নয়াদিল্লি, 4 জানুয়ারি : প্রায় 70 গুণ বেশি দ্রুত মানুষের শরীরের শ্বাসযন্ত্রের কোষে সংক্রমিত হচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন (How heavily mutated Omicron variant is spreading so fast) ৷ এমনটাই জানিয়েছেন হংকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ৷ তাঁর মতে, সংক্রমণের 48 ঘণ্টার মধ্যে ওমিক্রনের জীবাণু অনেক দ্রুত শরীরের কোষগুলিতে ছড়িয়ে পড়ে ৷ যা ডেলটার তুলনায় অনেক দ্রুত (Omicron Variant Spreading 70 Times Faster Than Delta) ৷
ওই গবেষকের দেওয়া তথ্যে বলা হয়েছে, সংক্রমণের পর কোষের ভিতরে প্রবেশ করে ওমিক্রনের মিউটেশন এবং তার বৃদ্ধির হার অনেক বেশি ৷ তবে, এটি ডেলটার মতো ভয়াবহ নয় ৷ কারণ ওমিক্রনের জীবাণু ফুসফুসের বিশেষ ক্ষতি করতে পারছে না ৷ এই গবেষণা করা হয়েছিল মার্কিন এবং জাপানের বিজ্ঞানীদের দিয়ে ৷ হ্যামস্টার এবং ইঁদুরদের শরীরে এই পরীক্ষা করা হয় ৷ যেখানে দেখা গিয়েছে, ওমিক্রন আক্রান্ত হ্যামস্টার এবং ইঁদুরগুলির শরীরে তেমন প্রভাব ফেলেনি জীবাণু ৷ এমনকি তাঁদের ওজনের কোনও তারতম্য আসেনি ও মৃত্যুর সংখ্যাও খুবই কম ৷ পুরো রিপোর্টটিই তৈরি করা হয়েছে করোনার ডেলটা প্রজাতির সঙ্গে তুলনা করে ৷
আরও পড়ুন : New COVID Cases in US : আমেরিকায় 24 ঘণ্টায় করোনা সংক্রমণ 10 লক্ষ ছাড়াল
ওই গবেষণায় বলা হয়েছে, ওমিক্রন প্রজাতির করোনার জীবাণু স্পাইক প্রোটিনের মধ্যে 36 বার চার চরিত্র বদল করে ৷ যাতে তার উপর টিকার কোনও প্রভাব না পড়ে ৷ পাশাপাশি সম্প্রতি ম্যাসাচুসেট জেনারেল হাসপাতাল, হাভার্ড এবং এমআইটিতে একটি গবেষণা হয় ৷ যেখানে মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং ফাইজারের টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের রক্তের নমুনা নিয়ে অ্যান্টিবডি পরীক্ষা করা হয় ৷ তবে, তাঁরা ওমিক্রনের সমজাতীয় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৷ যাকে ছদ্ম ভাইরাসও বলা হচ্ছে ৷ তবে, ওই পরীক্ষার রিপোর্ট এখনও আসা বাকি রয়েছে ৷