ETV Bharat / bharat

Hyatt Regency Hotel: বোমাতঙ্ক, খালি করা হল হায়াত রিজেন্সি - Hyatt Regency Hotel

বোমা আতঙ্কের জেরে খালি করা হল হায়াত রিজেন্সি হোটেল ৷ পাঁচতারা এই হোটেলে বোমা রাখা আছে বলে হুমকি পাওয়ার পর লুধিয়ানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে পুলিশ তৎপর হয়েছে এবং অভিযুক্তকে দিল্লি থেকে খুঁজে বের করা হয়েছে (Hyatt Regency Hotel evacuated due to bomb hoax) ।

Hyatt Regency Hotel
হায়াত রিজেন্সি হোটেল
author img

By

Published : Dec 28, 2022, 9:42 AM IST

Updated : Dec 28, 2022, 10:08 AM IST

লুধিয়ানা, 28 ডিসেম্বর: বোমাতঙ্কের জেরে খালি করা হল হায়াত রিজেন্সি হোটেল ৷ এদিন পাঁচ তারা হোটেল হায়াত রিজেন্সিতে বোমার হুমকি পাওয়ার পর লুধিয়ানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । হোটেল থেকে সবাইকে বাইরে বের করে নিয়ে আসা হয় । খবর পেয়ে তৎপর হয় পুলিশও। ইতিমধ্যেই অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে (Hyatt Regency Hotel evacuated due to bomb hoax) ।

জানা গিয়েছে, এদিন বিকেলে লুধিয়ানা হোটেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি বার্তা পাছানো হয় যে, হোটেল বোমায় উড়িয়ে দেওয়া হবে ৷ হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানায় । এরপরই লুধিয়ানা পুলিশ নড়েচড়ে বসে ৷ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং হোটেলটি খালি করে দেয় । বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং স্নিফার ডগদেরও কাজে লাগানো হয়েছে ।

তল্লাশি চলাকালীন পুলিশ হোটেলে কাউকে ঢুকতে দেয়নি । অভিযুক্তকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে । হুমকি পাওয়ার পর, অবিলম্বে হোটেল এবং আশেপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ৷ কিন্তু বোমার মতো কোনও বস্তু পাওয়া যায়নি । বার্তাটি মোবাইল নম্বরের ভিত্তিতে পাঠানো হয়েছিল ৷ লুধিয়ানা পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ঠিকানা উদ্ধার করে এবং দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ৷

আরও পড়ুন: সিধরায় আধাসেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই

লুধিয়ানা, 28 ডিসেম্বর: বোমাতঙ্কের জেরে খালি করা হল হায়াত রিজেন্সি হোটেল ৷ এদিন পাঁচ তারা হোটেল হায়াত রিজেন্সিতে বোমার হুমকি পাওয়ার পর লুধিয়ানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । হোটেল থেকে সবাইকে বাইরে বের করে নিয়ে আসা হয় । খবর পেয়ে তৎপর হয় পুলিশও। ইতিমধ্যেই অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে (Hyatt Regency Hotel evacuated due to bomb hoax) ।

জানা গিয়েছে, এদিন বিকেলে লুধিয়ানা হোটেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি বার্তা পাছানো হয় যে, হোটেল বোমায় উড়িয়ে দেওয়া হবে ৷ হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানায় । এরপরই লুধিয়ানা পুলিশ নড়েচড়ে বসে ৷ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং হোটেলটি খালি করে দেয় । বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং স্নিফার ডগদেরও কাজে লাগানো হয়েছে ।

তল্লাশি চলাকালীন পুলিশ হোটেলে কাউকে ঢুকতে দেয়নি । অভিযুক্তকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে । হুমকি পাওয়ার পর, অবিলম্বে হোটেল এবং আশেপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ৷ কিন্তু বোমার মতো কোনও বস্তু পাওয়া যায়নি । বার্তাটি মোবাইল নম্বরের ভিত্তিতে পাঠানো হয়েছিল ৷ লুধিয়ানা পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ঠিকানা উদ্ধার করে এবং দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ৷

আরও পড়ুন: সিধরায় আধাসেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই

Last Updated : Dec 28, 2022, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.