ETV Bharat / bharat

Aircraft Crash in MP: মধ্যপ্রদেশে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত উইং কমান্ডার হনুমন্ত রাও সারথি

মোরেনায় ভেঙে পড়ল দু'টি যুদ্ধবিমান । প্রাণ হারালেন মিরাজ 2000-এর পাইলট হনুমন্ত রাও সারথি । আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন সুখোই-30 এমকেআই বিমানের দুই পাইলট (IAFs Sukhoi-Mirage aircraft crash in MP) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 28, 2023, 7:47 PM IST

Updated : Jan 28, 2023, 10:33 PM IST

মধ্যপ্রদেশে যুদ্ধবিমান দুর্ঘটনা

মোরেনা ও ভরতপুর, 28 জানুয়ারি: শনিবার সাতসকালে বিমান দুর্ঘটনায় প্রাণ গেল পাইলটের । প্রয়াত কর্ণাটকের উইং কমান্ডার হনুমন্ত রাও সারথি । এদিন সকালে মধ্যপ্রদেশের মোরেনায় ভেঙে পড়ে যুদ্ধবিমান মিরাজ 2000 (Miraj Fighter Jet Fell in Morena) ৷ পাহাড়গড় জেলার জঙ্গলে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে (Miraj Fighter Jet Fell in Pahargarh) ৷ একই এলাকায় ভেঙে পড়ে আরও একটি যুদ্ধবিমান সুখোই-30 ৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন মিরাজ 2000-এর পাইলট । সুখোই-30 এমকেআই বিমানের দুই পাইলট আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় পুলিশ ৷ এলাকা ঘিরে দেওয়া হয় ৷ স্থানীয় উৎসাহী মানুষও সেখানে ভিড় জমান ভেঙে পড়া বিমান দু’টি দেখতে ৷ রাজস্থানের ভরতপুরের পুলিশ যদিও জানিয়েছে, স্থানীয়রাই প্রথম যে স্থানে বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল সেখানে পৌঁছেছিল । বায়ুসেনা (IAF) সূত্রে খবর, মধ্যপ্রদেশের গোয়ালিয়র এয়ার বেস থেকে দু’টি বিমান অনুশীলনের জন্য আকাশে ওড়ে ৷ অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে ৷

ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) এক বিবৃতিতে বলেছে, "আজ সকালে গোয়ালিয়রের কাছে আইএএফের দু'টি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে । বিমানটি একটি রুটিন অপারেশনাল ফ্লাইং ট্রেনিং মিশনে ছিল ।" মোরেনার জেলা কালেক্টর অঙ্কিত আস্থানা জানিয়েছেন, দু'টি বিমানের ধ্বংসাবশেষ পাহাড়গড় এলাকায় পড়েছিল । মধ্যপ্রদেশের সীমান্তবর্তী রাজস্থানের ভরতপুর এলাকায়ও কিছু ধ্বংসাবশেষ পড়েছিল ।

আরও পড়ুন: রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ বিমান

প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এই নিয়ে খোঁজ খবর শুরু করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ তিনি কথা বলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷

মধ্যপ্রদেশে এটাই প্রথম বিমান দুর্ঘটনা নয় । প্রায় দেড় বছর আগে ওই রাজ্যের ভিন্দের কাছে একটি সেনা বিমান দুর্ঘটনার কবলে পড়ে । সেটিও একটি মিরাজ 2000 বিমান ছিল । একই মাসে, 6 জানুয়ারি রেওয়ার চোরহাটার কাছে হঠাৎ করে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় ।

মধ্যপ্রদেশে যুদ্ধবিমান দুর্ঘটনা

মোরেনা ও ভরতপুর, 28 জানুয়ারি: শনিবার সাতসকালে বিমান দুর্ঘটনায় প্রাণ গেল পাইলটের । প্রয়াত কর্ণাটকের উইং কমান্ডার হনুমন্ত রাও সারথি । এদিন সকালে মধ্যপ্রদেশের মোরেনায় ভেঙে পড়ে যুদ্ধবিমান মিরাজ 2000 (Miraj Fighter Jet Fell in Morena) ৷ পাহাড়গড় জেলার জঙ্গলে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে (Miraj Fighter Jet Fell in Pahargarh) ৷ একই এলাকায় ভেঙে পড়ে আরও একটি যুদ্ধবিমান সুখোই-30 ৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন মিরাজ 2000-এর পাইলট । সুখোই-30 এমকেআই বিমানের দুই পাইলট আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় পুলিশ ৷ এলাকা ঘিরে দেওয়া হয় ৷ স্থানীয় উৎসাহী মানুষও সেখানে ভিড় জমান ভেঙে পড়া বিমান দু’টি দেখতে ৷ রাজস্থানের ভরতপুরের পুলিশ যদিও জানিয়েছে, স্থানীয়রাই প্রথম যে স্থানে বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল সেখানে পৌঁছেছিল । বায়ুসেনা (IAF) সূত্রে খবর, মধ্যপ্রদেশের গোয়ালিয়র এয়ার বেস থেকে দু’টি বিমান অনুশীলনের জন্য আকাশে ওড়ে ৷ অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে ৷

ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) এক বিবৃতিতে বলেছে, "আজ সকালে গোয়ালিয়রের কাছে আইএএফের দু'টি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে । বিমানটি একটি রুটিন অপারেশনাল ফ্লাইং ট্রেনিং মিশনে ছিল ।" মোরেনার জেলা কালেক্টর অঙ্কিত আস্থানা জানিয়েছেন, দু'টি বিমানের ধ্বংসাবশেষ পাহাড়গড় এলাকায় পড়েছিল । মধ্যপ্রদেশের সীমান্তবর্তী রাজস্থানের ভরতপুর এলাকায়ও কিছু ধ্বংসাবশেষ পড়েছিল ।

আরও পড়ুন: রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ বিমান

প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এই নিয়ে খোঁজ খবর শুরু করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ তিনি কথা বলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷

মধ্যপ্রদেশে এটাই প্রথম বিমান দুর্ঘটনা নয় । প্রায় দেড় বছর আগে ওই রাজ্যের ভিন্দের কাছে একটি সেনা বিমান দুর্ঘটনার কবলে পড়ে । সেটিও একটি মিরাজ 2000 বিমান ছিল । একই মাসে, 6 জানুয়ারি রেওয়ার চোরহাটার কাছে হঠাৎ করে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় ।

Last Updated : Jan 28, 2023, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.