ETV Bharat / bharat

Husband Murdered Wife: রান্না না-করায় অসুস্থ স্ত্রী'কে পিটিয়ে মারল স্বামী - Husband Murdered Wife in Delhi

স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে দেখে স্ত্রী রান্না করেনি ৷ আর তাতেই মর্মান্তিক ঘটনা ঘটাল গুণধর স্বামী ৷ অসুস্থতার কারণে রান্না না-করায় স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলল স্বামী (Husband Killed Wife) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 29, 2023, 11:08 PM IST

নয়াদিল্লি, 29 মার্চ: রাজধানীতে মর্মান্তিক ঘটনা! সামান্য বিষয়ে স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী। স্ত্রী'র অপরাধ রান্না না-করা ৷ জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে রান্না করতে পারেননি স্ত্রী ৷ রবিবার মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে অভিযুক্ত স্বামী দেখেন ঘরে রান্না হয়নি ৷ খাবার খেতে চেয়ে না-পাওয়ায় স্বামী, স্ত্রী'কে মারধর শুরু করে ৷ স্বামীর মারেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম প্রীতি ৷ অভিযুক্ত স্বামীর নাম বজরঙ্গী ৷ ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে (Delhi Murdered) ৷

জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে বিয়ে হয়েছিল প্রীতি ও বজরঙ্গীর। দু'জনেই মুকুন্দপুর এলাকায় থাকতেন ৷ তাঁদের একটি 6 মাসের কন্যা সন্তানও রয়েছে। কন্যাসন্তানের জন্মের পর থেকেই প্রীতি অসুস্থ ছিলেন, যার কারণে তিনি বাড়ির কাজকর্ম ঠিকমতো করতে পারছিলেন না। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশিরভাগ সময় ঝগড়া লেগে থাকত ৷ কিন্তু আত্মীয়স্বজনরা দম্পতিকে বুঝিয়ে ঝামেলা মিটমাট করে দিতেন ৷ রবিবার যখন বজরঙ্গি মাতাল হয়ে বাড়ি ফেরে, তিনি দেখেন তাঁর স্ত্রী খাবার রান্না করেননি ৷

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, স্ত্রীকে 'খুন' করে দেহ টুকরো করল স্বামী

এনিয়ে দু'জনের মধ্যে ঝগড়া হয়, এরপর বজরঙ্গি লাঠি দিয়ে মারতে থাকে তার স্ত্রীকে। এইসময় প্রীতির কোলে 6 মাসের শিশুকন্যাটিও ছিল। তাকে বাঁচানোর কারণে প্রীতি পালাতে পারেননি ৷ লাঠির আঘাতে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর বজরঙ্গি তাঁর শাশুড়ি অনিতা দেবীকে ডেকে স্ত্রীর অসুস্থতার কথা জানান ৷ খবর পেয়ে, প্রীতির মা সেখানে পৌঁছে দেখতে পান অচেতন অবস্থায় মেয়ে মাটিতে পড়ে রয়েছে। এনিয়ে পরিবারের লোকজন প্রীতিকে স্থানীয় বুরারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু'দিন চিকিৎসা চলার পর আজ মারা যান। ঘটনায় ভালস্বা ডেইরি থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, বজরঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নয়াদিল্লি, 29 মার্চ: রাজধানীতে মর্মান্তিক ঘটনা! সামান্য বিষয়ে স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী। স্ত্রী'র অপরাধ রান্না না-করা ৷ জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে রান্না করতে পারেননি স্ত্রী ৷ রবিবার মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে অভিযুক্ত স্বামী দেখেন ঘরে রান্না হয়নি ৷ খাবার খেতে চেয়ে না-পাওয়ায় স্বামী, স্ত্রী'কে মারধর শুরু করে ৷ স্বামীর মারেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম প্রীতি ৷ অভিযুক্ত স্বামীর নাম বজরঙ্গী ৷ ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে (Delhi Murdered) ৷

জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে বিয়ে হয়েছিল প্রীতি ও বজরঙ্গীর। দু'জনেই মুকুন্দপুর এলাকায় থাকতেন ৷ তাঁদের একটি 6 মাসের কন্যা সন্তানও রয়েছে। কন্যাসন্তানের জন্মের পর থেকেই প্রীতি অসুস্থ ছিলেন, যার কারণে তিনি বাড়ির কাজকর্ম ঠিকমতো করতে পারছিলেন না। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশিরভাগ সময় ঝগড়া লেগে থাকত ৷ কিন্তু আত্মীয়স্বজনরা দম্পতিকে বুঝিয়ে ঝামেলা মিটমাট করে দিতেন ৷ রবিবার যখন বজরঙ্গি মাতাল হয়ে বাড়ি ফেরে, তিনি দেখেন তাঁর স্ত্রী খাবার রান্না করেননি ৷

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, স্ত্রীকে 'খুন' করে দেহ টুকরো করল স্বামী

এনিয়ে দু'জনের মধ্যে ঝগড়া হয়, এরপর বজরঙ্গি লাঠি দিয়ে মারতে থাকে তার স্ত্রীকে। এইসময় প্রীতির কোলে 6 মাসের শিশুকন্যাটিও ছিল। তাকে বাঁচানোর কারণে প্রীতি পালাতে পারেননি ৷ লাঠির আঘাতে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর বজরঙ্গি তাঁর শাশুড়ি অনিতা দেবীকে ডেকে স্ত্রীর অসুস্থতার কথা জানান ৷ খবর পেয়ে, প্রীতির মা সেখানে পৌঁছে দেখতে পান অচেতন অবস্থায় মেয়ে মাটিতে পড়ে রয়েছে। এনিয়ে পরিবারের লোকজন প্রীতিকে স্থানীয় বুরারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু'দিন চিকিৎসা চলার পর আজ মারা যান। ঘটনায় ভালস্বা ডেইরি থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, বজরঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.