ETV Bharat / bharat

Taslima Nasreen on Facebook: ফেসবুকে 'মৃত' তসলিমার হুঙ্কার - এখনও মরিনি - তসলিমা নাসরিনের খবর

ফেসবুকে তসলিমা নাসরিনের প্রোফাইলে লেখা রয়েছে রিমেম্বারিং ৷ যেমনটা থাকে মৃত ব্যক্তিদের প্রোফাইলে ৷ এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশি লেখিকা লিখেছেন, তিনি এখনও মরেননি (I am not dead yet facebook)৷

I am not dead yet facebook, remove your remembering tag: Taslima Nasreen
ফেসবুকে 'মৃত' তসলিমার হুঙ্কার - এখনও মরিনি
author img

By

Published : Jan 25, 2022, 11:50 AM IST

কলকাতা, 25 জানুয়ারি: বিতর্ক যেন পিছু ছাড়ে না বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ৷ প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সারোগেসির মাধ্যমে সন্তান পাওয়া নিয়ে তাঁর মন্তব্যে সম্প্রতি তোলপাড় হয়েছে নেটপাড়া ৷ আর এবার গোল বাঁধল লেখিকার ফেসবুক প্রোফাইল (Taslima Nasreen on Facebook) ঘিরে ৷ সেই প্রোফাইল দেখে মনে হবে, কোনও মৃত ব্যক্তির পেজ ৷ কারণ তসলিমা নাসরিনের পাতায় 'রিমেম্বারিং' কথাটি জুড়ে দিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা ৷ তাতেই বেজায় চটেছেন তসলিমা ৷ ফেসবুক থেকে 'স্মরণীয়' ট্যাগটি সরানোর আর্জি জানিয়ে টুইটে তিনি কটাক্ষের সুরে লিখেছেন, "আমি এখনও মরিনি (I am not dead yet facebook)৷"

ফেসবুকের কোনও প্রোফাইলের ব্যক্তি মারা গেলে সেই প্রোফাইলকে 'রিমেম্বারিং'-এর তকমা দেওয়া হয় ৷ তবে তার জন্য নির্দিষ্ট একটি প্রক্রিয়া রয়েছে ৷ কয়েকদিন আগে থেকে আচমকাই তসলিমা নাসরিনের ফেসবুক পেজে তাঁর নামের উপর 'রিমেম্বারিং' (Taslima Nasreen asks facebook to remove remembering tag) লেখাটি দেখা যাচ্ছে ৷ এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি লেখিকা ৷ তিনি টুইটে লিখেছেন, "ফেসবুক, আমি এখনও মরিনি ৷ দয়া করে রিমেম্বারিং ট্যাগটা সরিয়ে দিন আর আমায় বাঁচতে দিন ৷"

আরও পড়ুন: Taslima Nasreen on surrogacy : মহিলা-গরিবদের শোষণ, সারোগেসি নিয়ে টুইটে তোপ তসলিমার

তবে এটাই প্রথম নয় ৷ তসলিমার (Taslima Nasreen news) দাবি, এই নিয়ে তিনবার এমন কাণ্ড ঘটিয়েছে ফেসবুক ৷ লেখিকার কথায়, "আপনারা আবার আমায় মেরে ফেললেন এবং আমার ফেসবুক অ্যাকাউন্টকে স্মৃতিসৌধ বানিয়ে দিলেন ৷ জিহাদিরা আমায় মৃত দেখতে চায় ৷ কাজেই তাদের কথায় আপনারা আমায় কবর দিয়ে দিয়েছেন ৷ একবার নয়, তিনবার !"

  • !! @Meta @Facebook @facebookapp You again killed me and memorialized my facebook account!! Jihadis want to see me dead. So because of their report, you buried me alive. Not once, three times!!

    — taslima nasreen (@taslimanasreen) January 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Taslima Nasrin: ভারতের মুসলিমরা নিরাপদ, গণতন্ত্র বিনষ্টের আশঙ্কা নেই, একান্ত সাক্ষাৎকারে বললেন তসলিমা

যদিও এ ব্যাপারে ফেসবুকের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

কলকাতা, 25 জানুয়ারি: বিতর্ক যেন পিছু ছাড়ে না বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ৷ প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সারোগেসির মাধ্যমে সন্তান পাওয়া নিয়ে তাঁর মন্তব্যে সম্প্রতি তোলপাড় হয়েছে নেটপাড়া ৷ আর এবার গোল বাঁধল লেখিকার ফেসবুক প্রোফাইল (Taslima Nasreen on Facebook) ঘিরে ৷ সেই প্রোফাইল দেখে মনে হবে, কোনও মৃত ব্যক্তির পেজ ৷ কারণ তসলিমা নাসরিনের পাতায় 'রিমেম্বারিং' কথাটি জুড়ে দিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা ৷ তাতেই বেজায় চটেছেন তসলিমা ৷ ফেসবুক থেকে 'স্মরণীয়' ট্যাগটি সরানোর আর্জি জানিয়ে টুইটে তিনি কটাক্ষের সুরে লিখেছেন, "আমি এখনও মরিনি (I am not dead yet facebook)৷"

ফেসবুকের কোনও প্রোফাইলের ব্যক্তি মারা গেলে সেই প্রোফাইলকে 'রিমেম্বারিং'-এর তকমা দেওয়া হয় ৷ তবে তার জন্য নির্দিষ্ট একটি প্রক্রিয়া রয়েছে ৷ কয়েকদিন আগে থেকে আচমকাই তসলিমা নাসরিনের ফেসবুক পেজে তাঁর নামের উপর 'রিমেম্বারিং' (Taslima Nasreen asks facebook to remove remembering tag) লেখাটি দেখা যাচ্ছে ৷ এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি লেখিকা ৷ তিনি টুইটে লিখেছেন, "ফেসবুক, আমি এখনও মরিনি ৷ দয়া করে রিমেম্বারিং ট্যাগটা সরিয়ে দিন আর আমায় বাঁচতে দিন ৷"

আরও পড়ুন: Taslima Nasreen on surrogacy : মহিলা-গরিবদের শোষণ, সারোগেসি নিয়ে টুইটে তোপ তসলিমার

তবে এটাই প্রথম নয় ৷ তসলিমার (Taslima Nasreen news) দাবি, এই নিয়ে তিনবার এমন কাণ্ড ঘটিয়েছে ফেসবুক ৷ লেখিকার কথায়, "আপনারা আবার আমায় মেরে ফেললেন এবং আমার ফেসবুক অ্যাকাউন্টকে স্মৃতিসৌধ বানিয়ে দিলেন ৷ জিহাদিরা আমায় মৃত দেখতে চায় ৷ কাজেই তাদের কথায় আপনারা আমায় কবর দিয়ে দিয়েছেন ৷ একবার নয়, তিনবার !"

  • !! @Meta @Facebook @facebookapp You again killed me and memorialized my facebook account!! Jihadis want to see me dead. So because of their report, you buried me alive. Not once, three times!!

    — taslima nasreen (@taslimanasreen) January 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Taslima Nasrin: ভারতের মুসলিমরা নিরাপদ, গণতন্ত্র বিনষ্টের আশঙ্কা নেই, একান্ত সাক্ষাৎকারে বললেন তসলিমা

যদিও এ ব্যাপারে ফেসবুকের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.