দিল্লি, 04 জানুয়ারি: বেনামি সম্পত্তি মামলায় আয়কর দপ্তরের আধিকারিকরা সোমবার রবার্ট বঢরার বয়ান রেকর্ড করলেন । আয়কর দপ্তরের একটি সূত্র থেকে এখবর জানা গিয়েছে । আজ বঢরার বাড়িতে যান আয়কর দপ্তরের আধিকারিকরা । সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়।
জানা গিয়েছে যে কোরোনা প্যান্ডেমিকের জন্য আয়কর দপ্তরে যেতে পারছিলেন না তিনি । সেই কারণেই তাঁর বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করা হল।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে : মোদি
আয়কর দপ্তর ছাড়াও রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। লন্ডনে একটি সম্পত্তি কেনার বিষয়ে তাঁর বিরুদ্ধে অর্থ তছরূপ আইনে মামলা চলছে। লন্ডনের ওই সম্পত্তির দাম 1.9 মিলিয়ন পাউন্ড। ওই সম্পত্তি তিনিই কিনেছেন বলে অভিযোগ। আপাতত তিনি আগাম জামিনে রয়েছেন।