আহমেদাবাদ, 14 ফেব্রুয়ারি : তেইশটা বসন্ত একসঙ্গে কাটিয়ে ফেলেছেন আহমেদাবাদের বিনোদ ও রিতা । গুজরাতের এই দম্পতির কাছে ভ্যালেন্টাইন্স ডে গুরুত্ব অনেকটাই আলাদা । আজকের দিনেই পূর্ণতা পেয়েছিল তাঁদের ভালোবাসা । আজ বিনোদভাই প্যাটেল ও রিতাবেন প্যাটেলে 23 তম বিবাহবার্ষিকী । আর এই বছর ভ্যালেন্টাইন্স ডে'তে স্ত্রীকে উপহার হিসেবে নিজের কিডনি দিলেন বিনোদ ।
রিতা অটোইমিউন কিডনি ডিসফাংশনে ভুগছিলেন । বিগত তিন বছর ধরে তাঁর চিকিৎসা চলছে । তবে চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছিলেন না রিতা । কিছু গুরুতর জটিলতাও দেখা দিতে শুরু করেছিল । এরপরই সিদ্ধান্ত নিয়ে নেন বিনোদ । রিতাকে তাঁর জীবনের সবথেকে বড় উপহারটি দিয়ে দেবেন বলে ঠিক করে নেন । এ এমন এক উপহার, যা রিতাকে দীর্ঘ জীবন দেবে । নিজের কিডনি উপহার হিসেবে দান করেন রিতাকে ।
আরও পড়ুন : প্রেমিক না থাকলে ছাত্রীদের প্রবেশ নিষেধ, আগ্রার কলেজে ভাইরাল ভুয়ো নোটিস
আজ আহমেদাবাদের এক বেসরকারি হাসপাতালে বিনোদের কিডনি সফলভাবে প্রতিস্থাপিত হয় রিতার শরীরে ।