রায়পুর,16 অক্টোবর: খেতে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে 'খুন' স্বামীর। শনিবার রাতে ছত্তিশগড়ের গোলেরা পিন্দ্র মারওয়াহি জেলার একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত জেরা করে আসল সত্য জানার কাজ শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার ধৌরামুদা গ্রামে স্ত্রীর সঙ্গে থাকেন কানওয়ার সিং। স্থানীয়দের থেকে পুলিশ জানতে পেরেছে বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল লেগেই থাকত। প্রায়শই বাড়ি থেকে চিৎকারও শোনা যেত। কখনও কখনও বচসা বড় আকার নিত। একাধিকবার স্থানীয়রা স্বামী-স্ত্রীর গোলমাল থামাবার চেষ্টা করছেন। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি।
শনিবারও দু'জনের মধ্যে বিভিন্ন বিষয়ে বচসা শুরু হয়। ক্রমশ তা বড় আকার নিতে থাকে। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কাজ সেরে বাড়ি ফিরে এসে স্ত্রীকে খেতে দিতে বলেন কানওয়ার। কিন্তু স্ত্রী খেতে দিতে রাজি হননি। এই নিয়ে দু'জনের মধ্যে বেশ কিছুটা সময় ঝগড়া হয়। এরইমধ্যে বাড়িতে থাকা মোটা লাঠির সাহায্যে স্ত্রীকে মারতে থাকেন স্বামী। স্ত্রীর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার জেরেই স্ত্রীর প্রাণ গিয়েছে বলে অনুমান চিকিৎসকদের।
মহিলার আর্তনাদ শুনে বাড়িতে আসেন স্থানীয়রা। তাতেও শেষরক্ষা হয়নি। অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয় তাঁর। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মারের অভিঘাত এতটাই বেশি ছিল যে তা সহ্য করতে পারেননি মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের তৎপরতায় স্বামী পালাতে পারেননি। তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি স্ত্রীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন তদন্তকারীরা। আপাতত অভিযুক্ত স্বামীকে টানা জেরা করা হচ্ছে। তিনি কেন এই ধরনের ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র খেতে না দেওয়ার জন্যই এতবড় ঘটনা ঘটে গিয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: রুপো চুরির অভিযোগ, রাজকোটে বাংলার দুই যুবককে পিটিয়ে খুন