সিবনি (মধ্যপ্রদেশ), 16 জানুয়ারি: রোজকার মতোই ঘরোয়া ঝগড়া চলছিল ৷ কিন্তু এদিন হঠাতই মেজাজ হারান স্বামী ৷ রাগের মাথায় স্ত্রী'র শরীরে ঢুকিয়ে দেন প্রায় পাঁচ ফুট লম্বা একটি লোহার রড (Husband inserts Iron Rod into Wife Body) ! এই ঘটনায় গুরুতর জখম হন 30 বছর বয়সী ওই বধূ ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিবনি (Seoni) এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিবনির বাসিন্দা ভগবতী ও তাঁর স্বামী বিনোদ ৷ তাঁদের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হয় ৷ ঘটনার দিনও স্বামী-স্ত্রী ঝগড়া করছিলেন ৷ তার মধ্যেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেন বিনোদ ৷ ভগবতীর শরীরে লোহার রড ঢুকিয়ে দেন তিনি ! সঙ্গে সঙ্গে যন্ত্রণায় চিৎকার করে ওঠেন ভগবতী ৷ চেঁচিয়ে বাঁচার জন্য সাহায্য চান ৷ এই চিৎকারে টনক নড়ে পরিবারের বাকি সদস্য ও পাড়া-প্রতিবেশীদের ৷ সবাই ছুটে আসেন ভগবতী ও বিনোদের ঘরে ৷ সেই দলে বিনোদের বাবা-মাও ছিলেন ৷ ভগবতীর অবস্থা দেখে হতবাক হয়ে যান তাঁরা ৷ সঙ্গে সঙ্গে ওই বধূকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে অন্যত্র রেফার করে দেন চিকিৎসকরা ৷
আরও পড়ুন: মোরগের লড়াই চলাকালীন ছুরির আঘাতে মৃত্যু 2 জনের
এই ঘটনায় ইতিমধ্যেই বিনোদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তবে, ভগবতীর অবস্থা এখনও সংকটজনক ৷ তিনি পুলিশকে বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁরা জানিয়েছেন, লোহার রডটি ভগবতীর বুকের ডানদিকে গেঁথে গিয়েছিল ৷ এতে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ভগবতী যদি প্রাণে বেঁচেও যান, তাহলেও তাঁর সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে ৷
ভগবতীর শ্বশুর কিশনলাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর দুই ছেলে ৷ বড় ছেলে বিনোদ এবং ছোট ছোলে প্রমোদ ৷ দুই ছেলের বিয়ের পর থেকেই বাড়ির হাঁড়ি আলাদা হয়ে গিয়েছে ৷ তাঁরা বৃদ্ধ-বৃদ্ধা একসঙ্গে থাকেন ৷ পাশাপাশি, বিনোদ ও প্রমোদ নিজেদের পরিবার নিয়ে আলাদা আলাদা থাকেন ৷ তাই বিনোদ-ভগবতীর ঘর থেকে রোজের ঝগড়া কানে এলেও এই বিবাদের কারণ তাঁর জানা নেই বলেই দাবি করেছেন বৃদ্ধ কিশনলাল ৷ এদিকে ইতিমধ্যেই বিনোদকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷