দিল্লি, 4 ফেব্রুয়ারি: আগেই তিনি ভারতের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করেছে দিল্লি পুলিশ। তবে তাতে থেমে থাকার পাত্রী নন কিশোরী পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। ভারতের কৃষকদের পক্ষে সওয়াল করে আবারও টুইট করলেন তিনি। জানিয়ে দিলেন, ''তিনি বিক্ষোভরত কৃষকদেরই পাশে থাকছেন।'' অপরদিকে, তাঁকে 'শিশু' বলে কটাক্ষ করেছেন বিজেপির সাংসদ মীনাক্ষি লেখি।
মীনাক্ষি গ্রেটার উদ্দেশে বলেন, ''আমাদের বিরুদ্ধে যে সবসময় ষড়যন্ত্র চলছে, তারই প্রমাণ গ্রেটা থুনবার্গের টুইট। নোবেল পুরস্কার পরিবেশ রক্ষা ও ভালো অভ্যেসের জন্য দেওয়া হয়। কিন্তু এখানে যাঁরা খড় পুড়িয়ে, জল অপব্যবহার করে পরিবেশ দূষিত করছে, গ্রেটা কী করে তাঁদের পাশে দাঁড়ান।'' গ্রেটাকে শিশু বলে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেছেন, ''গ্রেটা থুনবার্গ একটা শিশু। আমার হাতে থাকলে নোবেল মনোনয়নের তালিকা থেকে ওর নাম সরিয়ে ওকে বাল্য পুরস্কার দিতাম।''
তবে কোনও কিছুতেই নিজের অবস্থান থেকে সরছেন না গ্রেটা। তিনি ফের টুইট করে জানিয়ে দিয়েছেন, ''আমি এখনও কৃষকদের এবং তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদের পাশে আছি। কোনও ঘৃণা, হুমকি বা মানবাধিকার লঙ্ঘনেই এর পরিবর্তন হবে না।''
-
I still #StandWithFarmers and support their peaceful protest.
— Greta Thunberg (@GretaThunberg) February 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest
">I still #StandWithFarmers and support their peaceful protest.
— Greta Thunberg (@GretaThunberg) February 4, 2021
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtestI still #StandWithFarmers and support their peaceful protest.
— Greta Thunberg (@GretaThunberg) February 4, 2021
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest
আরও পড়ুন: কৃষকদের পাশে দাঁড়ানোয় গ্রেটার বিরুদ্ধে মামলা দিল্লি পুলিশের
ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করার জন্য কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। মার্কিন তারকা রিয়ানা দেশের কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার পরই টুইট করে বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন থুনবার্গ।