ETV Bharat / bharat

আজকের দিনটা আনন্দে কাটবে মিথুনের, বাকিদের ভাগ্যে কী রয়েছে ? - কেমন কাটবে আজকের দিন

Todays Horoscope in Bengali: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে কারোর ভাগ্যে রয়েছে বিবাহের যোগও ৷ কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের দৈনিক রাশিফলে ৷

Etv Bharat
আজকের রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 6:00 AM IST

Updated : Nov 18, 2023, 7:12 AM IST

মেষ : আজকে আপনি কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য আনতে চাইবেন ৷ আপনার ছোট্ট সন্তানের গোমড়া মুখ হয়ত এই সিদ্ধান্ত নেওয়ার কারণ । কর্মক্ষেত্রে ব্যস্ত দিন কাটানোর পরে আপনি হয়ত মোনোপলি নিয়ে বসবেন ও আপনার সন্তানকে অর্থ সম্বন্ধে কিছু কিছু জিনিস শেখাবেন । অফিসে বেশি সময় কাজ করতে হওয়ার ফলে, আপনি হয়ত প্রেমের জন্য বেশি সময় পাচ্ছেন না । আপনার স্বাস্থ্য ভালো থাকবে ও আপনাকে যা যা সামলাতে হবে তার জন্য আপনি হয়ত খুবই প্রচেষ্টা করবেন ।

বৃষ : আজকে প্রেম আপনার দরজায় এসে কড়া নাড়বে । বিকেলের দিকে আপনার রসিকতাবোধ খুবই প্রখর থাকবে । দিনের দ্বিতীয় ভাগে আপনার স্বাস্থ্য ভালো থাকবে । আজ আপনার অর্থভাণ্ডারে একটু টান পড়বে, এর ফলে আপনি আপনার আর্থিক অবস্থান নিয়ে একটু অস্বস্তিতে পড়বেন ও নতুন সুযোগ খুঁজতে বাধ্য হবেন । আপনার অস্থির মন আজকে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ।

মিথুন : আজকের দিনটি খুশি ও আনন্দে ভরা থাকবে । আপনার প্রেমজীবন একদম আদর্শ কাটবে আজ । লোকজন আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হতে পারে ও তার প্রভাব আপনার শক্তির উপর পড়তে পারে । তুচ্ছ মন্তব্যে বিব্রত না হওয়ার চেষ্টা করুন । আজকে আপনাকে সজাগ থাকতে হবে, নতুবা রুটিন কাজে আপনার অনেক সময় নষ্ট হবে । আরও চ্যালেঞ্জিং কাজ হাতে নেওয়ার জন্য আপনার অনুপ্রেরণার প্রয়োজন হবে এবং দৈনন্দিন কার্যকলাপ আপনাকে কখনওই সেই প্রেরণা দেবে না ।

কর্কট : আপনি আজকে নিজের স্বামী/স্ত্রীকে সঙ্গে করে শপিংয়ে গিয়ে আনন্দের জোয়ারে ভাসতে পারেন । আজকে আপনার সঙ্গীর সঙ্গে আপনি নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন । আপনার নতুন সুযোগগুলোকে হাতের মুঠোয় নিয়ে আসা উচিত । আপনি আজকে পরিবারের জন্য আরামদায়ক আসবাবপত্র কেনার জন্য খরচ করতে পেরে খুব খুশি থাকবেন । আজকে আপনার অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি থাকবে কিন্তু আপনার মানসিক সন্তুষ্টি থাকবে । সামগ্রিকভাবে, আপনাকে আজকে নৈর্ব্যক্তিক থাকতে হবে এবং সব বিষয়কে গুরুত্ব দিতে যাবেন না কারণ, ভাবাবেগের প্রবাহ আপনার স্বাস্থ্য ও মেজাজের উপর প্রভাব ফেলতে পারে ।

সিংহ : আজ আপনার কর্মস্থলে সারাদিন ভালোভাবে কেটে যাওয়ার পরে, আপনি আপনার প্রেয়সীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাইবেন । দিনের প্রথমার্ধে আপনি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা লাভবান হতে পারেন । সারাটাদিন আপনি কর্মচঞ্চল থাকবেন । আপনি বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকে নিজের কর্মশক্তিকে কাজে লাগাতে পারবেন । দিনের প্রথমার্ধ ব্যস্ততার মধ্যে কাটবে । আপনি সারাদিন কঠোর পরিশ্রম করবেন আজ ।

কন্যা : আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আরও বেশি মনোযোগী এবং ধৈর্য্যশীল হতে হবে । আপনি আপনার সঙ্গীর কাছে কিছু একান্ত সময় চাইতে পারেন । আপনি নিজের প্রেমের গভীরতা প্রকাশ করতে সচেষ্ট হবেন । আপনাকে হয়তো নিজের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মানিয়ে চলতে হতে পারে । আজ, আপনি সংসার খরচের ক্ষেত্রে কোনও কাটছাঁট করবেন না । আপনি সময়ের সদ্ব্যবহার করবেন আজ । দিনের প্রথম ভাগে, নিজের কাছের এবং প্রিয়জনদের জন্য প্রচুর খরচ করবেন ।

তুলা : আপনি আজ সান্ত্বনাপূর্ণ এবং সহিষ্ণুভাবে থেকে একটি অপরূপ আবহের অভিজ্ঞতা লাভ করবেন । আজ অর্থনৈতিক ক্ষেত্রটি গড়পড়তা থাকবে । আপনি পূর্বের লগ্নিকৃত জায়গা থেকে খুব বেশি টাকা উপার্জন করতে পারবেন না আবার আপনার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অখুশি হবেন না । স্বাস্থ্যের দিক বিচার করে দিনটি শুভ বলা যায় । কর্মক্ষেত্রে আপনাকে দায়িত্বশীল হতে হবে এবং আপনি কঠোরভাবে নিজের কাজে মগ্ন থাকবেন ।

বৃশ্চিক : আজ আপনার সঙ্গে এমন কারোর দেখা হতে পারে যিনি আপনার মনকে প্রশমিত করতে পারেন । আপনার কর্মচাপযুক্ত মন আপনার প্রিয় মানুষের সঙ্গলাভ করে এবং দীর্ঘক্ষণ তার সঙ্গে আলাপচারিতা করে আনন্দলাভ করবে । আপনি হয়তো ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করতে পারেন । দিনের শুরুতে, আপনি ভালোভাবে আয় করবেন । আপনার সমস্ত পরিকল্পনা সাবলীলগতিতে এগোবে, আপনার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত চিন্তাভাবনা ইতিবাচক হবে । স্বাস্থ্যসম্পর্কিত কোনও সমস্যা দেখা যাচ্ছে না ।

ধনু : হস্তশিল্প নিয়ে আপনি মুগ্ধ ও এটিকেই আপনার ব্যবসা করতে চান । আপনি সাংসারিক মানুষ ও আপনার প্রিয়জনদের দিকে আপনি প্রচুর মনোযোগ দেন । আবেগ ও ঘনিষ্ঠতা রোম্যান্স বাড়িয়ে তুলবে ও আপনি প্রেমরসে নিমজ্জিত হবেন । আপনার কিছুকে গুরুত্ব না দেওয়ার মনোভাব সম্পর্কের ক্ষেত্রে কোনও সাহায্য করবে না । স্বাস্থ্য ও সুস্থতার দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো । আপনার আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে ।

মকর : আপনি যাই করেন, তাতেই মনপ্রাণ ঢেলে দেন । এই একনিষ্ঠতার সাহায্যেই আপনি সেরা ফলটি পান । যদিও এতে আপনি নিজের সব শক্তি নিঃশেষ করে ফেলেন, কাজেই আপনাকে কাজ ভাগ করে নেওয়া শিখতে হবে । এর ফলে যে শুধু আপনার কাঁধের বোঝাই হালকা হবে তা নয়, চূড়ান্ত ফলের মানও উন্নত হবে । দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি আর্থিক বিষয় নিয়ে অনেক বেশি বাস্তববাদী হয়ে পড়বেন ।

কুম্ভ : সতর্ক থাকুন ! আপনার বসের রাগ হয়ত হয়ত দুর্ভাগ্যবশত আপনার ওপরেই প্রকাশ পাবে । আপনি আরও হতাশ হবেন, কেননা আপনার সহকর্মীরা হয়ত আপনাকে পুরোপুরি মন থেকে সমর্থন করবেন না । কিন্তু সন্ধ্যাবেলাটি আপনি পুরোপুরি নিজের পছন্দ অনুযায়ী কাটাতে পারবেন । মদ্যপান করুন, ভালো খাবার খান, নাচে-গানে আরাম করুন । আপনাকে ভালো ও খারাপ দুই সময়েই ধীর-স্থির থাকতে শিখতে হবে, বিশেষত আর্থিক বিষয়ের ক্ষেত্রে । আজকে যদিও টাকার দিক থেকে গড়পড়তা দিন, কিন্তু সামনে ভালো সময় আসতে চলেছে ।

মীন : আপনার ভালো সময় আসতে চলেছে, তা পদোন্নতি বা বেতনবৃদ্ধি যা খুশি হতে পারে । সব মিলিয়ে আপনি খুশি থাকবেন ও হয়ত কাজের মান উন্নত করার চেষ্টা করবেন । অন্যের থেকে প্রশংসা পেলে আপনার মনোবল বৃদ্ধি পাবে । দিনের শুরুর দিকে আপনি পেশাগত লক্ষ্যের পিছনে ছুটবেন । আর্থিক বিষয়ের দিকে আপনি মনোযোগ দিতে পারবেন না আজ ।

আরও পড়ুন :

1 সদ্যজাতকে নিরাপদ ও সুস্থ রাখতে বিশেষ যত্ন জরুরি ! পালিত হচ্ছে বিশেষ সপ্তাহ

2. বটতলা থেকে সিঁথি- থানার লকআপে রহস্য-মৃত্যুতে বারবার অস্বস্তিতে লালবাজার

3. ধর্ষণের চেষ্টা ! যুবকের গোপনাঙ্গ কেটে পলিথিনে ভরে থানায় গেলেন গৃহকর্ত্রী

মেষ : আজকে আপনি কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য আনতে চাইবেন ৷ আপনার ছোট্ট সন্তানের গোমড়া মুখ হয়ত এই সিদ্ধান্ত নেওয়ার কারণ । কর্মক্ষেত্রে ব্যস্ত দিন কাটানোর পরে আপনি হয়ত মোনোপলি নিয়ে বসবেন ও আপনার সন্তানকে অর্থ সম্বন্ধে কিছু কিছু জিনিস শেখাবেন । অফিসে বেশি সময় কাজ করতে হওয়ার ফলে, আপনি হয়ত প্রেমের জন্য বেশি সময় পাচ্ছেন না । আপনার স্বাস্থ্য ভালো থাকবে ও আপনাকে যা যা সামলাতে হবে তার জন্য আপনি হয়ত খুবই প্রচেষ্টা করবেন ।

বৃষ : আজকে প্রেম আপনার দরজায় এসে কড়া নাড়বে । বিকেলের দিকে আপনার রসিকতাবোধ খুবই প্রখর থাকবে । দিনের দ্বিতীয় ভাগে আপনার স্বাস্থ্য ভালো থাকবে । আজ আপনার অর্থভাণ্ডারে একটু টান পড়বে, এর ফলে আপনি আপনার আর্থিক অবস্থান নিয়ে একটু অস্বস্তিতে পড়বেন ও নতুন সুযোগ খুঁজতে বাধ্য হবেন । আপনার অস্থির মন আজকে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ।

মিথুন : আজকের দিনটি খুশি ও আনন্দে ভরা থাকবে । আপনার প্রেমজীবন একদম আদর্শ কাটবে আজ । লোকজন আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হতে পারে ও তার প্রভাব আপনার শক্তির উপর পড়তে পারে । তুচ্ছ মন্তব্যে বিব্রত না হওয়ার চেষ্টা করুন । আজকে আপনাকে সজাগ থাকতে হবে, নতুবা রুটিন কাজে আপনার অনেক সময় নষ্ট হবে । আরও চ্যালেঞ্জিং কাজ হাতে নেওয়ার জন্য আপনার অনুপ্রেরণার প্রয়োজন হবে এবং দৈনন্দিন কার্যকলাপ আপনাকে কখনওই সেই প্রেরণা দেবে না ।

কর্কট : আপনি আজকে নিজের স্বামী/স্ত্রীকে সঙ্গে করে শপিংয়ে গিয়ে আনন্দের জোয়ারে ভাসতে পারেন । আজকে আপনার সঙ্গীর সঙ্গে আপনি নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন । আপনার নতুন সুযোগগুলোকে হাতের মুঠোয় নিয়ে আসা উচিত । আপনি আজকে পরিবারের জন্য আরামদায়ক আসবাবপত্র কেনার জন্য খরচ করতে পেরে খুব খুশি থাকবেন । আজকে আপনার অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি থাকবে কিন্তু আপনার মানসিক সন্তুষ্টি থাকবে । সামগ্রিকভাবে, আপনাকে আজকে নৈর্ব্যক্তিক থাকতে হবে এবং সব বিষয়কে গুরুত্ব দিতে যাবেন না কারণ, ভাবাবেগের প্রবাহ আপনার স্বাস্থ্য ও মেজাজের উপর প্রভাব ফেলতে পারে ।

সিংহ : আজ আপনার কর্মস্থলে সারাদিন ভালোভাবে কেটে যাওয়ার পরে, আপনি আপনার প্রেয়সীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাইবেন । দিনের প্রথমার্ধে আপনি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা লাভবান হতে পারেন । সারাটাদিন আপনি কর্মচঞ্চল থাকবেন । আপনি বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকে নিজের কর্মশক্তিকে কাজে লাগাতে পারবেন । দিনের প্রথমার্ধ ব্যস্ততার মধ্যে কাটবে । আপনি সারাদিন কঠোর পরিশ্রম করবেন আজ ।

কন্যা : আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আরও বেশি মনোযোগী এবং ধৈর্য্যশীল হতে হবে । আপনি আপনার সঙ্গীর কাছে কিছু একান্ত সময় চাইতে পারেন । আপনি নিজের প্রেমের গভীরতা প্রকাশ করতে সচেষ্ট হবেন । আপনাকে হয়তো নিজের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মানিয়ে চলতে হতে পারে । আজ, আপনি সংসার খরচের ক্ষেত্রে কোনও কাটছাঁট করবেন না । আপনি সময়ের সদ্ব্যবহার করবেন আজ । দিনের প্রথম ভাগে, নিজের কাছের এবং প্রিয়জনদের জন্য প্রচুর খরচ করবেন ।

তুলা : আপনি আজ সান্ত্বনাপূর্ণ এবং সহিষ্ণুভাবে থেকে একটি অপরূপ আবহের অভিজ্ঞতা লাভ করবেন । আজ অর্থনৈতিক ক্ষেত্রটি গড়পড়তা থাকবে । আপনি পূর্বের লগ্নিকৃত জায়গা থেকে খুব বেশি টাকা উপার্জন করতে পারবেন না আবার আপনার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অখুশি হবেন না । স্বাস্থ্যের দিক বিচার করে দিনটি শুভ বলা যায় । কর্মক্ষেত্রে আপনাকে দায়িত্বশীল হতে হবে এবং আপনি কঠোরভাবে নিজের কাজে মগ্ন থাকবেন ।

বৃশ্চিক : আজ আপনার সঙ্গে এমন কারোর দেখা হতে পারে যিনি আপনার মনকে প্রশমিত করতে পারেন । আপনার কর্মচাপযুক্ত মন আপনার প্রিয় মানুষের সঙ্গলাভ করে এবং দীর্ঘক্ষণ তার সঙ্গে আলাপচারিতা করে আনন্দলাভ করবে । আপনি হয়তো ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করতে পারেন । দিনের শুরুতে, আপনি ভালোভাবে আয় করবেন । আপনার সমস্ত পরিকল্পনা সাবলীলগতিতে এগোবে, আপনার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত চিন্তাভাবনা ইতিবাচক হবে । স্বাস্থ্যসম্পর্কিত কোনও সমস্যা দেখা যাচ্ছে না ।

ধনু : হস্তশিল্প নিয়ে আপনি মুগ্ধ ও এটিকেই আপনার ব্যবসা করতে চান । আপনি সাংসারিক মানুষ ও আপনার প্রিয়জনদের দিকে আপনি প্রচুর মনোযোগ দেন । আবেগ ও ঘনিষ্ঠতা রোম্যান্স বাড়িয়ে তুলবে ও আপনি প্রেমরসে নিমজ্জিত হবেন । আপনার কিছুকে গুরুত্ব না দেওয়ার মনোভাব সম্পর্কের ক্ষেত্রে কোনও সাহায্য করবে না । স্বাস্থ্য ও সুস্থতার দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো । আপনার আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে ।

মকর : আপনি যাই করেন, তাতেই মনপ্রাণ ঢেলে দেন । এই একনিষ্ঠতার সাহায্যেই আপনি সেরা ফলটি পান । যদিও এতে আপনি নিজের সব শক্তি নিঃশেষ করে ফেলেন, কাজেই আপনাকে কাজ ভাগ করে নেওয়া শিখতে হবে । এর ফলে যে শুধু আপনার কাঁধের বোঝাই হালকা হবে তা নয়, চূড়ান্ত ফলের মানও উন্নত হবে । দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি আর্থিক বিষয় নিয়ে অনেক বেশি বাস্তববাদী হয়ে পড়বেন ।

কুম্ভ : সতর্ক থাকুন ! আপনার বসের রাগ হয়ত হয়ত দুর্ভাগ্যবশত আপনার ওপরেই প্রকাশ পাবে । আপনি আরও হতাশ হবেন, কেননা আপনার সহকর্মীরা হয়ত আপনাকে পুরোপুরি মন থেকে সমর্থন করবেন না । কিন্তু সন্ধ্যাবেলাটি আপনি পুরোপুরি নিজের পছন্দ অনুযায়ী কাটাতে পারবেন । মদ্যপান করুন, ভালো খাবার খান, নাচে-গানে আরাম করুন । আপনাকে ভালো ও খারাপ দুই সময়েই ধীর-স্থির থাকতে শিখতে হবে, বিশেষত আর্থিক বিষয়ের ক্ষেত্রে । আজকে যদিও টাকার দিক থেকে গড়পড়তা দিন, কিন্তু সামনে ভালো সময় আসতে চলেছে ।

মীন : আপনার ভালো সময় আসতে চলেছে, তা পদোন্নতি বা বেতনবৃদ্ধি যা খুশি হতে পারে । সব মিলিয়ে আপনি খুশি থাকবেন ও হয়ত কাজের মান উন্নত করার চেষ্টা করবেন । অন্যের থেকে প্রশংসা পেলে আপনার মনোবল বৃদ্ধি পাবে । দিনের শুরুর দিকে আপনি পেশাগত লক্ষ্যের পিছনে ছুটবেন । আর্থিক বিষয়ের দিকে আপনি মনোযোগ দিতে পারবেন না আজ ।

আরও পড়ুন :

1 সদ্যজাতকে নিরাপদ ও সুস্থ রাখতে বিশেষ যত্ন জরুরি ! পালিত হচ্ছে বিশেষ সপ্তাহ

2. বটতলা থেকে সিঁথি- থানার লকআপে রহস্য-মৃত্যুতে বারবার অস্বস্তিতে লালবাজার

3. ধর্ষণের চেষ্টা ! যুবকের গোপনাঙ্গ কেটে পলিথিনে ভরে থানায় গেলেন গৃহকর্ত্রী

Last Updated : Nov 18, 2023, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.