ETV Bharat / bharat

Bikaner Accident : বিকানেরে পথ দুর্ঘটনা, মৃত 11

author img

By

Published : Aug 31, 2021, 10:41 AM IST

বিকানের-যোধপুর মহাসড়কের নোখা নাগরের মাঝে অবস্থিত শ্রী বালাজি গ্রামের কাছে একটি ক্রুজার গাড়ি ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মারা যান 8 জন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয় ৷

পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা

বিকানের, 31 অগস্ট : পথ দুর্ঘটনায় মৃত্যু হল 11 জনের ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে বিকানেরের নোখা এবং নাগৌর জেলার শ্রী বালাজি গ্রামের বালাজি থানা এলাকায় ৷

বিকানের-যোধপুর মহাসড়কের নোখা নাগরের মাঝে অবস্থিত শ্রী বালাজি গ্রামের কাছে একটি ক্রুজার গাড়ি ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মারা যান 8 জন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয় ৷

ঘটনাস্থলে পৌঁছে নোখা-নাগর থানার পুলিশ বাকি 7 জনকে গুরুতর আহত অবস্থায় নোখা ও বিকানের হাসপাতালে পাঠায় ৷ ক্রুজার গাড়িতে থাকা সকলেই মধ্যপ্রদেশের সজ্জনখেদভ দৌলতপুরের বাসিন্দা ৷

আরও পড়ুন : Gold Seized : গলানো সোনা জিন্সে লুকিয়ে পাচারের চেষ্টা, কন্নুর বিমানবন্দরে আটক 1

বিকানের, 31 অগস্ট : পথ দুর্ঘটনায় মৃত্যু হল 11 জনের ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে বিকানেরের নোখা এবং নাগৌর জেলার শ্রী বালাজি গ্রামের বালাজি থানা এলাকায় ৷

বিকানের-যোধপুর মহাসড়কের নোখা নাগরের মাঝে অবস্থিত শ্রী বালাজি গ্রামের কাছে একটি ক্রুজার গাড়ি ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মারা যান 8 জন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয় ৷

ঘটনাস্থলে পৌঁছে নোখা-নাগর থানার পুলিশ বাকি 7 জনকে গুরুতর আহত অবস্থায় নোখা ও বিকানের হাসপাতালে পাঠায় ৷ ক্রুজার গাড়িতে থাকা সকলেই মধ্যপ্রদেশের সজ্জনখেদভ দৌলতপুরের বাসিন্দা ৷

আরও পড়ুন : Gold Seized : গলানো সোনা জিন্সে লুকিয়ে পাচারের চেষ্টা, কন্নুর বিমানবন্দরে আটক 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.