ETV Bharat / bharat

Khushbu Sundar: 8 বছর বয়সে নির্যাতন করেছিলেন বাবা, বিস্ফোরক দাবি খুশবু সুন্দরের - i was abused by my father when i was 8

বিস্ফোরক দাবি করলেন তামিল অভিনেত্রী তথা রাজনৈতিক নেতা খুশবু সুন্দর (Khushbu Sundar)। জাতীয় মহিলা কমিশন তথা অভিনেত্রী-রাজনীতিবিদ, খুশবু সুন্দর রবিবার এক সাক্ষাৎকারে দাবি করেছেন, 8 বছর বয়সে বাবা তাঁকে যৌন নির্যাতন করেছিলেন ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 6, 2023, 10:04 AM IST

Updated : Mar 6, 2023, 10:42 AM IST

চেন্নাই (তামিলনাড়ু), 6 মার্চ: তামিল অভিনেত্রী তথা জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে খুশবু সুন্দর তাঁর বাবাকে নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন। জানালেন কীভাবে তিনি তাঁর বাড়ির মধ্যেই যৌন হেনস্থার শিকার হতেন (Khushbu Sundar Says She Was Sexually Abused) তাও তাঁর বাবার দ্বারা। রবিবার এক সাক্ষাৎকারে খুশবু জানিয়েছেন, যখন আট বছর বয়স ছিল, তখন তাঁর বাবা তাঁকে যৌন নির্যাতিন করেছিলেন ৷ তাঁর কথায়, "দীর্ঘ দিন এই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। অবশেষে 15 বছর বয়সে গিয়ে তিনি বিষয়টা নিয়ে মুখ খোলেন।"

মোজো স্টোরির জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "আমার মনে হয় যখন একটি শিশুর উপর নির্যাতন চালানো হয় তখন সেই ক্ষতটা তাঁর সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে, মেয়ে নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। আমার মাকে বিয়ের পর থেকে ভীষণ অত্যাচার সহ্য করতে হয়েছে। আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি ভাবতেন বউকে মারধর করা তাঁর জন্মগত অধিকার। মেয়েকে যৌন হেনস্থা করাও বুঝি তাঁর অধিকারের মধ্যেই পড়ে। আমার উপর যৌন অত্যাচার শুরু হয় যখন আমার বয়স মাত্র 8!"

তাঁর কথায়, " আমি ভয় পেতাম যে এই কথা বললে নাকি কেউ আমায় বিশ্বাস করবেন না। কারণ অত্যাচারিত হওয়ার পরও আমার মা, বাবার উপর অটুট বিশ্বাস রাখতেন । তাঁকে ঈশ্বরজ্ঞান করতেন। কিন্তু যখন আমার 15 বছর বয়স হল তখন আমি ঠিক করি যে অনেক হয়েছে আর না। এরপর থেকে আমি বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি। আমার তখন 16 বছরও হয়নি, তখন বাবা আমাদের ছেড়ে চলে যান। একবারও ভাবেন না-যে পরদিন থেকে আমরা কী খাব, কোথায় থাকব।"

আরও পড়ুন: নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, মহিলা কমিশনের নোটিশ পেলেন রামদেব

খুশবু বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য । তিনি প্রাথমিকভাবে ডিএমকে-তে যোগ দিলেও পরে কংগ্রেসে যান । পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন । এরপর 2021 সালে তিনি তামিলনাড়ুর বিধানসভা ভোটে দাঁড়ান। কিন্তু ডিএমকে প্রার্থীর কাছে হেরে যান। তিনি একটি পোস্টে সম্প্রতি জানিয়েছেন, "আমি আপনাদের সবার থেকে আশীর্বাদ কামনা করছি যাতে আমি আমার কাজের মাধ্যমে দেশের সমস্ত দেবীর স্বার্থকে রক্ষা করতে পারি।"

চেন্নাই (তামিলনাড়ু), 6 মার্চ: তামিল অভিনেত্রী তথা জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে খুশবু সুন্দর তাঁর বাবাকে নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন। জানালেন কীভাবে তিনি তাঁর বাড়ির মধ্যেই যৌন হেনস্থার শিকার হতেন (Khushbu Sundar Says She Was Sexually Abused) তাও তাঁর বাবার দ্বারা। রবিবার এক সাক্ষাৎকারে খুশবু জানিয়েছেন, যখন আট বছর বয়স ছিল, তখন তাঁর বাবা তাঁকে যৌন নির্যাতিন করেছিলেন ৷ তাঁর কথায়, "দীর্ঘ দিন এই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। অবশেষে 15 বছর বয়সে গিয়ে তিনি বিষয়টা নিয়ে মুখ খোলেন।"

মোজো স্টোরির জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "আমার মনে হয় যখন একটি শিশুর উপর নির্যাতন চালানো হয় তখন সেই ক্ষতটা তাঁর সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে, মেয়ে নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। আমার মাকে বিয়ের পর থেকে ভীষণ অত্যাচার সহ্য করতে হয়েছে। আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি ভাবতেন বউকে মারধর করা তাঁর জন্মগত অধিকার। মেয়েকে যৌন হেনস্থা করাও বুঝি তাঁর অধিকারের মধ্যেই পড়ে। আমার উপর যৌন অত্যাচার শুরু হয় যখন আমার বয়স মাত্র 8!"

তাঁর কথায়, " আমি ভয় পেতাম যে এই কথা বললে নাকি কেউ আমায় বিশ্বাস করবেন না। কারণ অত্যাচারিত হওয়ার পরও আমার মা, বাবার উপর অটুট বিশ্বাস রাখতেন । তাঁকে ঈশ্বরজ্ঞান করতেন। কিন্তু যখন আমার 15 বছর বয়স হল তখন আমি ঠিক করি যে অনেক হয়েছে আর না। এরপর থেকে আমি বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি। আমার তখন 16 বছরও হয়নি, তখন বাবা আমাদের ছেড়ে চলে যান। একবারও ভাবেন না-যে পরদিন থেকে আমরা কী খাব, কোথায় থাকব।"

আরও পড়ুন: নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, মহিলা কমিশনের নোটিশ পেলেন রামদেব

খুশবু বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য । তিনি প্রাথমিকভাবে ডিএমকে-তে যোগ দিলেও পরে কংগ্রেসে যান । পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন । এরপর 2021 সালে তিনি তামিলনাড়ুর বিধানসভা ভোটে দাঁড়ান। কিন্তু ডিএমকে প্রার্থীর কাছে হেরে যান। তিনি একটি পোস্টে সম্প্রতি জানিয়েছেন, "আমি আপনাদের সবার থেকে আশীর্বাদ কামনা করছি যাতে আমি আমার কাজের মাধ্যমে দেশের সমস্ত দেবীর স্বার্থকে রক্ষা করতে পারি।"

Last Updated : Mar 6, 2023, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.