ETV Bharat / bharat

Make in India: মেক ইন ইন্ডিয়ায় পরিবহণের জন্য এয়ারক্রাফ্ট তৈরি করবে ভারতীয় বায়ুসেনা - নরেন্দ্র মোদি

মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট (Medium Transport Aircraft) তৈরি করবে ভারতীয় বায়ুসেনা ৷ মেক ইন ইন্ডিয়ার অধীনে পরিবহণের জন্য এই এয়ারক্রাফ্ট তৈরি করা হবে বলে বায়ুসেনার তরফে জানানো হয়েছে ৷

Make in India
Make in India
author img

By

Published : Feb 4, 2023, 12:22 PM IST

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: ভারতীয় বায়ুসেনা (IAF) একটি মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট (MTA) নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে ৷ 'মেক ইন ইন্ডিয়া' (Make in India) উদ্যোগের অধীনেই দেশে এই এয়ারক্রাফট তৈরি করা হবে । এটিকে মূলত সামগ্রী পরিবহণের ক্ষেত্রে ব্যবহার করা হবে ৷ এর বহন ক্ষমতা হবে 18 থেকে 30 টন ৷ শুক্রবার বায়ুসেনার তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷

বিদেশ থেকে আমদানির নির্ভরতা কমিয়ে দেশের চাহিদা দেশেই উৎপাদিত করার প্রক্রিয়া হিসেবে মেক ইন ইন্ডিয়া শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রধানমন্ত্রী হওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয় ৷ প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার ছোঁয়া লাগে ৷ এই প্রক্রিয়ার মাধ্যমেই ভারতীয় সেনার আধুনিকীকরণ শুরু হয় ৷ তৈরি হয় ক্ষেপণাস্ত্র, ফিল্ড গান, ট্যাঙ্ক, বিমানবাহী রণতরী, ড্রোন, ফাইটার প্লেন, ও হেলিকপ্টার ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2014 সালের জুন থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) একাধিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয় এই মেক ইন ইন্ডিয়ার অধীনে দেশেই প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরির জন্য ৷ 2024 এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রক প্রায় দু’ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করাতে যায় ৷ যার একটা বিদেশেও রফতানি করার পরিকল্পনা এর মধ্যে যুক্ত রয়েছে ৷

মেক ইন ইন্ডিয়ার অধীনে যে গুরুত্বপূর্ণ উদ্য়োগগুলি নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে একটি ডিফেন্স করিডর তৈরি করা ৷ এছাড়া তৈরি করা হয়েছে ভূমি থেকে আকাশের ক্ষেপণাস্ত্র আকাশ, ধনুষ আর্টিলারি বন্দুক, মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র যা ভূমি থেকে আকাশে ছোড়া যাবে ৷ তাছাড়া রয়েছে অগ্নি-5, ব্রাহ্মোস, পিঙ্কা এমকে-আই (এনহ্যান্সড) রকেট সিস্টেম এবং পিঙ্কা এরিয়া ডেনিয়াল মুনিশন রকেট সিস্টেম ৷ হেলিকপ্টার থেকে ছোড়া যাবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা হেলিনা ৷

আরও পড়ুন: 400 কিমি দূরত্বে নিখুঁত লক্ষ্যভেদ, ব্রাহ্মোসের বর্ধিত রেঞ্জের মিসাইলে আরও শক্তিশালী বায়ুসেনা

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: ভারতীয় বায়ুসেনা (IAF) একটি মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট (MTA) নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে ৷ 'মেক ইন ইন্ডিয়া' (Make in India) উদ্যোগের অধীনেই দেশে এই এয়ারক্রাফট তৈরি করা হবে । এটিকে মূলত সামগ্রী পরিবহণের ক্ষেত্রে ব্যবহার করা হবে ৷ এর বহন ক্ষমতা হবে 18 থেকে 30 টন ৷ শুক্রবার বায়ুসেনার তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷

বিদেশ থেকে আমদানির নির্ভরতা কমিয়ে দেশের চাহিদা দেশেই উৎপাদিত করার প্রক্রিয়া হিসেবে মেক ইন ইন্ডিয়া শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রধানমন্ত্রী হওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয় ৷ প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার ছোঁয়া লাগে ৷ এই প্রক্রিয়ার মাধ্যমেই ভারতীয় সেনার আধুনিকীকরণ শুরু হয় ৷ তৈরি হয় ক্ষেপণাস্ত্র, ফিল্ড গান, ট্যাঙ্ক, বিমানবাহী রণতরী, ড্রোন, ফাইটার প্লেন, ও হেলিকপ্টার ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2014 সালের জুন থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) একাধিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয় এই মেক ইন ইন্ডিয়ার অধীনে দেশেই প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরির জন্য ৷ 2024 এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রক প্রায় দু’ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করাতে যায় ৷ যার একটা বিদেশেও রফতানি করার পরিকল্পনা এর মধ্যে যুক্ত রয়েছে ৷

মেক ইন ইন্ডিয়ার অধীনে যে গুরুত্বপূর্ণ উদ্য়োগগুলি নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে একটি ডিফেন্স করিডর তৈরি করা ৷ এছাড়া তৈরি করা হয়েছে ভূমি থেকে আকাশের ক্ষেপণাস্ত্র আকাশ, ধনুষ আর্টিলারি বন্দুক, মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র যা ভূমি থেকে আকাশে ছোড়া যাবে ৷ তাছাড়া রয়েছে অগ্নি-5, ব্রাহ্মোস, পিঙ্কা এমকে-আই (এনহ্যান্সড) রকেট সিস্টেম এবং পিঙ্কা এরিয়া ডেনিয়াল মুনিশন রকেট সিস্টেম ৷ হেলিকপ্টার থেকে ছোড়া যাবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা হেলিনা ৷

আরও পড়ুন: 400 কিমি দূরত্বে নিখুঁত লক্ষ্যভেদ, ব্রাহ্মোসের বর্ধিত রেঞ্জের মিসাইলে আরও শক্তিশালী বায়ুসেনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.