ETV Bharat / bharat

সিল্কিয়ারা টানেলে 10 দিন! সোমবার রাতে গরম খিচুড়ি-ডাল পেলেন আটকে থাকা শ্রমিকরা - Uttarkashi Silkyara Tunnel Collapse

Uttarkashi Tunnel Collapse: টানেলের ধ্বংসস্তূপের মধ্য়ে দিয়ে বসল 6 ইঞ্চি ব্যাসের পাইপ ৷ শ্রমিকরা পেলেন গরম খিচুড়ি, ডাল ৷ ভারতীয় বায়ুসেনার বিমানে উত্তরকাশীর সিল্কিয়ারাতে পৌঁছল 36 টনের যন্ত্রপাতি ৷

ETV Bharat
উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ধস নেমে আটক 41 জন শ্রমিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 7:32 AM IST

উত্তরকাশী, 21 নভেম্বর: গরম খিচুড়ি, ডাল পাঠানো হল আটকে থাকা শ্রমিকদের কাছে ৷ সোমবার রাতে উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেলের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে 6 ইঞ্চি ব্যাস ও 57 মিটার দীর্ঘ একটি পাইপ বসানো হয় ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই বিষয়টি সোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন ৷

উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানিয়েছেন, ওই পাইপলাইনের মধ্যে দিয়ে কোনও তার শ্রমিকদের কাছে পৌঁছনো যায় কি না, তা দেখা হচ্ছে ৷ এই তার পাঠানো সম্ভব হলে, তাঁদের অবস্থা সরাসরি সম্প্রচার করা সম্ভব হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন ৷ তিনি নির্দেশ দিয়েছেন, ওই আটকে থাকা শ্রমিকদের দিকে খেয়াল রাখতে হবে ৷ তাঁদের মনোবল যেন কোনওভাবে ভেঙে না পড়ে ৷

  • Uttarkashi Tunnel rescue | "As part of the ongoing rescue operation to rescue workers trapped inside the tunnel under construction in Silkyara, Uttarkashi, a 6-inch diameter pipeline has been successfully laid across the debris. Now through this, food items, medicines and other… pic.twitter.com/JnxALiTXJ5

    — ANI (@ANI) November 20, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরকাশী, 21 নভেম্বর: গরম খিচুড়ি, ডাল পাঠানো হল আটকে থাকা শ্রমিকদের কাছে ৷ সোমবার রাতে উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেলের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে 6 ইঞ্চি ব্যাস ও 57 মিটার দীর্ঘ একটি পাইপ বসানো হয় ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই বিষয়টি সোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন ৷

উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানিয়েছেন, ওই পাইপলাইনের মধ্যে দিয়ে কোনও তার শ্রমিকদের কাছে পৌঁছনো যায় কি না, তা দেখা হচ্ছে ৷ এই তার পাঠানো সম্ভব হলে, তাঁদের অবস্থা সরাসরি সম্প্রচার করা সম্ভব হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন ৷ তিনি নির্দেশ দিয়েছেন, ওই আটকে থাকা শ্রমিকদের দিকে খেয়াল রাখতে হবে ৷ তাঁদের মনোবল যেন কোনওভাবে ভেঙে না পড়ে ৷

  • Uttarkashi Tunnel rescue | "As part of the ongoing rescue operation to rescue workers trapped inside the tunnel under construction in Silkyara, Uttarkashi, a 6-inch diameter pipeline has been successfully laid across the debris. Now through this, food items, medicines and other… pic.twitter.com/JnxALiTXJ5

    — ANI (@ANI) November 20, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাতে তিনি জানিয়েছেন, এই পাইপের মধ্যে দিয়ে খাবার, ওষুধ এবং অন্য প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে ৷ মুখ্যমন্ত্রী ধামী লেখেন, "আমরা যুদ্ধকালীন তৎপরতায় ওই কর্মীদের বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷" সোমবার রাতেই প্রথম এই পাইপের মাধ্য়মে শ্রমিকদের কাছে গরম খাবার পৌঁছেছে ৷ এর আগে 4 ইঞ্চির একটি পাইপের মাধ্যমে অক্সিজেন, শুকনো খাবারদাবার, ওষুধ পাঠানো হচ্ছিল ৷

ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন লিমিটেড বা এনএইচআইডিসিএল-এর ডিরেক্টর অংশু মনীষ খালকো এই 6 ইঞ্চির পাইপ বসানোর ঘটনাকে উদ্ধারকার্যের প্রথম সাফল্য বলে উল্লেখ করেছেন ৷ তিনি বলেন, "আমরা ধ্বংসস্তূপের অন্য প্রান্তে থাকা শ্রমিকদের কাছে পাইপটি পাঠিয়েছি ৷ এতে আটকে থাকা শ্রমিকরা আমাদের কথা শুনতে পারবেন, আমরা যে আছি, তা অনুভব করতে পারবেন ৷" ওই শ্রমিকদের অন্য কোনওভাবে বের করা যায় কি না, তা দেখতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও থেকে ড্রোন, রোবট আনা হয়েছে ৷

  • #IAF assistance for the rescue operations at Uttarkashi continues unabated.

    Employing a C-17 and two C-130 J aircraft, the IAF airlifted another 36 tonnes of critical equipment today.

    IAF #HADROps will continue until all the equipment is delivered. pic.twitter.com/Dje5fQFtq2

    — Indian Air Force (@IAF_MCC) November 20, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর মধ্যে ভারতীয় বায়ুসেনার দু'টি বিমানের সাহায্যে 36 টন ওজনের জটিল যন্ত্রপাতি পৌঁছেছে উত্তরকাশীর নির্মীয়মান টানেলের কাছে ৷ সোমবার ভারতীয় বায়ুসেনা সোশাল মিডিয়ায় জানায়, "উত্তরকাশীতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার অভিযানে আইএএফ নিরন্তর সাহায্য করে যাচ্ছে ৷ সি-17 ও সি-130জে এয়ারক্রাফ্ট বিমান দু'টিকে এই কাজে নিযুক্ত করা হয়েছে ৷ আজ আবারও 36 টনের যন্ত্রপাতি উড়িয়ে নিয়ে গিয়েছে ভারতীয় বায়ু সেনা ৷ যতক্ষণ না পর্যন্ত এই যন্ত্রপাতি পৌঁছনোর কাজ শেষ হচ্ছে, ততক্ষণ আইএএফ তা করে যাবে ৷"

সোমবারই ঘটনাস্থলে পৌঁছেছেন আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স ৷ তিনি জেনেভার ইন্টারন্যাশনাল টানেলিং এবং আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রধান ৷ গত 12 নভেম্বর, রবিবার উত্তরকাশীর নির্মীয়মান টানেলে ধস নামে ৷ সিল্কিয়ারায় একটি অংশ আচমকা ভেঙে পড়ে ৷ টানেলের মধ্যেই আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হলেও 10 দিন ধরে তাঁরা ওই ধ্বংসস্তূপের মধ্যেই আটকে রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. উত্তরকাশীর দুর্ঘটনাস্থলে আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স, শ্রমিকদের দ্রুত উদ্ধারে আশাবাদী তিনি
  2. আধুনির যন্ত্রপাতি ও কেন্দ্র-রাজ্য সমন্বয়ে শ্রমিকদের নিরাপদে উদ্ধার সম্ভব, আশা প্রধানমন্ত্রীর
  3. অষ্টম দিনেও উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে 41 জন শ্রমিক, ঘটনাস্থলে গেলেন নীতীন গড়কড়ি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.