ETV Bharat / bharat

advanced light helicopters for ICG : আগামী মে'র মধ্যে 10টি লাইট হেলিকপ্টার পাচ্ছে উপকূলরক্ষী বাহিনী

author img

By

Published : Dec 1, 2021, 9:59 PM IST

আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে বেঙ্গালুরুর হ্য়ালকে 16 টি লাইট হেলিকপ্টার তৈরির বরাত দেওয়া হয়েছিল ৷ তার মধ্যে 6 টি উপকূলরক্ষী বাহিনী পেয়েছে ৷ মে মাসের মধ্যে 10টি লাইট হেলিকপ্টার পাওয়া যাবে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী (advanced light helicopters for ICG) ৷

icg likely to get 10 new advanced light helicopters by may 2022
advanced light helicopters for ICG : মে মাসের মধ্যে 10টি লাইট হেলিকপ্টার পাচ্ছে উপকূলরক্ষী বাহিনী

জাখাউ (কচ্ছ), 1 ডিসেম্বর : আগামী বছর মে মাসের মধ্যে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আরও 10 টি অত্যাধুনিক লাইট হেলিকপ্টার আসবে (icg likely to get 10 new advanced light helicopters by May 2022) ৷ বুধবার উপকূলরক্ষী বাহিনীর তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ ওই হেলিকপ্টারগুলি তৈরি করছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল (advanced light helicopters procured from the Hindustan Aeronautics Limited) ৷

বেঙ্গালুরুর হ্য়ালকে আত্মনির্ভর ভারত অভিযানের (Aatmanirbhar Bharat Abhiyan) অধীনে 16টি লাইট হেলিকপ্টার তৈরির বরাত দেওয়া হয়েছিল ৷ তার মধ্যে 6টি ইতিমধ্য়ে উপকূলরক্ষী বাহিনীর হাতে চলে এসেছে ৷ বাকিগুলি আগামী মে মাসে চলে আসবে বলে জানানো হল আজ ৷

তাছাড়া জানানো হয়েছে যে 2021 এর মধ্যে উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) সঙ্গে একটা অফশোর পেট্রোল ভেহিক্যাল এবং দূষণ নিয়ন্ত্রণ করতে পারে এমন দু’টি ভেসেল যুক্ত করা হবে ৷

আরও পড়ুন : New Indian Navy chief: ভারতীয় নৌসেনার নয়া প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার

এই মুহূর্তে উপকূলরক্ষী বাহিনীর হাতে 68টি হেলিকপ্টার রয়েছে ৷ তার মধ্যে যেমন রয়েছে অত্যাধুনিক লাইট হেলিকপ্টার, তেমন রয়েছে ডর্নিয়রও ৷ এছাড়া রয়েছে 158টি জাহাজ ৷

জাখাউ (কচ্ছ), 1 ডিসেম্বর : আগামী বছর মে মাসের মধ্যে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আরও 10 টি অত্যাধুনিক লাইট হেলিকপ্টার আসবে (icg likely to get 10 new advanced light helicopters by May 2022) ৷ বুধবার উপকূলরক্ষী বাহিনীর তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ ওই হেলিকপ্টারগুলি তৈরি করছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল (advanced light helicopters procured from the Hindustan Aeronautics Limited) ৷

বেঙ্গালুরুর হ্য়ালকে আত্মনির্ভর ভারত অভিযানের (Aatmanirbhar Bharat Abhiyan) অধীনে 16টি লাইট হেলিকপ্টার তৈরির বরাত দেওয়া হয়েছিল ৷ তার মধ্যে 6টি ইতিমধ্য়ে উপকূলরক্ষী বাহিনীর হাতে চলে এসেছে ৷ বাকিগুলি আগামী মে মাসে চলে আসবে বলে জানানো হল আজ ৷

তাছাড়া জানানো হয়েছে যে 2021 এর মধ্যে উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) সঙ্গে একটা অফশোর পেট্রোল ভেহিক্যাল এবং দূষণ নিয়ন্ত্রণ করতে পারে এমন দু’টি ভেসেল যুক্ত করা হবে ৷

আরও পড়ুন : New Indian Navy chief: ভারতীয় নৌসেনার নয়া প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার

এই মুহূর্তে উপকূলরক্ষী বাহিনীর হাতে 68টি হেলিকপ্টার রয়েছে ৷ তার মধ্যে যেমন রয়েছে অত্যাধুনিক লাইট হেলিকপ্টার, তেমন রয়েছে ডর্নিয়রও ৷ এছাড়া রয়েছে 158টি জাহাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.