নয়াদিল্লি, 8 ডিসেম্বর: হিমাচল প্রদেশে জয় প্রায় নিশ্চিত হওয়ায় সেখানে এ বার সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দেবে কংগ্রেস (HP Assembly Poll Result 2022)। দলের মুখপাত্র পবন খেরা ইটিভি ভারতকে এ কথা জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমরা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব । এই জয় প্রত্যাশিতই ছিল ৷"
পার্বত্য রাজ্যের জন্য কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের মুখ কে (Dilemma over CM Candidate)? এই প্রশ্ন করা হলে খেরা বলেন যে, দলের নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত নেবে । কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেশ কয়েকটি নাম রয়েছে যা অবশ্যই দলের নেতৃত্বকে কঠিন পরিস্থিতির মুখোমুখি ফেলে দেবে বলে মত তাঁর ৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পাঁচটি নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দলীয় নেতৃত্ব (Congress CM face for Himachal)। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিভা সিং, সুখবিন্দর সিং সুখু, মুকেশ অগ্নিহোত্রী, ঠাকুর কৌল সিং এবং আশা কুমারী । খারের কথায়, "যখন আপনার একাধিক মুখ্যমন্ত্রী পদের প্রার্থী থাকে, এটা গণতন্ত্রের পক্ষে একটি ভালো লক্ষণ ৷" তাঁর মতে, "হিমাচল প্রদেশে জয় অবশ্যই আসন্ন নির্বাচনে আমাদের কর্মী এবং সমস্ত নেতাদের উত্সাহিত করবে ৷"
আরও পড়ুন: জনতার রায়ে এগিয়ে থেকেও বিজেপির 'ঘোড়া কেনাবেচা'র আশংকা ভাবাচ্ছে কংগ্রেসকে
হিমাচলের জয়ী আসন সংখ্যা স্বাচ্ছন্দ্যময় বলে মনে হলেও বিজেপি বিজয়ী প্রার্থীদের কেনার চেষ্টা করতে পারে বলে আশংকা রয়েছে কংগ্রেসের ৷ সেই কারণে নবনির্বাচিত বিধায়কদের সুরক্ষিত করার জন্য এআইসিসির শীর্ষ কর্মকর্তাদের তৎপর হতে বলা হয়েছে । সূত্রের মতে, হিমাচল প্রদেশের এআইসিসি ইনচার্জ রাজীব শুক্লা, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা হিমাচলে এআইসিসি-র পর্যবেক্ষক ভূপেশ বাঘেল এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডাকে নির্বাচিত বিধায়কদের নিরাপত্তার জন্য সিমলা পৌঁছতে বলা হয়েছে ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এআইসিসি-র এক শীর্ষ নেতা জানিয়েছেন, "আমরা বিধায়কদের রাজ্যের বাইরে নাও নিতে পারি ৷ তবে তাঁদের সুরক্ষিত করার জন্য আমাদের পদক্ষেপ করা দরকার । সবাই জানে বিজেপি কীভাবে তার নোংরা কৌশল খেলে ৷" শেষ পাওয়া খবরে, কংগ্রেস 68টি আসনের মধ্যে 40টিতে এগিয়ে রয়েছে -- যা হিমাচলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় অর্ধেক সংখ্যক আসনের উপরে ৷ বিজেপি এগিয়ে রয়েছে 24টিতে ৷
হিমাচলে জয় পাওয়াটা কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ গুজরাতের যা ট্রেন্ড তাতে গেরুয়া শিবিরেরই সেখানে ক্ষমতায় ফেরার পূর্বাভাস মিলেছে ৷ পশ্চিমের এই রাজ্যে 27 বছর ধরে ক্ষমতায় থাকার পর এ বার রেকর্ড জয়ের দিয়ে এগোচ্ছে নরেন্দ্র মোদির দল ৷