ETV Bharat / bharat

Road Accident Prevention: ঘুম পাচ্ছে ? কর্ণাটকের এক ছাত্রী তৈরি করেছে ঘুম তাড়ানার যন্ত্র - চালক ঘুমিয়ে পড়েন

ঘুম আসে অনিচ্ছাকৃতভাবেই ৷ এদিকে একটুর জন্য চোখ বন্ধ করলেই বিপদ ৷ তার জন্য গাড়িচালককেই দায়ী করা হয় ৷ এই ঘুম আটকাতে এই যন্ত্র তৈরি করে ফেলেছে কর্ণাটকের এক ছাত্রী ৷

ETV Bharat
রাবিয়ার তৈরি ঘুম তাড়ানো চশমা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 6:09 PM IST

কর্ণাটকের এক ছাত্রী তৈরি করেছে ঘুম তাড়ানার যন্ত্র

হুব্বালি (কর্ণাটক), 21 অক্টোবর: আজব চশমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে পড়ুয়া ৷ গাড়ি চালাতে চালাতে অনেক সময়ই চালক ঘুমিয়ে পড়েন ৷ আর তাতেই মুহূর্তের মধ্যে বড়সড়ো দুর্ঘটনা ঘটে যায় ৷ কিন্তু এমন কোনও যন্ত্র যদি থাকে, যে ঘুমোতেই দেবে না ? হ্যাঁ, তেমনটাই করে ফেলেছে কর্ণাটকের হুব্বালির পড়ুয়া রাবিয়া ফারুকি ৷

সে একটা যন্ত্র বানিয়েছে ৷ এই যন্ত্রটি চশমার সঙ্গে লাগানো থাকে ৷ ঘুম পেলে চোখের পাতা বন্ধ হয়ে এলেই বেজে উঠবে অ্যালার্ম ৷ এক নিমেষে কেটে যাবে ঘুম ৷ ঢুললেও আবার জেগে উঠবেন গাড়িচালক ৷ তবে গাড়ি চালানো ছাড়াও এই চশমা পরে রাত জেগে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা ৷ রাতভর কাজ করতে সুবিধে হবে ৷

রাবিয়া বিজ্ঞান বিভাগে পিইউসি প্রথম বর্ষের ছাত্রী ৷ তার তৈরি যন্ত্রের নাম 'অ্যান্টি-স্লিপ ড্রাউসিনেস প্রিভেনটার মেশিন ডিটেকশন ট্রান্সপারেন্ট গুগলস' ৷ এর দু'পাশে দু'টি ব্যাটারি লাগানো থাকে ৷ সেগুলি রিচার্জ করা যায় ৷ এর সঙ্গে এসআইবি বাজার, আইআর সেন্সর লাগানো থাকে ৷

রাবিয়া বলে, "গাড়ি চালানোর সময় চোখ বন্ধ হয়ে আসতে পারে ৷ এই চশমা পরে থাকা অবস্থায় চোখ বুজে এলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে ৷ গাড়িচালককে সচেতন করে দেবে ৷" ছাত্রী আরও জানিয়েছে, এই চশমা তৈরি করতে 400-500 টাকা খরচ হয়েছে ৷ এই চশমা পরলে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করে ছাত্রী ৷

এই অভিনব যন্ত্র দেখিয়েই ইনস্পায়ার অ্যাওয়ার্ড পুরস্কারও পেয়েছে রাবিয়া ৷ জাতীয় স্তরে সবচেয়ে ভালো মডেলগুলির মধ্যে অন্যতম তার মডেল ৷ আন্তর্জাতিক স্তরের বিজ্ঞানের প্রদর্শনীতেও তার তৈরি এই মডেলটি জায়গা করে নিয়েছে ৷

তবে এমন একটা যন্ত্র তৈরির ভাবনা এল কোথা থেকে ? এর নেপথ্যে রয়েছে একটা দুর্ঘটনা ৷ রাবিয়া পরিবারের সঙ্গে উটিতে বেড়াতে গিয়েছিল ৷ সেখানে একটি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় তারা ৷ গাড়িচালক ঘুমিয়ে পড়ার ফলেই এমন দুর্ঘটনা ঘটে ৷ তারপরই রাবিয়া ঠিক করে ফেলে, অনিচ্ছাকৃত ঘুম আসতেই পারে ৷ তাকে ঠেকানোর ব্য়বস্থা করতে হবে ৷ এই অনুপ্রেরণা থেকেই রাবিয়ার এই যন্ত্র উদ্ভাবন ৷ রাবিয়া চায় হেলমেট যেমন আবশ্যক, তেমনই এই যন্ত্র লাগানো চশমা পরাও আবশ্যক করা হোক দেশে ৷ কমবে দুর্ঘটনা, আত্মবিশ্বাসী ছাত্রী রাবিয়া ৷

আরও পড়ুন: পায়ে পায়েই চার্জ হবে মোবাইল! 'স্মার্ট শু' বানিয়ে চমক চন্দননগরের সৌভিকের

কর্ণাটকের এক ছাত্রী তৈরি করেছে ঘুম তাড়ানার যন্ত্র

হুব্বালি (কর্ণাটক), 21 অক্টোবর: আজব চশমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে পড়ুয়া ৷ গাড়ি চালাতে চালাতে অনেক সময়ই চালক ঘুমিয়ে পড়েন ৷ আর তাতেই মুহূর্তের মধ্যে বড়সড়ো দুর্ঘটনা ঘটে যায় ৷ কিন্তু এমন কোনও যন্ত্র যদি থাকে, যে ঘুমোতেই দেবে না ? হ্যাঁ, তেমনটাই করে ফেলেছে কর্ণাটকের হুব্বালির পড়ুয়া রাবিয়া ফারুকি ৷

সে একটা যন্ত্র বানিয়েছে ৷ এই যন্ত্রটি চশমার সঙ্গে লাগানো থাকে ৷ ঘুম পেলে চোখের পাতা বন্ধ হয়ে এলেই বেজে উঠবে অ্যালার্ম ৷ এক নিমেষে কেটে যাবে ঘুম ৷ ঢুললেও আবার জেগে উঠবেন গাড়িচালক ৷ তবে গাড়ি চালানো ছাড়াও এই চশমা পরে রাত জেগে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা ৷ রাতভর কাজ করতে সুবিধে হবে ৷

রাবিয়া বিজ্ঞান বিভাগে পিইউসি প্রথম বর্ষের ছাত্রী ৷ তার তৈরি যন্ত্রের নাম 'অ্যান্টি-স্লিপ ড্রাউসিনেস প্রিভেনটার মেশিন ডিটেকশন ট্রান্সপারেন্ট গুগলস' ৷ এর দু'পাশে দু'টি ব্যাটারি লাগানো থাকে ৷ সেগুলি রিচার্জ করা যায় ৷ এর সঙ্গে এসআইবি বাজার, আইআর সেন্সর লাগানো থাকে ৷

রাবিয়া বলে, "গাড়ি চালানোর সময় চোখ বন্ধ হয়ে আসতে পারে ৷ এই চশমা পরে থাকা অবস্থায় চোখ বুজে এলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে ৷ গাড়িচালককে সচেতন করে দেবে ৷" ছাত্রী আরও জানিয়েছে, এই চশমা তৈরি করতে 400-500 টাকা খরচ হয়েছে ৷ এই চশমা পরলে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করে ছাত্রী ৷

এই অভিনব যন্ত্র দেখিয়েই ইনস্পায়ার অ্যাওয়ার্ড পুরস্কারও পেয়েছে রাবিয়া ৷ জাতীয় স্তরে সবচেয়ে ভালো মডেলগুলির মধ্যে অন্যতম তার মডেল ৷ আন্তর্জাতিক স্তরের বিজ্ঞানের প্রদর্শনীতেও তার তৈরি এই মডেলটি জায়গা করে নিয়েছে ৷

তবে এমন একটা যন্ত্র তৈরির ভাবনা এল কোথা থেকে ? এর নেপথ্যে রয়েছে একটা দুর্ঘটনা ৷ রাবিয়া পরিবারের সঙ্গে উটিতে বেড়াতে গিয়েছিল ৷ সেখানে একটি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় তারা ৷ গাড়িচালক ঘুমিয়ে পড়ার ফলেই এমন দুর্ঘটনা ঘটে ৷ তারপরই রাবিয়া ঠিক করে ফেলে, অনিচ্ছাকৃত ঘুম আসতেই পারে ৷ তাকে ঠেকানোর ব্য়বস্থা করতে হবে ৷ এই অনুপ্রেরণা থেকেই রাবিয়ার এই যন্ত্র উদ্ভাবন ৷ রাবিয়া চায় হেলমেট যেমন আবশ্যক, তেমনই এই যন্ত্র লাগানো চশমা পরাও আবশ্যক করা হোক দেশে ৷ কমবে দুর্ঘটনা, আত্মবিশ্বাসী ছাত্রী রাবিয়া ৷

আরও পড়ুন: পায়ে পায়েই চার্জ হবে মোবাইল! 'স্মার্ট শু' বানিয়ে চমক চন্দননগরের সৌভিকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.