ETV Bharat / bharat

আমি ‘গর্বিত আন্দোলনজীবী’, প্রধানমন্ত্রীকে জবাব চিদম্বরমের - মহাত্মা গান্ধিও একজন চরম আন্দোলনজীবী ছিলেন

রাজ্যসভায় প্রধানমন্ত্রী যে কোনও আন্দোলনের সমর্থনকারীদের ‘আন্দোলনজীবী’ বলে কটাক্ষ করেছিলেন ৷ সেই কটাক্ষের জবাবে নিজেকে ‘গর্বিত আন্দোলনজীবী’ বলে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷

i-am-proud-andolan-jeevi-says-p chidambaram
আমি একজন ‘গর্বিত আন্দোলনজীবী’, প্রধানমন্ত্রীকে জবাব চিদম্বরমের
author img

By

Published : Feb 10, 2021, 1:09 PM IST

দিল্লি, 10 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "আন্দোলনজীবী" ব্যঙ্গের জবাব দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ যেখানে নিজেকে ‘গর্বিত আন্দোলনজীবী’ হিসেবে উল্লেখ করেছেন এই কংগ্রেস নেতা ৷ সঙ্গে এও বলেন, ‘‘মহাত্মা গান্ধিও একজন চরম আন্দোলনজীবী ছিলেন ৷’’

গত সোমবার রাজ্যসভায় ভাষণে প্রধানমন্ত্রীকে আন্দোলনের সমর্নকারীদের উদ্দেশ্য করে ব্যঙ্গ করতে শোনা যায় ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমরা সবাই ‘শ্রমজীবী’ এবং ‘বুদ্ধিজীবী’ শব্দগুলির সঙ্গে কোনও না কোনওভাবে পরিচিত ৷ কিন্তু, কিছু সময় ধরে আমি দেখছি কিছু নতুন সত্ত্বা দেশে বেড়ে উঠেছে, ‘আন্দোলনজীবী’ ৷ যাদের প্রতিটি আন্দোলনে দেখা যায় ৷ সেই আন্দোলন আইনজীবীদের হোক, পড়ুয়াদের বা শ্রমিকদের, কখনও আন্দোলনের সামনের সারিতে থাকে, কখনওবা পিছনে ৷ এরা আন্দোলন ছাড়া বেঁচে থাকতে পারে না ৷ আমাদের এইসব মানুষকে চিহ্নিত করতে হবে এবং দেশকে এদের থেকে বাঁচাতে হবে ৷ এরা পরজীবী ৷’’

আরও পড়ুন : ''নয়া এফডিআই হল ফরেন ডেসট্রাকটিভ আইডিয়োলজি'', গ্রেটা-রিয়ানাদের কটাক্ষ মোদির

স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য ভালোভাবে নেয়নি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ আর প্রধানমন্ত্রীর সেই ব্যঙ্গের জবাব এদিন দিলেন চিদম্বরম ৷ সেই সঙ্গে মহাত্মা গান্ধির প্রসঙ্গও টেনে আনেন তিনি ৷ কারণ ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে হোক বা ভারতীয়দের ন্যায্য অধিকারের দাবি, গান্ধিজির প্রধান অস্ত্রই ছিল শান্তিপূর্ণ আন্দোলন ৷ আর প্রধানমন্ত্রী যেখানে গান্ধিজির আদর্শ মেনে চলার কথা বলেন, সেখানে তাঁকে কটাক্ষের জবাবে গান্ধিজির আন্দোলন প্রসঙ্গ টেনে চিদম্বরম মাস্টার স্ট্রোক দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

দিল্লি, 10 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "আন্দোলনজীবী" ব্যঙ্গের জবাব দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ যেখানে নিজেকে ‘গর্বিত আন্দোলনজীবী’ হিসেবে উল্লেখ করেছেন এই কংগ্রেস নেতা ৷ সঙ্গে এও বলেন, ‘‘মহাত্মা গান্ধিও একজন চরম আন্দোলনজীবী ছিলেন ৷’’

গত সোমবার রাজ্যসভায় ভাষণে প্রধানমন্ত্রীকে আন্দোলনের সমর্নকারীদের উদ্দেশ্য করে ব্যঙ্গ করতে শোনা যায় ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমরা সবাই ‘শ্রমজীবী’ এবং ‘বুদ্ধিজীবী’ শব্দগুলির সঙ্গে কোনও না কোনওভাবে পরিচিত ৷ কিন্তু, কিছু সময় ধরে আমি দেখছি কিছু নতুন সত্ত্বা দেশে বেড়ে উঠেছে, ‘আন্দোলনজীবী’ ৷ যাদের প্রতিটি আন্দোলনে দেখা যায় ৷ সেই আন্দোলন আইনজীবীদের হোক, পড়ুয়াদের বা শ্রমিকদের, কখনও আন্দোলনের সামনের সারিতে থাকে, কখনওবা পিছনে ৷ এরা আন্দোলন ছাড়া বেঁচে থাকতে পারে না ৷ আমাদের এইসব মানুষকে চিহ্নিত করতে হবে এবং দেশকে এদের থেকে বাঁচাতে হবে ৷ এরা পরজীবী ৷’’

আরও পড়ুন : ''নয়া এফডিআই হল ফরেন ডেসট্রাকটিভ আইডিয়োলজি'', গ্রেটা-রিয়ানাদের কটাক্ষ মোদির

স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য ভালোভাবে নেয়নি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ আর প্রধানমন্ত্রীর সেই ব্যঙ্গের জবাব এদিন দিলেন চিদম্বরম ৷ সেই সঙ্গে মহাত্মা গান্ধির প্রসঙ্গও টেনে আনেন তিনি ৷ কারণ ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে হোক বা ভারতীয়দের ন্যায্য অধিকারের দাবি, গান্ধিজির প্রধান অস্ত্রই ছিল শান্তিপূর্ণ আন্দোলন ৷ আর প্রধানমন্ত্রী যেখানে গান্ধিজির আদর্শ মেনে চলার কথা বলেন, সেখানে তাঁকে কটাক্ষের জবাবে গান্ধিজির আন্দোলন প্রসঙ্গ টেনে চিদম্বরম মাস্টার স্ট্রোক দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.