ETV Bharat / bharat

Stolen Indian Idols Recovered : তামিলনাড়ুর মন্দির থেকে চুরি প্রাচীন মূর্তি, 37 বছর পর মিলল আমেরিকায় - 11th century Idols stolen

উনিশ শতক থেকে বিংশ শতকেরও দু'টি দশক পেরিয়ে গিয়েছে ৷ তামিলনাড়ুর একটি মন্দিরের প্রাচীন ও বহুমূল্য মূর্তি চুরি গিয়েছিল 1985 সালে ৷ পুলিশ হাল ছেড়ে কেস বন্ধ করে দিয়েছিল ৷ সেই দু'টি পাওয়া গেল আমেরিকার একটি মিউজিয়ামে (Stolen Indian Idols Recovered) !

Gangala Nathar and Adhikara Nandi Recovered
গঙ্গালা নাথার এবং অধিকারা নন্দীর মূর্তি
author img

By

Published : Jun 19, 2022, 2:14 PM IST

মাদুরাই, 19 জুন : তিন দশকেরও বেশি সময় কেটে গিয়েছে মূর্তি চুরির ৷ কয়েক কোটি টাকা অর্থমূল্যের দু'টি মূর্তির সন্ধান মিলল আমেরিকায় ! হ্যাঁ এমনটাই হয়েছে তামিলনাড়ুতে ৷ সম্প্রতি মূর্তি দু'টি উদ্ধার করেন 'আইডল স্মাগলিং প্রিভেনশন ইউনিট'-এর ডিজিপি জয়ন্ত মুরলী এবং আইজি দীনাকরণ ৷ তাঁরা শুক্রবার মাদুরাইতে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান (11th century Idols stolen from the Narasinganathar Temple 37 years ago recovered from US) ৷

জয়ন্ত মুরলী বলেন, "এগারোশো শতকে তৈরি গঙ্গালা নাথার এবং অধিকারা নন্দী (Gangala Nathar and Adhikara Nandi)- দু'টি পঞ্চলোহার মূর্তি ৷ 1985-তে টেনকাসি জেলার আলওয়ারকুরিচিতে অবস্থিত নরসিঙ্গানাথার মন্দির (Narasinganathar Temple in Alwarkurichi) থেকে সেগুলি চুরি যায় ৷ স্থানীয় পুলিশ মূর্তি দু'টি খুঁজে না পেয়ে কেসটি বন্ধ করে দেয় ৷ এগুলির মূল্য কয়েক কোটি টাকা ৷ আমেরিকার নিউ ইয়র্ক সিটি মিউজিয়াম থেকে সেগুলি উদ্ধার করে আনা হয়েছে ৷"

কারা চুরি করেছিল ? কীভাবেই বা বিক্রি হল ? এ প্রশ্নের উত্তর পেতে তদন্ত চলছে ৷ এখও পর্যন্ত বিদেশ থেকে 22টি মূর্তি উদ্ধার করে ভারতে আনা হয়েছে ৷ শুধুমাত্র এ বছরেই 10টি মূর্তির সন্ধান মিলেছে ৷ বেশির ভাগই আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় পাচার করা হয়েছে ৷ 40টিরও বেশি মূর্তি এখনও উদ্ধার করা বাকি রয়েছে ৷ মাদুরাইয়ের লিঙ্গম মূর্তিটিও ফিরিয়ে আনার পদক্ষেপ করা হচ্ছে ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে উদ্ধার ছয় কোটি টাকা মূল্যের প্রাচীন মূর্তি, গ্রেফতার দুই

একবার বিদেশে বিক্রি হয়ে গেলে মূর্তিগুলি ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি এবং বহু সংখ্যক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ৷ দামি এবং অমূল্য মূর্তিগুলি নিয়ে একটি সমীক্ষা চলছে তামিলনাড়ুতে ৷

তবে এই মূর্তি দু'টি বিদেশ থেকে আনতে গিয়ে কোনও হুমকি বা প্রাণনাশের মুখোমুখি হতে হয়নি উদ্ধারকারীদের ৷ প্রতিটি মূর্তি আনতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে ৷ প্রসঙ্গত উল্লেখ্য, মায়লাপুর কাবালিশ্বারার মন্দিরে (Mylapore Kabaliswarar Temple) ময়ূরের মূর্তি রহস্যের তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে ৷ তামিলানাড়ু থেকে 5টি মূর্তি চুরির অভিযোগে সুভাষ কাপুরকে গ্রেফতার করা হয়েছে ৷ সে এখন জেল হেফাজতে ৷

মাদুরাই, 19 জুন : তিন দশকেরও বেশি সময় কেটে গিয়েছে মূর্তি চুরির ৷ কয়েক কোটি টাকা অর্থমূল্যের দু'টি মূর্তির সন্ধান মিলল আমেরিকায় ! হ্যাঁ এমনটাই হয়েছে তামিলনাড়ুতে ৷ সম্প্রতি মূর্তি দু'টি উদ্ধার করেন 'আইডল স্মাগলিং প্রিভেনশন ইউনিট'-এর ডিজিপি জয়ন্ত মুরলী এবং আইজি দীনাকরণ ৷ তাঁরা শুক্রবার মাদুরাইতে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান (11th century Idols stolen from the Narasinganathar Temple 37 years ago recovered from US) ৷

জয়ন্ত মুরলী বলেন, "এগারোশো শতকে তৈরি গঙ্গালা নাথার এবং অধিকারা নন্দী (Gangala Nathar and Adhikara Nandi)- দু'টি পঞ্চলোহার মূর্তি ৷ 1985-তে টেনকাসি জেলার আলওয়ারকুরিচিতে অবস্থিত নরসিঙ্গানাথার মন্দির (Narasinganathar Temple in Alwarkurichi) থেকে সেগুলি চুরি যায় ৷ স্থানীয় পুলিশ মূর্তি দু'টি খুঁজে না পেয়ে কেসটি বন্ধ করে দেয় ৷ এগুলির মূল্য কয়েক কোটি টাকা ৷ আমেরিকার নিউ ইয়র্ক সিটি মিউজিয়াম থেকে সেগুলি উদ্ধার করে আনা হয়েছে ৷"

কারা চুরি করেছিল ? কীভাবেই বা বিক্রি হল ? এ প্রশ্নের উত্তর পেতে তদন্ত চলছে ৷ এখও পর্যন্ত বিদেশ থেকে 22টি মূর্তি উদ্ধার করে ভারতে আনা হয়েছে ৷ শুধুমাত্র এ বছরেই 10টি মূর্তির সন্ধান মিলেছে ৷ বেশির ভাগই আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় পাচার করা হয়েছে ৷ 40টিরও বেশি মূর্তি এখনও উদ্ধার করা বাকি রয়েছে ৷ মাদুরাইয়ের লিঙ্গম মূর্তিটিও ফিরিয়ে আনার পদক্ষেপ করা হচ্ছে ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে উদ্ধার ছয় কোটি টাকা মূল্যের প্রাচীন মূর্তি, গ্রেফতার দুই

একবার বিদেশে বিক্রি হয়ে গেলে মূর্তিগুলি ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি এবং বহু সংখ্যক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ৷ দামি এবং অমূল্য মূর্তিগুলি নিয়ে একটি সমীক্ষা চলছে তামিলনাড়ুতে ৷

তবে এই মূর্তি দু'টি বিদেশ থেকে আনতে গিয়ে কোনও হুমকি বা প্রাণনাশের মুখোমুখি হতে হয়নি উদ্ধারকারীদের ৷ প্রতিটি মূর্তি আনতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে ৷ প্রসঙ্গত উল্লেখ্য, মায়লাপুর কাবালিশ্বারার মন্দিরে (Mylapore Kabaliswarar Temple) ময়ূরের মূর্তি রহস্যের তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে ৷ তামিলানাড়ু থেকে 5টি মূর্তি চুরির অভিযোগে সুভাষ কাপুরকে গ্রেফতার করা হয়েছে ৷ সে এখন জেল হেফাজতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.