নয়াদিল্লি, 15 অগস্ট: আজ 76তম স্বাধীনতা দিবস ৷ তার প্রাক্কালে 'বায়ু সেনা' পদকে ভূষিত হলেন মহিলা উইং কম্যান্ডার ৷ রবিবার ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার দীপিকা মিশ্রকে 'বায়ু সেনা' পদক দিল কেন্দ্রীয় সরকার ৷ সম্ভবত তিনিই প্রথম মহিলা, যিনি বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন (IAF Wing Commander Pilot Deepika Misra conferred with the Vayu Sena medal) ৷
এক বছর আগে কাবুলের দখল নেয় তালিবান ৷ সেই সময় কাবুল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন 'দেবী শক্তি'র সূচনা হয়েছিল ৷ এই মিশনে গ্রুপ ক্যাপ্টেন রাহুল সিং এবং গ্রুপ ক্যাপ্টেন রবি নন্দাকে তাঁদের ভূমিকার জন্য 'বায়ু সেনা' পদক দেওয়া হয় ।
আরও পড়ুন: স্বাধীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ আইন এবং সুপ্রিম রায়
উইং কম্যান্ডারকে পদক দেওয়া প্রসঙ্গে আইএএফ জানিয়েছে, মধ্যপ্রদেশের উত্তরে বন্যা-বিপর্যয় মোকাবিলায় ত্রাণ অভিযান চালানো হয় ৷ সেখানে ত্রাণ সামগ্রী পাঠাতে দীপিকা মিশ্রকে বেছে নেওয়া হয়েছিল । এই কাজে আবহাওয়ার অবনতি, ঝোড়ো হাওয়ার দাপট, এমনকী সূর্যাস্তের সময়গুলি রীতিমতো চ্যালেঞ্জিং ছিল ৷ কিন্তু দীপিকাই প্রথম এবং একমাত্র সেনা পাইলট, যিনি নিজের জীবন বাজি রেখে এত সব দুর্যোগের মধ্যেও ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছে গিয়েছিলেন ৷ ভারতীয় বায়ুসেনা, এনডিআরএফ এবং পৌর কর্তৃপক্ষ একযোগে যে ত্রাণকার্য শুরু করেছিল, তাতে ভীষণ রকম সাহায্য করেছিল দীপিকার এই ঝুঁকিপূর্ণ উড়ান ৷