হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: যৌথ তল্লাশি অভিযানে উদ্ধার 14 কিলোগ্রামেরও বেশি সোনা (Gold Seized at Hyderabad Airport) ! বাজারদর প্রায় 7 কোটি 89 লক্ষ টাকা ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Rajiv Gandhi International Airport) ৷ শেষ পাওয়া খবর অনুসারে, এই ঘটনায় সোনাপাচারের অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদ শুল্ক বিভাগের গোয়েন্দা আধিকারিকরা বিমানবন্দরের শুল্ক বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি যৌথ অভিযান চালান ৷ তাঁরা মোট 23 জন যাত্রীকে প্রাথমিকভাবে আটক করেন ৷ পরে তাঁদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয় (Four Sudan Nationals Arrested) ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সোনা ৷
আরও পড়ুন: চকোলেট পাউডারে সোনা মিশিয়ে পাচার ! বিমানবন্দরে আটক যাত্রী
সংশ্লিষ্ট এক আধিকারিক এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে যাত্রীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, তাঁরা সুদান থেকে শারজা হয়ে ভারতে আসেন ৷ ভারতে তাঁদের বিমান (ফ্লাইট জি9 458) এসে পৌঁছয় 22 ফেব্রুয়ারি (বুধবার) ভোর 4টেয় ৷ নির্দিষ্ট সূত্র মারফত আসা তথ্যের ভিত্তিতেই বিমানের 23 জন যাত্রীকে বাকিদের থেকে আলাদা করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ৷ এঁরা সকলেই সুদানের নাগরিক ৷
ওই আধিকারিক আরও জানিয়েছেন, সন্দেহভাজন বিদেশি যাত্রীদের সঙ্গে থাকা লটবহর ভালো করে তল্লাশি করে দেখা হয় ৷ সেইসঙ্গে, তাঁদের দেহ ও পরনের পোশাকও তল্লাশি করা হয় ৷ তল্লাশিতে সব মিলিয়ে মোট 14.9063 কিলোগ্রাম সোনা উদ্ধার করা হয় ৷
শুল্ক আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তরা কেউ একসঙ্গে অনেকটা সোনা সঙ্গে আনেননি ৷ তাঁরা নিজেদের মধ্যে সোনা ভাগ করে নিয়েছিলেন ৷ এবং অল্প পরিমাণে সোনা নিজেদের শরীরে, পরনের পোশাকে এবং সঙ্গে থাকা ব্যাগ, সুটকেস প্রভৃতিতে লুকিয়ে রেখেছিলেন ৷ যেমন- কারও জুতোর মধ্যে লুকনো কুঠুরি, আবার কারও বেল্টের নীচে থাকা গোপন পকেট থেকে সোনা উদ্ধার করা হয়েছে ৷ এমকী, বাক্স-প্যাঁটরার মধ্যে ভাঁজ করে রাখা পোশাকের ভিতর থেকেও সোনা উদ্ধার করা হয়েছে ৷
উদ্ধার হওয়া সোনার মধ্যে 14.415 কিলোগ্রাম সোনা 22 ক্যারেটের ৷ বাকি 0.491 কিলোগ্রাম সোনা 24 ক্যারেটের ৷ সব মিলিয়ে যার দাম প্রায় 7 কোটি 89 লক্ষ 43 হাজার 544 টাকা ৷ তথ্য বলছে, ইদানীংকালে হায়দরাবাদ শুল্ক দফতরের গোয়েন্দা আধিকারিকরা যত সোনা উদ্ধার করেছেন, তার মধ্যে বিমানবন্দরের এই অভিযান অন্যতম সফল অভিযান ৷ কারণ, এই অভিযানে উদ্ধার হওয়া সোনার পরিমাণ অন্যান্য অভিযানের তুলনায় অনেকটাই বেশি ৷ ঘটনার তদন্ত চলছে ৷