ETV Bharat / bharat

IED Recovered in South Kashmir : যৌথ অভিযানে সাফল্য, কাশ্মীরে উদ্ধার 5 কেজি আইইডি

দক্ষিণ কাশ্মীরে উদ্ধার হল 5 কেজি আইইডি ৷ পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই আইইডি উদ্ধার (IED Recovered in South Kashmir) করা হয় ৷ ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলায় ৷

ied recover in south Kashmir by security forces
IED Recover in South Kashmir : পুলিশ, সেনা, আধাসেনার যৌথ অভিযানে সাফল্য, কাশ্মীরে উদ্ধার 5 কেজি আইইডি
author img

By

Published : Dec 23, 2021, 1:50 PM IST

শ্রীনগর, 23 ডিসেম্বর : পুলিশ ও নিরাপত্তাবাহিনীর তৎপরতায় ভেস্তে গেল নাশকতার ছক ৷ তল্লাশিতে উদ্ধার হল পাঁচ কেজি বিস্ফোরক ৷ উদ্ধার হওয়া আইইডি (Improvised Explosive Device) ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে ৷ বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৷ পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই আইইডি উদ্ধার (IED Recovered in South Kashmir) করা হয় ৷

আরও পড়ুন : J&K Militants Killed : দক্ষিণ কাশ্মীরের গ্রামে যৌথ অভিযান, খতম চার জঙ্গি

সূত্রের খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়েই এই সাফল্য মিলেছে ৷ বাহিনীর কাছে খবর ছিল নেওয়া-শ্রীনগর রোডে আইইডি পেতে রাখা হয়েছে ৷ নাশকতার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছিল ৷ এরপরই ওই এলাকায় তল্লাশি শুরু করা হয় ৷ আইইডি উদ্ধার হওয়ার পরই তা নিষ্ক্রিয় করে দেন বম্ব স্কোয়াডের সদস্যরা ৷

  • Pulwama Police averted major tragedy. Acting on a specific information Pulwama Police along with 50 RR & 183 BN CRPF found an IED of approx. 5kg assembled in a container planted on Newa Srinagar road. However, BD squad of Police & Army destroyed it on spot @JmuKmrPolice

    — Pulwama Police (@ssppul) December 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jammu And Kashmir: ফের অশান্ত কাশ্মীর, শ্রীনগরে হাসপাতাল চত্বরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়

কাশ্মীর আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে এই প্রসঙ্গে একটি টুইটও করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, বাহিনীর তৎপরতাতেই দক্ষিণ কাশ্মীরে বড়সড় হামলা ঠেকানো সম্ভব হয়েছে ৷ ঘটনায় এফআইআর রুজু করেছে পুলিশ ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে ৷

শ্রীনগর, 23 ডিসেম্বর : পুলিশ ও নিরাপত্তাবাহিনীর তৎপরতায় ভেস্তে গেল নাশকতার ছক ৷ তল্লাশিতে উদ্ধার হল পাঁচ কেজি বিস্ফোরক ৷ উদ্ধার হওয়া আইইডি (Improvised Explosive Device) ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে ৷ বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৷ পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই আইইডি উদ্ধার (IED Recovered in South Kashmir) করা হয় ৷

আরও পড়ুন : J&K Militants Killed : দক্ষিণ কাশ্মীরের গ্রামে যৌথ অভিযান, খতম চার জঙ্গি

সূত্রের খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়েই এই সাফল্য মিলেছে ৷ বাহিনীর কাছে খবর ছিল নেওয়া-শ্রীনগর রোডে আইইডি পেতে রাখা হয়েছে ৷ নাশকতার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছিল ৷ এরপরই ওই এলাকায় তল্লাশি শুরু করা হয় ৷ আইইডি উদ্ধার হওয়ার পরই তা নিষ্ক্রিয় করে দেন বম্ব স্কোয়াডের সদস্যরা ৷

  • Pulwama Police averted major tragedy. Acting on a specific information Pulwama Police along with 50 RR & 183 BN CRPF found an IED of approx. 5kg assembled in a container planted on Newa Srinagar road. However, BD squad of Police & Army destroyed it on spot @JmuKmrPolice

    — Pulwama Police (@ssppul) December 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jammu And Kashmir: ফের অশান্ত কাশ্মীর, শ্রীনগরে হাসপাতাল চত্বরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়

কাশ্মীর আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে এই প্রসঙ্গে একটি টুইটও করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, বাহিনীর তৎপরতাতেই দক্ষিণ কাশ্মীরে বড়সড় হামলা ঠেকানো সম্ভব হয়েছে ৷ ঘটনায় এফআইআর রুজু করেছে পুলিশ ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.