ETV Bharat / bharat

Korba Crime News: বিমানে ভিন রাজ্যে পৌঁছে স্ক্রু ড্রাইভার দিয়ে খুন তরুণীকে

স্ক্রু ড্রাইভার দিয়ে বার বার আঘাত করে তরুণীকে খুন করা হল ছত্তিশগড়ের কোরবায় (Girl Murderd with Screwdriver in Korba) ৷ অনুমান, ত্রিকোণ প্রেমের জেরই খুন ৷ অভিযুক্ত পলাতক ৷ শুধু তাই নয়, তদন্তকারীদের অনুমান রীতিমতো বিমানে অন্য রাজ্য থেকে এসে খুন করেছে আততায়ী ।

Korba Crime News
ছত্তিশগড়ের কোরবায় তরুণীকে কুপিয়ে খুন
author img

By

Published : Dec 28, 2022, 8:25 AM IST

কোরবা (ছত্তিশগড়), 28 ডিসেম্বর: ত্রিকোণ প্রেমের জেরে এক তরুণীকে স্ক্রু ড্রাইভার দিয়ে অসংখ্যবার আঘাত করে খুন করার অভিযোগ উঠল ছত্তিশগড়ের কোরবায় (Girl Murderd with Screwdriver in Korba) ৷ মৃতের নাম নীলকুসুম পান্না (20) ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়েছে । আঘাতের ধরণ থেকে পুলিশের ধারনা স্কু ড্রাইভার জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে শাহবাজ খান নামে এক ব্যক্তির আহমেদাবাদ থেকে রায়পুর যাওয়ার বিমান টিকিট। রায়পুর থেকে বিলাসপুর যাওয়ার বাসের টিকিট এবং অন্যান্য জিনিসপত্রও মিলেছে । তবে খুনে ব্যবহৃত অস্ত্র এখনও পাওয়া যায়নি । অভিযুক্ত শাহবাজ খানও পলাতক ৷

জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ঘটনার দিন নীলকুসুম পান্না নামে ওই তরুণী বাড়িতে একা ছিলেন ৷ তার বাবা, মা এবং ভাই-সহ পরিবারের বাকি সদস্যরা বাইরে গিয়েছিলেন । তাঁরা কোরবায় সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পাম্প হাউস কলোনিতে থাকতেন । নিহতের ভাই বিকেলে বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে কোনও শব্দ না পাওয়ায় বাড়ির পেছন থেকে বাড়ির ভিতরে ঢােকে ৷ এরপর দেখতে পায় বোন নীলকুসুমের মৃতদেহ ঘরের ভিতরে মাটিতে পড়ে ।

নিহতের পরিবার জানিয়েছে, প্রায় তিন বছর আগে শাহবাজ যশপুর থেকে কোরবাগামী একটি যাত্রীবাহী বাসের কন্ডাক্টর ছিলেন । নীলকুসুম মদনপুরের একটি মিশনারি স্কুলে লেখাপড়া করে । সেখানেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে সে । বাসে করে কোরবা ও মদনপুরের মধ্যে যাতায়াত করত ৷ শাহবাজ যে বাসে কন্ডাক্টর ছিল সেই বাসেই নীলকুসুম স্কুলে যেত । এরপরই ধীরে ধীরে শাহবাজ ও নীলকুসুমের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ৷ পরে সম্পর্ক খারাপ হয় ৷

তাঁরা আরও জানান, নীলকুসুম শাহবাজের সঙ্গে কথা বলতে চাইত না । এ নিয়ে দু'জনের মধ্যে কিছু তর্কাতর্কিও হয়েছিল এবং তিন দিন আগে শাহবাজ তাকে ফোনে হুমকি দেয় । নিহতের ভাই জানায়, শাহবাজ লাগাতার নীলকুসুমকে বিরক্ত করত ৷ এখন এই হত্যাকাণ্ডের পিছনে শাহবাজের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ । কিন্তু যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে তদন্তকারীদের মনে কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে । তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন এই যে, খুনি নিজের সম্পর্কে এত প্রমাণ রেখে গেল কেন ? তাহলেই কি এর নেপথ্যে আছে অন্য কোনও অঙ্ক ? তদন্তকারীদের একটি অংশের অনুমান, ঘটনার নেপথ্যে ত্রিকোণ প্রেমের কোনও সমীকরণ থেকে থাকতে পারে (love Triangle Case in Korba) ৷

আরও পড়ুন: মদে না, রড দিয়ে স্ত্রীকে 'খুন' করে থানায় আত্মসমর্পণ গুণধর স্বামীর

খুনের রহস্য উন্মোচন করতে পুলিশ ডগ স্কোয়াড ও ফরেনসিক দলের সহায়তা নিচ্ছে । তদন্তের স্বার্থে পুলিশ দুই থেকে তিনটি টিম গঠন করেছে । সব দলই নিজ নিজ স্তরে ঘটনার তদন্ত করছে । অতিরিক্ত এসপি অভিষেক ভার্মা বলেন, "বিষয়টি তদন্তের জন্য আমরা 4টি দল গঠন করেছি । তদন্ত চলছে । খুনের ঘটনায় শাহবাজ খানের ভূমিকা, বিমানের টিকিটসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে । শীঘ্রই বিষয়টি জানা যাবে ।"

কোরবা (ছত্তিশগড়), 28 ডিসেম্বর: ত্রিকোণ প্রেমের জেরে এক তরুণীকে স্ক্রু ড্রাইভার দিয়ে অসংখ্যবার আঘাত করে খুন করার অভিযোগ উঠল ছত্তিশগড়ের কোরবায় (Girl Murderd with Screwdriver in Korba) ৷ মৃতের নাম নীলকুসুম পান্না (20) ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়েছে । আঘাতের ধরণ থেকে পুলিশের ধারনা স্কু ড্রাইভার জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে শাহবাজ খান নামে এক ব্যক্তির আহমেদাবাদ থেকে রায়পুর যাওয়ার বিমান টিকিট। রায়পুর থেকে বিলাসপুর যাওয়ার বাসের টিকিট এবং অন্যান্য জিনিসপত্রও মিলেছে । তবে খুনে ব্যবহৃত অস্ত্র এখনও পাওয়া যায়নি । অভিযুক্ত শাহবাজ খানও পলাতক ৷

জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ঘটনার দিন নীলকুসুম পান্না নামে ওই তরুণী বাড়িতে একা ছিলেন ৷ তার বাবা, মা এবং ভাই-সহ পরিবারের বাকি সদস্যরা বাইরে গিয়েছিলেন । তাঁরা কোরবায় সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পাম্প হাউস কলোনিতে থাকতেন । নিহতের ভাই বিকেলে বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে কোনও শব্দ না পাওয়ায় বাড়ির পেছন থেকে বাড়ির ভিতরে ঢােকে ৷ এরপর দেখতে পায় বোন নীলকুসুমের মৃতদেহ ঘরের ভিতরে মাটিতে পড়ে ।

নিহতের পরিবার জানিয়েছে, প্রায় তিন বছর আগে শাহবাজ যশপুর থেকে কোরবাগামী একটি যাত্রীবাহী বাসের কন্ডাক্টর ছিলেন । নীলকুসুম মদনপুরের একটি মিশনারি স্কুলে লেখাপড়া করে । সেখানেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে সে । বাসে করে কোরবা ও মদনপুরের মধ্যে যাতায়াত করত ৷ শাহবাজ যে বাসে কন্ডাক্টর ছিল সেই বাসেই নীলকুসুম স্কুলে যেত । এরপরই ধীরে ধীরে শাহবাজ ও নীলকুসুমের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ৷ পরে সম্পর্ক খারাপ হয় ৷

তাঁরা আরও জানান, নীলকুসুম শাহবাজের সঙ্গে কথা বলতে চাইত না । এ নিয়ে দু'জনের মধ্যে কিছু তর্কাতর্কিও হয়েছিল এবং তিন দিন আগে শাহবাজ তাকে ফোনে হুমকি দেয় । নিহতের ভাই জানায়, শাহবাজ লাগাতার নীলকুসুমকে বিরক্ত করত ৷ এখন এই হত্যাকাণ্ডের পিছনে শাহবাজের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ । কিন্তু যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে তদন্তকারীদের মনে কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে । তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন এই যে, খুনি নিজের সম্পর্কে এত প্রমাণ রেখে গেল কেন ? তাহলেই কি এর নেপথ্যে আছে অন্য কোনও অঙ্ক ? তদন্তকারীদের একটি অংশের অনুমান, ঘটনার নেপথ্যে ত্রিকোণ প্রেমের কোনও সমীকরণ থেকে থাকতে পারে (love Triangle Case in Korba) ৷

আরও পড়ুন: মদে না, রড দিয়ে স্ত্রীকে 'খুন' করে থানায় আত্মসমর্পণ গুণধর স্বামীর

খুনের রহস্য উন্মোচন করতে পুলিশ ডগ স্কোয়াড ও ফরেনসিক দলের সহায়তা নিচ্ছে । তদন্তের স্বার্থে পুলিশ দুই থেকে তিনটি টিম গঠন করেছে । সব দলই নিজ নিজ স্তরে ঘটনার তদন্ত করছে । অতিরিক্ত এসপি অভিষেক ভার্মা বলেন, "বিষয়টি তদন্তের জন্য আমরা 4টি দল গঠন করেছি । তদন্ত চলছে । খুনের ঘটনায় শাহবাজ খানের ভূমিকা, বিমানের টিকিটসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে । শীঘ্রই বিষয়টি জানা যাবে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.