উত্তরকাশী, 21 নভেম্বর: গরম খিচুড়ি, ডাল পাঠানো হল আটকে থাকা শ্রমিকদের কাছে ৷ সোমবার রাতে উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেলের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে 6 ইঞ্চি ব্যাস ও 57 মিটার দীর্ঘ একটি পাইপ বসানো হয় ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই বিষয়টি সোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন ৷
" class="align-text-top noRightClick twitterSection" data="উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানিয়েছেন, ওই পাইপলাইনের মধ্যে দিয়ে কোনও তার শ্রমিকদের কাছে পৌঁছনো যায় কি না, তা দেখা হচ্ছে ৷ এই তার পাঠানো সম্ভব হলে, তাঁদের অবস্থা সরাসরি সম্প্রচার করা সম্ভব হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন ৷ তিনি নির্দেশ দিয়েছেন, ওই আটকে থাকা শ্রমিকদের দিকে খেয়াল রাখতে হবে ৷ তাঁদের মনোবল যেন কোনওভাবে ভেঙে না পড়ে ৷
Uttarkashi Tunnel rescue | "As part of the ongoing rescue operation to rescue workers trapped inside the tunnel under construction in Silkyara, Uttarkashi, a 6-inch diameter pipeline has been successfully laid across the debris. Now through this, food items, medicines and other… pic.twitter.com/JnxALiTXJ5
— ANI (@ANI) November 20, 2023
">Uttarkashi Tunnel rescue | "As part of the ongoing rescue operation to rescue workers trapped inside the tunnel under construction in Silkyara, Uttarkashi, a 6-inch diameter pipeline has been successfully laid across the debris. Now through this, food items, medicines and other… pic.twitter.com/JnxALiTXJ5
— ANI (@ANI) November 20, 2023
Uttarkashi Tunnel rescue | "As part of the ongoing rescue operation to rescue workers trapped inside the tunnel under construction in Silkyara, Uttarkashi, a 6-inch diameter pipeline has been successfully laid across the debris. Now through this, food items, medicines and other… pic.twitter.com/JnxALiTXJ5
— ANI (@ANI) November 20, 2023