ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে প্রেমিকার হাতে খুন বাঙালি যুবক - প্রেমিক

উত্তরপ্রদেশের নৃশংসভাবে খুন বাঙালি যুবক ৷ অভিযোগ, তাঁর বাঙালি প্রেমিকাই তাঁকে খুন করেছে ৷ ঘটনায় জড়িত আরও দুই তরুণ ৷ তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷

Horrific murder in Bellary: Girlfriend involved in murder of lover!
উত্তরপ্রদেশে প্রেমিকার হাতে খুন বাঙালি যুবক
author img

By

Published : Mar 24, 2021, 6:46 PM IST

বরেলি, 24 মার্চ : উত্তরপ্রদেশে বাঙালি প্রেমিকার হাতে খুন হলেন বাঙালি প্রেমিক ৷ বাড়িতেই উদ্ধার হল আশিস দে-র (30) বীভৎস মৃতদেহ ৷ ঘটনাটি ঘটেছে বরেলির থোরানাগাল্লুর বাবানগরে ৷

স্থানীয় সূত্রে খবর, যে মেয়েটির সঙ্গে আশিসের সম্পর্ক ছিল, সেও আদতে পশ্চিমবঙ্গের মানুষ ৷ তবে কী কারণে ওই তরুণকে নিজের জীবন খোয়াতে হল, তা এখনও স্পষ্ট নয় ৷ যদিও ইতিমধ্যেই এই ঘটনায় থোরানাগাল্লু পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ শুরু হয়েছে তদন্তের কাজ ৷

প্রতিবেশীরা জানিয়েছেন, শেষ তিনদিন ধরে আশিসের সঙ্গে তাঁর বাবানগরের বাড়িতেই থাকছিল অভিযুক্ত তরুণী ৷ প্রেমিক-প্রেমিকার মধ্যে ঝামেলা চলছিল ৷ তার জেরেই মেয়েটি তার প্রেমিককে খুন করে বলে অভিযোগ ৷ তার আগে আশিসকে ঘুমের ওষুধ খাওয়ায় সে ৷ দেওয়া হয় ঘুম পাড়ানি ইনজেকশন ৷

আরও পড়ুন : একই ব্য়ক্তির সঙ্গে প্রেম মা-মেয়ের, খুন দাদু

এরপর আশিস অচেতন হয়ে পড়লে তাঁর গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় ওই তরুণী ৷ পরে দেহটি টুকরো টুকরো করে কেটে ফেলা হয় ৷ পুলিশের দাবি, এই কুকীর্তিতে আশিসের প্রেমিকাকে সাহায্য করেছিল আরও দুই যুবক ৷ তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম মুত্তুস্বামী ও রমেশ ৷ পুলিশ সূত্রে খবর, রমেশ তাঁর প্রেমিকা ও এই দুই যুবকের সঙ্গেই বিভিন্ন হোটেলে কাজ করতেন ৷

বরেলি, 24 মার্চ : উত্তরপ্রদেশে বাঙালি প্রেমিকার হাতে খুন হলেন বাঙালি প্রেমিক ৷ বাড়িতেই উদ্ধার হল আশিস দে-র (30) বীভৎস মৃতদেহ ৷ ঘটনাটি ঘটেছে বরেলির থোরানাগাল্লুর বাবানগরে ৷

স্থানীয় সূত্রে খবর, যে মেয়েটির সঙ্গে আশিসের সম্পর্ক ছিল, সেও আদতে পশ্চিমবঙ্গের মানুষ ৷ তবে কী কারণে ওই তরুণকে নিজের জীবন খোয়াতে হল, তা এখনও স্পষ্ট নয় ৷ যদিও ইতিমধ্যেই এই ঘটনায় থোরানাগাল্লু পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ শুরু হয়েছে তদন্তের কাজ ৷

প্রতিবেশীরা জানিয়েছেন, শেষ তিনদিন ধরে আশিসের সঙ্গে তাঁর বাবানগরের বাড়িতেই থাকছিল অভিযুক্ত তরুণী ৷ প্রেমিক-প্রেমিকার মধ্যে ঝামেলা চলছিল ৷ তার জেরেই মেয়েটি তার প্রেমিককে খুন করে বলে অভিযোগ ৷ তার আগে আশিসকে ঘুমের ওষুধ খাওয়ায় সে ৷ দেওয়া হয় ঘুম পাড়ানি ইনজেকশন ৷

আরও পড়ুন : একই ব্য়ক্তির সঙ্গে প্রেম মা-মেয়ের, খুন দাদু

এরপর আশিস অচেতন হয়ে পড়লে তাঁর গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় ওই তরুণী ৷ পরে দেহটি টুকরো টুকরো করে কেটে ফেলা হয় ৷ পুলিশের দাবি, এই কুকীর্তিতে আশিসের প্রেমিকাকে সাহায্য করেছিল আরও দুই যুবক ৷ তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম মুত্তুস্বামী ও রমেশ ৷ পুলিশ সূত্রে খবর, রমেশ তাঁর প্রেমিকা ও এই দুই যুবকের সঙ্গেই বিভিন্ন হোটেলে কাজ করতেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.