথা শুনবেন আমি জানি না, তবে বর্তমানে যা অবস্থা তাতে মোদিজি পুতিনের সঙ্গে কথা বলে কড়া বার্তা দিলে পুতিন অন্তত একবার ভেবে দেখবেন ৷ এই সংকটের সময়ে ভারত সরকারের থেকে আমরা সঠিক আচরণ আশা করছি ৷"
আরও পড়ুন : Ukraine-Russia Conflict : পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর
সরাসরি দিল্লির সাহায্য চেয়ে তিনি আরও বলেন, "আমরা ভারতের সাহায্য প্রার্থনা করছি ৷"
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে চিন্তিত ভারত প্রশাসন কিয়েভে আটকে পড়া ভারতীয়দের অন্য পথে দেশে ফেরাতে পরিকল্পনা গ্রহণ করছে ৷ বিদেশমন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকে এই নিয়ে আলোচনা চলছে বলে খবর মিলেছে ইটিভি ভারত সূত্রে ৷
আরও পড়ুন: Ukraine-Russia Crisis : রাশিয়ার বিমান-হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছে, দাবি ইউক্রেনের সেনার