কোল্লাম (কেরল), 2 জুলাই: কেরলের হাসপাতালে কর্মীদের চরম অবহেলার নির্দশন ! অদল বদল হয়ে গেল দু'টি দেহ ৷ একজন বৃদ্ধের বদলে অন্যজনের মৃতদেহ তুলে দেওয়া হল তাঁর পরিবারের হাতে । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কোল্লামের কাদাক্কল তালুক হাসপাতালে । কাদাক্কল ভাচিকোনামের বাসিন্দা বৃদ্ধ বামদেবের (68) মৃত্যু হয়েছে ৷ তাঁর মৃতদেহ নিতে এসেছিল পরিবার ও আত্মীয়রা ৷ তবে তাঁর মৃতদেহের পরিবর্তে হাসপাতালের কর্মীরা অন্য একজন ব্যক্তির দেহ পরিবারের কাছে হস্তান্তর করে বলে অভিযোগ ।
সূত্রের খবর, পরে জানা যায় রাজেন্দ্রন নীলকন্দনের মৃতদেহ বৃদ্ধের পরিবারকে দেওয়া হয়েছে । শেষকৃত্যের জন্য দেহ বাড়িতে আনা হলে বামদেবের পরিবার বুঝতে পারেন যে মৃতদেহটি ওই বৃদ্ধের নয় । এরপরেই দেহ পরিবর্তনের বিষয়টি সামনে আসে । তারপর তারা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানকার কর্মীদের খবর দেয় ।
জানা গিয়েছে, এরপরেই দু'টি মৃতদেহকে যাচাই করা হয় এবং তারপরে বৃদ্ধের পরিবারের কাছে সঠিক দেহটি হস্তান্তর করা হয়েছে ৷ একবার ভুল হওয়ায় তারা বাড়ি নিয়ে যাওয়ার আগে দেখে নেন ওই দেহ বৃদ্ধের কি না ৷ সেটি যাচাই করে নেওয়ার পরই পরিবার সঠিক দেহ নিয়ে বাড়ি ফিরে যায় ৷ তারপরেই বামদেবের শেষকৃত্য সম্পন্ন হয় । এই ঘটনায় হাসপাতালকে কাঠগড়ায় তুলেছে বৃদ্ধের পরিবার ৷
আরও পড়ুন: করোনায় মৃতের দেহবদল, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল
হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের কর্মীরা পরিবারকে দেখানোর পরও সেই ভুল দেহটি তাদের হাতে তুলে দেয় । জানা গিয়েছে, বৃদ্ধ দীর্ঘদিন ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন ৷ যার জেরে তাঁর শরীরে অনেক পরিবর্তন এসেছিল ৷ ফলে বৃ্দ্ধের পরিবারই সঠিকভাবে দেহটি সনাক্ত করতে পারেনি । তার জেরেই গোলটা বাধে ৷ ভুল দেহ চলে যায় পরিবারের কাছে ৷ মৃতদেহের অদল-বদল সম্পর্কে জানতে পেরে রাজ্যের স্বাস্থ্য বিভাগ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে ।