চেন্নাই, 25 মে : যতদিন বেঁচে থাকবেন, ততদিনই তিনি রাজনীতিতে থাকবেন ৷ সাফ জানিয়ে দিলেন অভিনেতা কমল হাসান ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তাঁর দল মাক্কাল নিধি মাইয়াম (এমএনএম)-কে এবার নতুন রূপে দেখা যাবে ৷
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকে কমল হাসানের দলে বিদ্রোহ শুরু হয়েছে ৷ একাধিক শীর্ষ নেতা বিভিন্ন ইস্যুর কথা উল্লেখ করে দল ছেড়েছেন ৷ কিন্তু দল ছেড়ে যাওয়া নেতাদের অভিযোগে আমল দিতে নারাজ জনপ্রিয় এই অভিনেতা ৷ দলত্যাগীদের তোলা অভিযোগও তিনি অস্বীকার করেছেন ৷ যে অভিযোগগুলির মধ্যে অন্যতম ছিল যে তাঁর দলে গণতন্ত্র না থাকার বিষয়টি ৷
উল্টে দলত্যাগীদের ‘যাযাবর’ বলে কটাক্ষ করেছেন এই অভিনেতা ৷ পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ওই নেতারা ফিরতে চাইলেও তাঁদের আর এমএনএম-এ ফেরানো হবে না ৷ তাঁর আরও অভিযোগ, কিছু নেতা নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করছিলেন ৷ এই ধরনের ঘটনা আর ঘটবে না ৷ কমল হাসানের দাবি, তাঁর দলের কর্মীদের আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে ৷
আরও পড়ুন : সিবিআই প্রধান কে ? কেন্দ্রের পছন্দ বাদ যেতে পারে, আইনের উল্লেখ প্রধান বিচারপতির
উল্লেখ্য, এবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন স্বয়ং কমল হাসানও ৷ তিনি কোয়েম্বাটুর দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ৷ তাঁকে হারিয়েছেন বিজেপির বনতী শ্রীনিবাসন ৷