ETV Bharat / bharat

PM Narendra Modi Advisor: বাড়ল মেয়াদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা রইলেন অমিত খারে - প্রাক্তন আমলা অমিত খারে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা অমিত খারের সময় বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার ৷ 2021 সালে তিনি এই পদে নিযুক্ত হন ৷ 2023 সালের অক্টোবর তাঁর সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা অমিত খারে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 6:17 AM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: মেয়াদ বাড়ল প্রাক্তন আমলা অমিত খারের ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা ছিলেন ৷ 2021 সালে তিনি 2 বছরের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন ৷ তবে এই বছর অক্টোবরে অমিত খারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৷ তার আগে সোমবার কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রাক্তন আমলা অমিত খারের সময়সীমা বাড়ানো হয়েছে ৷ এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন পি কে সিনহা এবং অমরজিৎ সিং ৷ 2021 সালে তাঁদের জায়গায় আসেন অমিত খারে ৷

1985 সালে ঝাড়খণ্ডের আইএএস ক্যাডার অমিত খারে ৷ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার আগে তিনি উচ্চশিক্ষা মন্ত্রকের উচ্চাধিকারিক হিসেবে কর্মরত ছিলেন ৷ 2021 সালের 30 সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করেন ৷ এরপর ওই বছরেই মন্ত্রিসভার নিয়োগ কমিটি বা অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট বা এসিসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে অমিত খারেকে তাঁর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে ৷ তাঁর পদমর্যাদা এবং বেতন- দু'টিই সরকারের সচিব স্তরের আধিকারিকদের সমতুল্য ৷ তবে চুক্তির ভিত্তিতে 2 বছরের জন্য তাঁকে নিযুক্ত করা হয়েছিল ৷

মন্ত্রিসভার নিয়োগ কমিটি বা এসিসি খারের সময়সীমা বৃদ্ধির বিষয়টিতে ছাড়পত্র দিয়েছে ৷ এক্ষেত্রে ভারত সরকারের সচিব স্তরের আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত নিয়ম এবং শর্ত আরোপ করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রী থাকছেন, ততদিন তাঁর উপদেষ্টা থাকবেন অমিত খারে ৷

2020 সালে দেশের জাতীয় শিক্ষা নীতি প্রণয়নের নেপথ্যে তাঁর ভূমিকা ছিল ৷ এমনকী ডিজিটাল মিডিয়ার নতুন নিয়ম তৈরিতেও অমিত খারের অবদান ছিল ৷ অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট বা এসিসি আরেকটি নির্দেশিকায় বায়োটকনোলজি বিভাগের সচিব রাজেশ এস গোখেলের সময়সীমা বৃদ্ধি করেছে ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, 1 নভেম্বর, 2023 তারিখ থেকে 2 বছরের জন্য এই সময় বাড়ানো হয়েছে ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইএএস অমিত খারে

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: মেয়াদ বাড়ল প্রাক্তন আমলা অমিত খারের ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা ছিলেন ৷ 2021 সালে তিনি 2 বছরের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন ৷ তবে এই বছর অক্টোবরে অমিত খারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৷ তার আগে সোমবার কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রাক্তন আমলা অমিত খারের সময়সীমা বাড়ানো হয়েছে ৷ এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন পি কে সিনহা এবং অমরজিৎ সিং ৷ 2021 সালে তাঁদের জায়গায় আসেন অমিত খারে ৷

1985 সালে ঝাড়খণ্ডের আইএএস ক্যাডার অমিত খারে ৷ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার আগে তিনি উচ্চশিক্ষা মন্ত্রকের উচ্চাধিকারিক হিসেবে কর্মরত ছিলেন ৷ 2021 সালের 30 সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করেন ৷ এরপর ওই বছরেই মন্ত্রিসভার নিয়োগ কমিটি বা অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট বা এসিসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে অমিত খারেকে তাঁর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে ৷ তাঁর পদমর্যাদা এবং বেতন- দু'টিই সরকারের সচিব স্তরের আধিকারিকদের সমতুল্য ৷ তবে চুক্তির ভিত্তিতে 2 বছরের জন্য তাঁকে নিযুক্ত করা হয়েছিল ৷

মন্ত্রিসভার নিয়োগ কমিটি বা এসিসি খারের সময়সীমা বৃদ্ধির বিষয়টিতে ছাড়পত্র দিয়েছে ৷ এক্ষেত্রে ভারত সরকারের সচিব স্তরের আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত নিয়ম এবং শর্ত আরোপ করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রী থাকছেন, ততদিন তাঁর উপদেষ্টা থাকবেন অমিত খারে ৷

2020 সালে দেশের জাতীয় শিক্ষা নীতি প্রণয়নের নেপথ্যে তাঁর ভূমিকা ছিল ৷ এমনকী ডিজিটাল মিডিয়ার নতুন নিয়ম তৈরিতেও অমিত খারের অবদান ছিল ৷ অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট বা এসিসি আরেকটি নির্দেশিকায় বায়োটকনোলজি বিভাগের সচিব রাজেশ এস গোখেলের সময়সীমা বৃদ্ধি করেছে ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, 1 নভেম্বর, 2023 তারিখ থেকে 2 বছরের জন্য এই সময় বাড়ানো হয়েছে ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইএএস অমিত খারে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.