ইন্দোর (মধ্যপ্রদেশ), 11 জানুয়ারি: চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ)-র ফাইনাল পরীক্ষায় (ICAI final result) সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করলেন ইন্দোরের বাঙালি কলোনি এলাকার বাসিন্দা শিখা জৈন (Indore girl bags second position in CA result)৷ এই পরীক্ষায় সে রাজ্যে প্রথম স্থান পেয়েছেন তিনি ৷ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) মঙ্গলবার নভেম্বর 2022 সেশনের (November 2022 session) জন্য সিএ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে ।
শিখা সিএ (CA Final 2022 Topper) প্রস্তুতির জন্য আনুষ্ঠানিক ভাবে কোনও কোচিং নেননি ৷ তাঁর দিদি দিশা জৈনও একজন সিএ ৷ তিনিই গাইড করেছেন শিখাকে ৷ শিখা 800 এর মধ্যে 617 নম্বর পেয়েছেন । সেন্ট আর্নল্ড স্কুলে তাঁর স্কুলিং শেষ করেছেন শিখা জৈন । তিনি বলেন, "আমার দিদিও একজন সিএ । চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে দেখে আমি বড় হয়েছি । আমি দ্বাদশ শ্রেণি পাশ করার পর এই কোর্স করারই সিদ্ধান্ত নিয়েছিলাম । সেই সফর সহজ ছিল না কিন্তু আমার দিদির গাইডেন্স এবং পরিবারের নিরলস সমর্থনে আমি ICAI পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি ।"
শিখা আরও বলেন, "গত 6 মাস ধরে, আমি প্রতিদিন অন্তত আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করতাম । আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম এবং আমার প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগ দিয়েছিলাম । আমার পরিবার আমাকে পুরো সময়ে সমর্থন করেছে এবং কখনও চাপ দেয়নি । আমার সাফল্য ধারাবাহিক পরিশ্রমের ফল । আমার দিদি ছিল আমার অনুপ্রেরণার উৎস এবং আমার বাবা-মা সবসময় আমাকে প্রতিটি সিদ্ধান্তে সমর্থন করেছেন ।"
আরও পড়ুন: মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ, বিনামূল্যে পাওয়া যাবে স্কুল থেকে
শিখা তাঁর প্রস্তুতির জন্য কোন আনুষ্ঠানিক কোচিং গ্রহণ করেননি বলে জানিয়েছেন ৷ তাঁর দিদি যে বই পড়তে বলেছিলেন, সেটাই অনুসরণ করেছেন শিখা ৷ আর তিনি সাহায্য নিয়েছেন ইন্টারনেটের ৷ শিখার মতে, "সোশ্যাল মিডিয়া একজন ছাত্রের জীবনকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে । এতে সময়ের অপচয় হয় । আপনি যদি শিক্ষাগত ক্ষেত্রে সফল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে হবে এবং আপনার পড়াশোনায় মনোযোগ দিতে হবে ।"
তাঁর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে শিখা বলেন, "আমি বইয়ের থেকে যোগাযোগ হারাতে চাই না । আমি হয় কোনও আইআইএম থেকে এমবিএ পড়ার জন্য এ বছর ক্যাট-এ বসব, না হলে আমি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি । আমি একজন ভারতীয় রাজস্ব পরিষেবার (IRS) অফিসার হতে চাই ।"
2022 সালের নভেম্বরে অনুষ্ঠিত পরীক্ষায় 65,291 জন পরীক্ষার্থী সিএ ফাইনালের গ্রুপ 1-এ বসেছিলেন । এর মধ্যে 13 হাজার 969 জন পরীক্ষার্থী পাশ করেছেন । গ্রুপ 2-এ, 64,775 জন পরীক্ষার্থী বসেছিলেন ৷ যাঁর মধ্যে 12,053 জন শিক্ষার্থী কৃতকার্য হন । দুই গ্রুপ মিলিয়ে পাশের হার 11.09 শতাংশ । সারা দেশে মোট 12,825 জন শিক্ষার্থী সিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ।