ETV Bharat / bharat

Mallikarjun Kharge: 'রাজস্থানে ক্ষমতায় এলে চব্বিশে কেন্দ্রেও সরকার গড়বে কংগ্রেস', আত্মবিশ্বাসী খাড়গে - রাজস্থান

Cong retains govt in Rajasthan it will come to power at Centre: মল্লিকার্জুন খাড়গে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের করা কাজগুলি নকল করার অভিযোগও তুলেছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, দল রাজস্থানে ফের সরকার গঠন করতে পারলে 2024 সালে কেন্দ্রেও ক্ষমতায় আসবে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 10:54 PM IST

জয়পুর, 16 অক্টোবর: দল রাজস্থানে ফের সরকার গঠন করতে পারলে 2024 সালে কেন্দ্রেও ক্ষমতায় আসবে। এমন কথাই শোনা গেল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে গলায় ৷ সোমবার রাজস্থান থেকে বিজেপির বিরুদ্ধে নকল করার অভিযোগও তুলেছেন খাড়গে ৷

এদিন মল্লিকার্জুন খাড়গে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের করা কাজগুলি নকল করার অভিযোগও তুলেছেন ৷ তিনি বলেন, "এসব করে গেরুয়া দল কপিরাইট দাবি করতে চায় ৷ তবে মানুষ তাদের কোনও কপিরাইট দেবে না ৷ কাজ দেখে তারা মনে রাখবে এসব কংগ্রেসের করা।"

বারান জেলায় পূর্ব রাজস্থান খাল প্রকল্পের জন্য সচেতনতা প্রচার শুরু করে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সাম্প্রতিক বক্তৃতায় একটি 'লাল ডায়েরি' সম্পর্কে মন্তব্য করেছেন ৷ খাড়গের দাবি, লাল ডায়েরির মধ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং রাজস্থান সরকারের আর্থিক অনিয়মের হিসাব রয়েছে বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভুয়ো। কটাক্ষের সুরে তিনি বলেন, "আদতে সেই লাল ডায়েরিতে লেখা আছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস আবার রাজস্থানে সরকার গঠন করবে ৷"

এদিন অবশ্য খাড়গের অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন কংগ্রেস নেতা সচিন পাইলট। তবে এদিন খাড়গে জোরের সঙ্গে বলেন, "যদি আবার রাজস্থানে কংগ্রেসের সরকার গঠিত হয় তবে দল 2024 সালে কেন্দ্রেও ক্ষমতায় আসবে ৷" খাড়গে আরও বলেন, "মানুষ 2019 লোকসভা নির্বাচনে রাজস্থান থেকে 25 জন বিজেপি সাংসদকে নির্বাচিত করেছিল, কিন্তু তাঁরা এখানকার মানুষের জন্য আর্থিক সাহায্য বা পানীয় জল কোনওটাই আনতে পারেনি।" খাড়গে এদিন সরাসরি প্রধানমন্ত্রী মোদি এবং রাজস্থানের বিজেপি সাংসদদের বিরুদ্ধে রাজ্যের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতারও অভিযোগ করেছেন।

আরও পড়ুন: দশভূজার কাছে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদপ্রার্থী শাহ, ‘রামমন্দিরের’ উদ্বোধনে অমিত-বার্তা

পাশাপাশি দেশব্যাপী বর্ণ শুমারি করার জন্য কংগ্রেসের দাবিতে এদিন আরও একবার সোচ্চার হয়েছেন খাড়গে ৷ সেই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, "ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষকে বিভক্ত করা বিজেপির অভ্যাস ৷" খাড়গে বলেন, "মোদি খুব কমই সংসদে আসেন ৷ কেবল নির্বাচনী রাজ্যে ঘুরে বেড়ান। প্রতিশ্রুতি সত্ত্বেও প্রধানমন্ত্রী ইআরসিপি'র জন্য কিছুই করেননি ৷ রাজ্য সরকার 25 হাজার কোটি টাকা ব্যয় করে প্রকল্পের কাজ শেষ করছে।"

জয়পুর, 16 অক্টোবর: দল রাজস্থানে ফের সরকার গঠন করতে পারলে 2024 সালে কেন্দ্রেও ক্ষমতায় আসবে। এমন কথাই শোনা গেল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে গলায় ৷ সোমবার রাজস্থান থেকে বিজেপির বিরুদ্ধে নকল করার অভিযোগও তুলেছেন খাড়গে ৷

এদিন মল্লিকার্জুন খাড়গে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের করা কাজগুলি নকল করার অভিযোগও তুলেছেন ৷ তিনি বলেন, "এসব করে গেরুয়া দল কপিরাইট দাবি করতে চায় ৷ তবে মানুষ তাদের কোনও কপিরাইট দেবে না ৷ কাজ দেখে তারা মনে রাখবে এসব কংগ্রেসের করা।"

বারান জেলায় পূর্ব রাজস্থান খাল প্রকল্পের জন্য সচেতনতা প্রচার শুরু করে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সাম্প্রতিক বক্তৃতায় একটি 'লাল ডায়েরি' সম্পর্কে মন্তব্য করেছেন ৷ খাড়গের দাবি, লাল ডায়েরির মধ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং রাজস্থান সরকারের আর্থিক অনিয়মের হিসাব রয়েছে বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভুয়ো। কটাক্ষের সুরে তিনি বলেন, "আদতে সেই লাল ডায়েরিতে লেখা আছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস আবার রাজস্থানে সরকার গঠন করবে ৷"

এদিন অবশ্য খাড়গের অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন কংগ্রেস নেতা সচিন পাইলট। তবে এদিন খাড়গে জোরের সঙ্গে বলেন, "যদি আবার রাজস্থানে কংগ্রেসের সরকার গঠিত হয় তবে দল 2024 সালে কেন্দ্রেও ক্ষমতায় আসবে ৷" খাড়গে আরও বলেন, "মানুষ 2019 লোকসভা নির্বাচনে রাজস্থান থেকে 25 জন বিজেপি সাংসদকে নির্বাচিত করেছিল, কিন্তু তাঁরা এখানকার মানুষের জন্য আর্থিক সাহায্য বা পানীয় জল কোনওটাই আনতে পারেনি।" খাড়গে এদিন সরাসরি প্রধানমন্ত্রী মোদি এবং রাজস্থানের বিজেপি সাংসদদের বিরুদ্ধে রাজ্যের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতারও অভিযোগ করেছেন।

আরও পড়ুন: দশভূজার কাছে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদপ্রার্থী শাহ, ‘রামমন্দিরের’ উদ্বোধনে অমিত-বার্তা

পাশাপাশি দেশব্যাপী বর্ণ শুমারি করার জন্য কংগ্রেসের দাবিতে এদিন আরও একবার সোচ্চার হয়েছেন খাড়গে ৷ সেই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, "ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষকে বিভক্ত করা বিজেপির অভ্যাস ৷" খাড়গে বলেন, "মোদি খুব কমই সংসদে আসেন ৷ কেবল নির্বাচনী রাজ্যে ঘুরে বেড়ান। প্রতিশ্রুতি সত্ত্বেও প্রধানমন্ত্রী ইআরসিপি'র জন্য কিছুই করেননি ৷ রাজ্য সরকার 25 হাজার কোটি টাকা ব্যয় করে প্রকল্পের কাজ শেষ করছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.