ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে শহিদ 2 জওয়ান, সন্দেহ মাওবাদীদের

author img

By

Published : Mar 4, 2021, 12:28 PM IST

ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে শহিদ হলেন 2 জওয়ান । জখম হয়েছেন আরও তিনজন জওয়ান । এই বিস্ফোরণের পেছনে সন্দেহের তির মাওবাদীদের দিকে ।

IED blast in Jharkhand, two security personnel dead
ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে শহিদ 2 জওয়ান, সন্দেহ মাওবাদীদের

চাইবাসা, 4 মার্চ: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খণ্ড । আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে 2 জন নিরাপত্তা কর্মীর । মাওবাদীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ পুলিশের ।

বৃহস্পতিবার সকাল পৌনে ন'টা নাগাদ ঝাড়খণ্ডের পশ্চিমে সিংভূম জেলার হোয়াহাতু গ্রামে জোরালো বিস্ফোরণ হয় । বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ । বিস্ফোরণে ঝাড়খণ্ড পুলিশের বিশেষ জাগুয়ার বাহিনীর দুজন কর্মীর মৃত্যু হয় । এ ছাড়াও ঝাড়খণ্ড জাগুয়ারের ও সিআরপিএফ-এর আরও তিন জন জওয়ান জখম হয়েছেন । তাদের যৌথ বাহিনী একটি অভিযানে বেরিয়ে এই বিস্ফোরণের মুখে পড়ে ।

আরও পড়ুন: নিমতিতা বিস্ফোরণকাণ্ডে তদন্ত শুরু এনআই-এর

সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে, ''আজ সকাল পৌনে ন'টা নাগাদ পশ্চিম সিংভূমের হোয়াহাতু গ্রামের জঙ্গল এলাকায় আইইডি বিস্ফোরণ হয়েছে । ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর দু জন জওয়ানের বিস্ফোরণে মৃত্যু হয়েছে । ওই বাহিনীর আরও দুজন গুরুতর জখম । এ ছাড়াও 197 ব্যাটালিয়নের এক সিআরপিএফ জওয়ানও এই ঘটনায় আহত হয়েছেন ।''

চাইবাসা, 4 মার্চ: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খণ্ড । আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে 2 জন নিরাপত্তা কর্মীর । মাওবাদীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ পুলিশের ।

বৃহস্পতিবার সকাল পৌনে ন'টা নাগাদ ঝাড়খণ্ডের পশ্চিমে সিংভূম জেলার হোয়াহাতু গ্রামে জোরালো বিস্ফোরণ হয় । বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ । বিস্ফোরণে ঝাড়খণ্ড পুলিশের বিশেষ জাগুয়ার বাহিনীর দুজন কর্মীর মৃত্যু হয় । এ ছাড়াও ঝাড়খণ্ড জাগুয়ারের ও সিআরপিএফ-এর আরও তিন জন জওয়ান জখম হয়েছেন । তাদের যৌথ বাহিনী একটি অভিযানে বেরিয়ে এই বিস্ফোরণের মুখে পড়ে ।

আরও পড়ুন: নিমতিতা বিস্ফোরণকাণ্ডে তদন্ত শুরু এনআই-এর

সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে, ''আজ সকাল পৌনে ন'টা নাগাদ পশ্চিম সিংভূমের হোয়াহাতু গ্রামের জঙ্গল এলাকায় আইইডি বিস্ফোরণ হয়েছে । ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর দু জন জওয়ানের বিস্ফোরণে মৃত্যু হয়েছে । ওই বাহিনীর আরও দুজন গুরুতর জখম । এ ছাড়াও 197 ব্যাটালিয়নের এক সিআরপিএফ জওয়ানও এই ঘটনায় আহত হয়েছেন ।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.