ETV Bharat / bharat

Murder for Asking Curd: বিরিয়ানির সঙ্গে বাড়তি রায়তা চাওয়ায় গ্রাহককে পিটিয়ে খুন রেস্তোরাঁ কর্মীদের !

Customer Murdered for Asking Curd: বিরিয়ানির সঙ্গে বাড়তি রায়তা চাওয়ায় হায়দরাবাদের এক গ্রাহককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল রেস্তোরাঁ কর্মীদের বিরুদ্ধে ৷ পুলিশ অভিযুক্তদের আটক করেছে ৷

Murder for Asking Curd
গ্রাহককে পিটিয়ে খুন হোটেলকর্মীদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 1:40 PM IST

Updated : Sep 11, 2023, 1:50 PM IST

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: বিরিয়ানির সঙ্গে একটু বাড়তি রায়তা চেয়েছিলেন গ্রাহক ৷ তার জেরে তাঁকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে রেস্তোরাঁ কর্মীদের বিরুদ্ধে ৷ রবিবার রাতে হায়দরাবাদের একটি রেস্তোরাঁয় এই ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত রেস্তোরাঁ কর্মীদের আটক করেছে পাঞ্জাগুট্টা থানার পুলিশ ৷

হায়দরাবাদের পাঞ্জাগুট্টার মেরিডিয়ান হোটেল ও রেস্তোরাঁর ঘটনা ৷ জানা গিয়েছে, রবিবার রাত 11টা নাগাদ সেই রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়েছিলেন চন্দ্রায়ণগুট্টা এলাকার বাসিন্দা লিয়াকত ৷ সেখানে তাঁদের বিরিয়ানির সঙ্গে রায়তা দেওয়া হয়েছিল ৷ তখন রেস্তোরাঁ কর্মীদের থেকে বাড়তি কিছুটা রায়তা চেয়েছিলেন লিয়াকত ৷ এতেই রেস্তোরাঁর কর্মীরা তাঁর উপর রেগে যান বলে অভিযোগ ৷ লিয়াকতের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয় ৷ ক্রমে তা গড়ায় হাতাহাতিতে ৷

এরপর রেস্তোরাঁ কর্মীরা সবাই মিলে লিয়াকতের উপর হামলা চালান বলে অভিযোগ ৷ স্থানীয়রা ঝামেলা দেখে পুলিশে খবর দেন ৷ পাঞ্জাগুট্টা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকেই থানায় নিয়ে যায় ৷ সেখানেই হঠাৎ অজ্ঞান হয়ে যান লিয়াকত ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: মন্দারমণির সৈকতে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ

লিয়াকতের পরিবারের অভিযোগ, লিয়াকতের উপর হামলার পর তাঁকে আহত অবস্থায় হাসপাতালে না নিয়ে গিয়ে থানায় নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসায় দেরি হওয়ার কারণেই লিয়াকতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাঁর পরিবারের সদস্যরা ।

  • Panjagutta Meridian Hotel Kay Management Se Bandlaguda Hashamabad Ka Rahne Wale Mohd Liyqhat Bhai Se Hotel Ka Staff Se Jhagda Ho Gaya Thaa Is Waqhiye'h Kay Baad Inhe Zere Ilaaj Ke Liye Deccan Hospital Shift Karwya Gaya Lekin Doctor nay Inkay Inteqal Ki Khabar Sunwayi Hai,

    1/4 pic.twitter.com/t4Ohph2ORK

    — Mirza Rahmat Baig (@_MirzaRahmath) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এআইএমআইএম-এর বিধান পরিষদের সদস্য মির্জা রহমত বেগ পাঞ্জাগুট্টা থানায় গিয়ে নিহত লিয়াকতের পরিবারের হয়ে এই ঘটনার বিচার দাবি করেছেন । শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে দেখা করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি ৷ পুলিশ মৃত যুবকের দেহ গান্ধি হাসপাতালের মর্গে স্থানান্তর করেছে । হামলায় জড়িত রেস্তোরাঁ কর্মীদের পুলিশ আটক করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: বিরিয়ানির সঙ্গে একটু বাড়তি রায়তা চেয়েছিলেন গ্রাহক ৷ তার জেরে তাঁকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে রেস্তোরাঁ কর্মীদের বিরুদ্ধে ৷ রবিবার রাতে হায়দরাবাদের একটি রেস্তোরাঁয় এই ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত রেস্তোরাঁ কর্মীদের আটক করেছে পাঞ্জাগুট্টা থানার পুলিশ ৷

হায়দরাবাদের পাঞ্জাগুট্টার মেরিডিয়ান হোটেল ও রেস্তোরাঁর ঘটনা ৷ জানা গিয়েছে, রবিবার রাত 11টা নাগাদ সেই রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়েছিলেন চন্দ্রায়ণগুট্টা এলাকার বাসিন্দা লিয়াকত ৷ সেখানে তাঁদের বিরিয়ানির সঙ্গে রায়তা দেওয়া হয়েছিল ৷ তখন রেস্তোরাঁ কর্মীদের থেকে বাড়তি কিছুটা রায়তা চেয়েছিলেন লিয়াকত ৷ এতেই রেস্তোরাঁর কর্মীরা তাঁর উপর রেগে যান বলে অভিযোগ ৷ লিয়াকতের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয় ৷ ক্রমে তা গড়ায় হাতাহাতিতে ৷

এরপর রেস্তোরাঁ কর্মীরা সবাই মিলে লিয়াকতের উপর হামলা চালান বলে অভিযোগ ৷ স্থানীয়রা ঝামেলা দেখে পুলিশে খবর দেন ৷ পাঞ্জাগুট্টা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকেই থানায় নিয়ে যায় ৷ সেখানেই হঠাৎ অজ্ঞান হয়ে যান লিয়াকত ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: মন্দারমণির সৈকতে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ

লিয়াকতের পরিবারের অভিযোগ, লিয়াকতের উপর হামলার পর তাঁকে আহত অবস্থায় হাসপাতালে না নিয়ে গিয়ে থানায় নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসায় দেরি হওয়ার কারণেই লিয়াকতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাঁর পরিবারের সদস্যরা ।

  • Panjagutta Meridian Hotel Kay Management Se Bandlaguda Hashamabad Ka Rahne Wale Mohd Liyqhat Bhai Se Hotel Ka Staff Se Jhagda Ho Gaya Thaa Is Waqhiye'h Kay Baad Inhe Zere Ilaaj Ke Liye Deccan Hospital Shift Karwya Gaya Lekin Doctor nay Inkay Inteqal Ki Khabar Sunwayi Hai,

    1/4 pic.twitter.com/t4Ohph2ORK

    — Mirza Rahmat Baig (@_MirzaRahmath) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এআইএমআইএম-এর বিধান পরিষদের সদস্য মির্জা রহমত বেগ পাঞ্জাগুট্টা থানায় গিয়ে নিহত লিয়াকতের পরিবারের হয়ে এই ঘটনার বিচার দাবি করেছেন । শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে দেখা করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি ৷ পুলিশ মৃত যুবকের দেহ গান্ধি হাসপাতালের মর্গে স্থানান্তর করেছে । হামলায় জড়িত রেস্তোরাঁ কর্মীদের পুলিশ আটক করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Last Updated : Sep 11, 2023, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.