ETV Bharat / bharat

ঊর্ধ্বমুখী সংক্রমণ, এবার বাতিল আইসিএসই-র দশমের পরীক্ষা

আপাতত স্থগিত দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ কবে হবে তা বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হবে ৷

author img

By

Published : Apr 20, 2021, 9:48 AM IST

Updated : Apr 20, 2021, 10:52 AM IST

icse-cancels-class-10-board-examinations
icse-cancels-class-10-board-examinations

নয়া দিল্লি, 20 এপ্রিল: এবার আইসিএসই তাদের দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল ৷ আইসিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের কারণেই এই সিদ্ধান্ত ৷

এর আগে করোনা দ্বিতীয় ঢেউয়ে লাগাম ছাড়া সংক্রমণের কারণে বাতিল হয়েছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা ৷ পিছিয়ে গিয়েছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষাও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ অন্যদিকে, সিআইএসসিই (কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস)-ও তাদের দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত করেছে ৷ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ সে কথা মাথায় রেখে আজ 20 এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । পরীক্ষার বিষয় এখনও অবধি জানানো হয়নি ৷

icse-cancels-class-10-board-examinations
আইসিএসই-র বিজ্ঞপ্তি ৷

আরও পড়ুন: কাল থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল

বাকি ছিল আইসিএসই বোর্ড ৷ এবার তারাও দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল ৷ এইসঙ্গে দশম ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তিরও নির্দেশে দিল বোর্ড ৷ অন্যদিকে, আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে আগের সিদ্ধান্ত বহাল রইল ৷ আপাতত স্থগিত দ্বাদশ শ্রেণির পরীক্ষা কবে হবে তা বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হবে ৷

নয়া দিল্লি, 20 এপ্রিল: এবার আইসিএসই তাদের দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল ৷ আইসিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের কারণেই এই সিদ্ধান্ত ৷

এর আগে করোনা দ্বিতীয় ঢেউয়ে লাগাম ছাড়া সংক্রমণের কারণে বাতিল হয়েছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা ৷ পিছিয়ে গিয়েছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষাও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ অন্যদিকে, সিআইএসসিই (কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস)-ও তাদের দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত করেছে ৷ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ সে কথা মাথায় রেখে আজ 20 এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । পরীক্ষার বিষয় এখনও অবধি জানানো হয়নি ৷

icse-cancels-class-10-board-examinations
আইসিএসই-র বিজ্ঞপ্তি ৷

আরও পড়ুন: কাল থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল

বাকি ছিল আইসিএসই বোর্ড ৷ এবার তারাও দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল ৷ এইসঙ্গে দশম ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তিরও নির্দেশে দিল বোর্ড ৷ অন্যদিকে, আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে আগের সিদ্ধান্ত বহাল রইল ৷ আপাতত স্থগিত দ্বাদশ শ্রেণির পরীক্ষা কবে হবে তা বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হবে ৷

Last Updated : Apr 20, 2021, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.