ETV Bharat / bharat

Pakistani Infiltrator : প্রশিক্ষণ দিয়েছে লস্কর, বলল কাশ্মীরে ধৃত পাকিস্তানি জঙ্গি

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) অনুপ্রবেশ (Trying to Infiltrate) করতে গিয়ে ধৃত জঙ্গি বাবর আলি পাত্র (Babar Ali Patra) স্বীকার করে নিল যে, সে পাকিস্তানের বাসিন্দা ৷ সে জানিয়েছে, পঞ্জাব প্রদেশে তার বাড়ি ৷ আর সে প্রশিক্ষণ নিয়েছে লস্কর-ই-তৈবার (Lashkar-e-Toiba) কাছে ৷

i-was-trained-by-lashkar-e-toiba-pakistani-infiltrator
আমায় প্রশিক্ষণ দিয়েছে লস্কর: কাশ্মীরে ধৃত পাকিস্তানি জঙ্গি
author img

By

Published : Sep 29, 2021, 5:09 PM IST

শ্রীনগর, 29 সেপ্টেম্বর: তাকে প্রশিক্ষণ দিয়েছে লস্কর-ই-তৈবা (Lashkar-e-Toiba)৷ স্বীকার করে নিল সেনাবাহিনীর হাতে ধৃত পাকিস্তানি জঙ্গি (Pakistani Terrorist) বাবর আলি পাত্র (Babar Ali Patra)৷ সোমবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) অনুপ্রবেশ (Trying to Infiltrate) করতে গিয়ে ধরা পড়ে 19 বছরের এই জঙ্গি ৷ সে যে পাকিস্তানি, তাও মেনে নিয়েছে বাবর ৷ পুলিশকে সে জানিয়েছে, সে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা ৷

সাংবাদিকদের ওই জঙ্গি জানিয়েছে, "আমি পাকিস্তানের ওকারা পঞ্জাবের বাসিন্দা ৷ আমার বাবা মারা গিয়েছে ৷ বাড়িতে মা আর দিদি আছে ৷ দিদি বিবাহিত ৷" অফ ক্যামেরা সে জানিয়েছে যে, সে একটি কাপড়ের দোকানে কাজ করত ৷ সেখানেই আনীস নামে এক যুবকের সঙ্গে তার দেখা হয় ৷ আনীস পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত ছিল ৷

আরও পড়ুন: JMB Suspect Arrested : ছেলের কাজকর্ম নিয়ে জানতেন না, ফাঁসানোর আশঙ্কা লালুর মায়ের

কীভাবে সে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ল তা জানাতে গিয়ে বাবর বলে, "ও (আনীস) আমায় অনেক টাকা দেবে বলল ৷ আমি গরিব ছিলাম ৷ তাই ওর সঙ্গে গিয়ে লস্করের সঙ্গে যোগ দিলাম ৷ সেখানে আমাদের বলা হল যে, আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রশিক্ষণের সময় তারা আমাদের 20,000 টাকা দেয় ৷ ওরা বলেছিল, প্রশিক্ষণ শেষ হলে আমাদের আরও 30,000 টাকা দেবে ৷"

আরও পড়ুন: কলকাতায় জেএমবি জঙ্গি ধরা পড়তেই উত্তরবঙ্গে নজরদারি বাড়াল পুলিশ

তারা বেশ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে বাবর ৷ সে জানিয়েছে, ভারতীয় জওয়ানদের গুলিতে তাদের সঙ্গে থাকা এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ আর তাদের দলের আরও চারজন পালাতে সক্ষম হলেও সে পারেনি ৷ বাবরের কথায়, "আমি ভয় পেয়ে চুপ করে বসেছিলাম ৷ তখনই ভারতীয় সেনা আমায় গ্রেফতার করে ৷ আমাদের অনুপ্রবেশ করে সোজা গুজরাতের পাটান যেতে বলা হয়েছিল ৷"

আরও পড়ুন: Luizinho Faleiro: তৃণমূলে যোগদানের আগে নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

শ্রীনগর, 29 সেপ্টেম্বর: তাকে প্রশিক্ষণ দিয়েছে লস্কর-ই-তৈবা (Lashkar-e-Toiba)৷ স্বীকার করে নিল সেনাবাহিনীর হাতে ধৃত পাকিস্তানি জঙ্গি (Pakistani Terrorist) বাবর আলি পাত্র (Babar Ali Patra)৷ সোমবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) অনুপ্রবেশ (Trying to Infiltrate) করতে গিয়ে ধরা পড়ে 19 বছরের এই জঙ্গি ৷ সে যে পাকিস্তানি, তাও মেনে নিয়েছে বাবর ৷ পুলিশকে সে জানিয়েছে, সে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা ৷

সাংবাদিকদের ওই জঙ্গি জানিয়েছে, "আমি পাকিস্তানের ওকারা পঞ্জাবের বাসিন্দা ৷ আমার বাবা মারা গিয়েছে ৷ বাড়িতে মা আর দিদি আছে ৷ দিদি বিবাহিত ৷" অফ ক্যামেরা সে জানিয়েছে যে, সে একটি কাপড়ের দোকানে কাজ করত ৷ সেখানেই আনীস নামে এক যুবকের সঙ্গে তার দেখা হয় ৷ আনীস পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত ছিল ৷

আরও পড়ুন: JMB Suspect Arrested : ছেলের কাজকর্ম নিয়ে জানতেন না, ফাঁসানোর আশঙ্কা লালুর মায়ের

কীভাবে সে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ল তা জানাতে গিয়ে বাবর বলে, "ও (আনীস) আমায় অনেক টাকা দেবে বলল ৷ আমি গরিব ছিলাম ৷ তাই ওর সঙ্গে গিয়ে লস্করের সঙ্গে যোগ দিলাম ৷ সেখানে আমাদের বলা হল যে, আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রশিক্ষণের সময় তারা আমাদের 20,000 টাকা দেয় ৷ ওরা বলেছিল, প্রশিক্ষণ শেষ হলে আমাদের আরও 30,000 টাকা দেবে ৷"

আরও পড়ুন: কলকাতায় জেএমবি জঙ্গি ধরা পড়তেই উত্তরবঙ্গে নজরদারি বাড়াল পুলিশ

তারা বেশ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে বাবর ৷ সে জানিয়েছে, ভারতীয় জওয়ানদের গুলিতে তাদের সঙ্গে থাকা এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ আর তাদের দলের আরও চারজন পালাতে সক্ষম হলেও সে পারেনি ৷ বাবরের কথায়, "আমি ভয় পেয়ে চুপ করে বসেছিলাম ৷ তখনই ভারতীয় সেনা আমায় গ্রেফতার করে ৷ আমাদের অনুপ্রবেশ করে সোজা গুজরাতের পাটান যেতে বলা হয়েছিল ৷"

আরও পড়ুন: Luizinho Faleiro: তৃণমূলে যোগদানের আগে নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.