ETV Bharat / bharat

Abhinandan gets Vir Chakra : অভিনন্দনকে বীরচক্র সম্মান - অভিনন্দন বর্তমান

ভারতীয় বায়ুসেনার পাইলট গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে আজ একটি ইনস্টিটিউট অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বীরচক্রে ভূষিত করবেন।

Abhinandan
Abhinandan
author img

By

Published : Nov 22, 2021, 11:27 AM IST

Updated : Nov 22, 2021, 12:06 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর : ভারতীয় বায়ুসেনার বীর পাইলট গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে সোমবার একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বীরচক্রে ভূষিত করবেন ।

অভিনব বর্তমান সম্প্রতি গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছেন ৷ পুলওয়ামায় জঙ্গি হামলার পর 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় । পরের দিন পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকে । পাকিস্তানের যুদ্ধ বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান ।

পাকিস্তানের একটি এফ -16 বিমানকে তাড়া করতে করতে নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি মিগ -21 বাইসন । সেই বিমানটি ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের হাতে । R-73 মিসাইলের সাহায্যে এফ -16 বিমানকে ধ্বংস করে দেন অভিনন্দন । তবে অভিনন্দনের বিমানও পাকিস্তানের ছোড়া AMRAAM মিসাইলে ধ্বংস হয়ে যায় । প্রাণে বেঁচে গেলেও এরপর তাঁকে বন্দি করে পাকিস্তান সেনা । তিনদিন পর 1 মার্চ ভারতে ফেরেন তিনি ।

ভারতের কূটনৈতিক চাপে অভিনন্দনকে ফেরায় পাকিস্তান । সফলভাবে এফ-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দি হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হচ্ছে অভিনন্দনকে । যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া তৃতীয় সর্বোচ্চ সম্মান হল বীরচক্র ৷ আর মহাবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ৷ পরমবীর চক্র হল যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া সর্বোচ্চ সম্মান । আজ সেই বীর অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মানে ভূষিত করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

আরও পড়ুন : "পা কাঁপছিল সেনাপ্রধানের, ভারতের হামলার ভয়ে অভিনন্দনকে মুক্তি", মন্তব্য পাকিস্তানের নেতার

নয়াদিল্লি, 22 নভেম্বর : ভারতীয় বায়ুসেনার বীর পাইলট গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে সোমবার একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বীরচক্রে ভূষিত করবেন ।

অভিনব বর্তমান সম্প্রতি গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছেন ৷ পুলওয়ামায় জঙ্গি হামলার পর 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় । পরের দিন পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকে । পাকিস্তানের যুদ্ধ বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান ।

পাকিস্তানের একটি এফ -16 বিমানকে তাড়া করতে করতে নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি মিগ -21 বাইসন । সেই বিমানটি ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের হাতে । R-73 মিসাইলের সাহায্যে এফ -16 বিমানকে ধ্বংস করে দেন অভিনন্দন । তবে অভিনন্দনের বিমানও পাকিস্তানের ছোড়া AMRAAM মিসাইলে ধ্বংস হয়ে যায় । প্রাণে বেঁচে গেলেও এরপর তাঁকে বন্দি করে পাকিস্তান সেনা । তিনদিন পর 1 মার্চ ভারতে ফেরেন তিনি ।

ভারতের কূটনৈতিক চাপে অভিনন্দনকে ফেরায় পাকিস্তান । সফলভাবে এফ-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দি হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হচ্ছে অভিনন্দনকে । যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া তৃতীয় সর্বোচ্চ সম্মান হল বীরচক্র ৷ আর মহাবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ৷ পরমবীর চক্র হল যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া সর্বোচ্চ সম্মান । আজ সেই বীর অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মানে ভূষিত করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

আরও পড়ুন : "পা কাঁপছিল সেনাপ্রধানের, ভারতের হামলার ভয়ে অভিনন্দনকে মুক্তি", মন্তব্য পাকিস্তানের নেতার

Last Updated : Nov 22, 2021, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.