ETV Bharat / bharat

Horoscope for 15th July : কর্মক্ষেত্রে কাদের জন্য় সুখবর অপেক্ষা করছে ? কার ভাগ্যে রয়েছে অর্থলাভ ? - দৈনিক রাশিফল

কর্মজীবনে সমস্যা রয়েছে কিংবা পারিবারিক সমস্যা ? কোন রাশির জাতকদের জন্য অপেক্ষা করছে কর্মক্ষেত্রে সুখবর ? জানতে দেখে নিন আজকের রাশিফল ।

Horoscope
রাশিফল
author img

By

Published : Jul 15, 2021, 12:11 AM IST

মেষ রাশি
মেষ রাশি

মেষ : সম্পর্ক ও কাজ নিয়ে আপনি চিন্তিত থাকবেন । কর্মক্ষেত্রে আপনি লোকজনকে নিজের দলে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন । যদিও আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে ও কোনও কাজ করার আগে ভাল করে ভাবনা-চিন্তা করতে বলা হচ্ছে ৷ কেননা, উল্টো ফলও হতে পারে ৷ আর আপনাকেই সব দায়িত্ব নিতে হতে পারে । প্রেম জীবনে হতাশার কারণে আপনার মেজাজ হয়ত একটু নিস্প্রভ থাকবে । অবিবাহিত ব্যক্তিদের আদর্শ সঙ্গী খুঁজে পেতে সমস্যা হবে ।

বৃষ রাশি
বৃষ রাশি

বৃষ : আজ আপনার পারিবারিক সমস্যা থাকতে পারে । আপনার স্বভাব ও পরিপক্ক বুদ্ধি আবেগজনিত সমস্যাগুলি সামলাতে আপনাকে সাহায্য করবে । আপনার ক্ষমতা ও আত্মবিশ্বাস হয়ত অপ্রত্যাশিত ফলের জন্য আংশিক দায়ী থাকবে । দিনের প্রথম ভাগে, বাড়ি ও পরিবারের জন্য খরচ হতে পারে । আপনি চান আপনার বাড়ি যেন সুন্দর দেখায় ৷ সেইজন্য আপনি অর্থ ব্যয় করবেন । কর্মক্ষেত্রে, কোন কাজটি করবেন তা নিয়ে একটু দ্বিধায় ভুগবেন ।

মিথুন রাশি
মিথুন রাশি

মিথুন : আজ আপনি দীর্ঘস্থায়ী একটি রোম্যান্টিক সম্পর্ক শুরু করবেন । এছাড়াও আজ সারাদিন আপনি প্রচণ্ড আনন্দে দিন কাটাবেন ৷ যারা আপনার মনে প্রবল বিরক্তি তৈরি করে, সন্ধেবেলার দিকে তাদের সঙ্গে সংঘাত এড়াতে আপনি সক্ষম হবেন ৷ ধৈর্য ধরুন ৷ কারণ, এটিই সঠিক উপায় । আজ আপনি উৎসাহের সঙ্গে নানা বিষয়ে আগ্রহ দেখাবেন ৷ ফলে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং আপনি কৃতিত্ব অর্জন করবেন ৷

কর্কট রাশি
কর্কট রাশি

কর্কট : আপনি সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করবেন । সতর্ক হয়ে পা ফেলুন । দালাল ও ফড়েদের সম্বন্ধে সতর্ক থাকুন ৷ যাতে বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পারেন । সতর্কতা অবলম্বন করুন । দিনের প্রথম ভাগে কোনও আর্থিক লাভ আপনার মুখে হাসি ফোটাবে । আজ আপনার উদ্যমের জোরে আপনি বহু কাজ করতে পারবেন । আপনি কিছু অনন্য ধারণা ও পদ্ধতি খুঁজে বার করবেন, যা আপনার উৎপাদন ক্ষমতা বাড়াবে ।

সিংহ রাশি
সিংহ রাশি

সিংহ : নতুন কাজ শুরু করা ও নতুন চুক্তিতে সই করার এটিই সঠিক সময় । আপনার ব্যবসায়িক ক্ষমতাও বৃদ্ধি পাবে । বর্ধিত প্রত্যাশার চাপের মধ্যে আপনাকে কাজ করতে হবে ৷ কিন্তু আপনার মতো সাফল্যের কাহিনি যাদের, তাদের থেকে লোকের এরকম প্রত্যাশা থাকাই স্বাভাবিক । বিশেষ এক মানুষের সঙ্গে রোম্যান্টিক সাক্ষাতের সৌভাগ্য হবে ৷ তখন আপনার মন আশাবাদী, উৎসাহী ও প্রাণশক্তিতে ভরপুর হয়ে উঠবে ।

কন্য়া রাশি
কন্য়া রাশি

কন্যা : অনেক দূর থেকেও আপনার জন্য ভাল খবর আসতে পারে । আপনার দৃষ্টিভঙ্গিতে আজ কোনও বিভ্রান্তি থাকবে না । আপনার দৈনন্দিন উপার্জনের থেকে আপনার ব্যয় বেশি হতে পারে । দামি বা বিলাসবহুল জিনিস কেনার আকাঙ্ক্ষা প্রবল থাকবে । কাজের প্রতি একনিষ্ঠ থাকলেও আপনি আনন্দেই থাকবেন । কিছু গুরুত্বপূর্ণ মিটিং-এর সম্ভাবনা আছে । লোকজনকে প্রভাবিত করার ব্যাপারে আপনার রসবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

তুলা রাশি
তুলা রাশি

তুলা : আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজ আপনার স্বভাবেরই আর এক নাম । কাজেই, যেখানেই যাবেন এটিকে সঙ্গে নিয়ে যাবেন । কাজের ক্ষেত্রে আপনি অত্যধিক সতর্ক থাকবেন ৷ কিন্তু তাতে আপনি নিজেই সুরক্ষিত থাকবেন । আজ সেইরকম দিন, যখন আপনি নিজের পেশার ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে থাকতে পারছেন না । দিনের প্রথম দিকে আপনার ভাল আর্থিক লাভ হবে । নানা সূত্র থেকে আপনি মুনাফা করবেন ও আর্থিক অবস্থান নিয়ে আপনি খুশিই থাকবেন ।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি

বৃশ্চিক : কর্মক্ষেত্রে, পরিস্থিতি হয়ত আগের থেকে ভাল হবে । কিন্তু প্রেমের ক্ষেত্রে, যুক্তি উষ্ণ আবেগের থেকে বেশি জায়গা পাবে । আপনার আশপাশের লোকজন আপনার আনন্দের কারণ হবেন । স্বাস্থ্যের দিক থেকে গড়পড়তা দিন কাটবে । আপনি পেশা বা ব্যবসার দিকে বেশি মনোনিবেশ করতে পারবেন , যা নিরাপদ ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে । মিটিং ও অন্যান্য কাজে আপনার বেশি পরিশ্রম হবে ।

ধনু রাশি
ধনু রাশি

ধনু : সকল পুঁজিপতি ও উদ্যোক্তাদের জন্য উৎপাদনশীল ও লাভজনক দিন আসতে চলেছে । দিনের পরের দিকে আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হতে পারে । সন্ধ্যার দিকে আপনি প্রিয়তমের সঙ্গে ভাল সময় কাটাবেন । লম্বা কর্মব্যস্ত দিনের শেষে আপনি হয়ত ক্লান্ত হয়ে পড়বেন । আপনার অতীতের বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে । কাজ জমা দেওয়ার তারিখ এগিয়ে এসেছে ৷ কাজেই আজ আপনি শেষ মুহূর্তের সম্ভাব্য পরিবর্তন নিয়ে ব্যস্ত থাকবেন ।

মকর রাশি
মকর রাশি

মকর : কাজের চাপ বাড়ছে ও সেই বোঝা সামলানো আপনার জন্য দুরূহ হয়ে পড়বে । কাজ জমা দেওয়ার তারিখ এগিয়ে আসছে ও অনেক কাজ বাকি । কিন্তু কোনও কিছুই আপনার মন ভেঙে দিতে পারবে না বা আপনার উৎসাহে জল ঢালতে পারবে না । আজ আপনি ব্যবসায়িক অংশীদারী নিয়ে চিন্তিত থাকবেন । যদি আপনি এরকম কিছু শুরু করার কথা ভাবেন , তাহলে সেটি আর্থিক দিক থেকে লাভজনক হবে না, কাজেই কোনও কিছুতে অর্থ বিনিয়োগ করবেন না ।

কুম্ভ রাশি
কুম্ভ রাশি

কুম্ভ : এরকম কিছু কিছু সময় আসে যখন কিছুই পরিকল্পনামাফিক হয় না এবং শেষমেশ শুধু হতাশাই পাওয়া যায় । আজ সেরকম একটি প্রতিকূল দিনের জন্য প্রস্তুত থাকুন । অধ্যাবসায়, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা দিয়ে কর্মক্ষেত্রের সমস্যাগুলির সমাধান করা যাবে । ভাল দিক হল, আর্থিক বিষয়টি পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে আছে । পরিবারের জন্য আপনি কিছু করতে চাইবেন ৷ যেমন প্রিয়তমকে কিছু উপহার দেওয়া ।

মীন রাশি
মীন রাশি

মীন : আপনার জন্য একটি একঘেয়ে রুটিনে ভরা নীরস দিন অপেক্ষা করছে । একই কাজ করতে থাকার অনুপ্রেরণা খুঁজে পেতে আপনার সমস্যা হবে । বিকেলের পরে আপনার মানসিকতা অনেকটাই ইতিবাচক হয়ে উঠবে এবং দিনটি অতিবাহিত করার জন্য আরেকটু প্রস্তুত থাকবেন । আজ সম্ভবত আপনার রুটিন খরচ কিছুটা বাড়বে । স্বাস্থ্য ভাল রাখার জন্য আপনি অর্থ খরচ করবেন । নিজের বা পরিবারের লোকের স্বাস্থ্যের জন্যও অর্থ খরচ হতে পারে ।

মেষ রাশি
মেষ রাশি

মেষ : সম্পর্ক ও কাজ নিয়ে আপনি চিন্তিত থাকবেন । কর্মক্ষেত্রে আপনি লোকজনকে নিজের দলে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন । যদিও আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে ও কোনও কাজ করার আগে ভাল করে ভাবনা-চিন্তা করতে বলা হচ্ছে ৷ কেননা, উল্টো ফলও হতে পারে ৷ আর আপনাকেই সব দায়িত্ব নিতে হতে পারে । প্রেম জীবনে হতাশার কারণে আপনার মেজাজ হয়ত একটু নিস্প্রভ থাকবে । অবিবাহিত ব্যক্তিদের আদর্শ সঙ্গী খুঁজে পেতে সমস্যা হবে ।

বৃষ রাশি
বৃষ রাশি

বৃষ : আজ আপনার পারিবারিক সমস্যা থাকতে পারে । আপনার স্বভাব ও পরিপক্ক বুদ্ধি আবেগজনিত সমস্যাগুলি সামলাতে আপনাকে সাহায্য করবে । আপনার ক্ষমতা ও আত্মবিশ্বাস হয়ত অপ্রত্যাশিত ফলের জন্য আংশিক দায়ী থাকবে । দিনের প্রথম ভাগে, বাড়ি ও পরিবারের জন্য খরচ হতে পারে । আপনি চান আপনার বাড়ি যেন সুন্দর দেখায় ৷ সেইজন্য আপনি অর্থ ব্যয় করবেন । কর্মক্ষেত্রে, কোন কাজটি করবেন তা নিয়ে একটু দ্বিধায় ভুগবেন ।

মিথুন রাশি
মিথুন রাশি

মিথুন : আজ আপনি দীর্ঘস্থায়ী একটি রোম্যান্টিক সম্পর্ক শুরু করবেন । এছাড়াও আজ সারাদিন আপনি প্রচণ্ড আনন্দে দিন কাটাবেন ৷ যারা আপনার মনে প্রবল বিরক্তি তৈরি করে, সন্ধেবেলার দিকে তাদের সঙ্গে সংঘাত এড়াতে আপনি সক্ষম হবেন ৷ ধৈর্য ধরুন ৷ কারণ, এটিই সঠিক উপায় । আজ আপনি উৎসাহের সঙ্গে নানা বিষয়ে আগ্রহ দেখাবেন ৷ ফলে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং আপনি কৃতিত্ব অর্জন করবেন ৷

কর্কট রাশি
কর্কট রাশি

কর্কট : আপনি সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করবেন । সতর্ক হয়ে পা ফেলুন । দালাল ও ফড়েদের সম্বন্ধে সতর্ক থাকুন ৷ যাতে বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পারেন । সতর্কতা অবলম্বন করুন । দিনের প্রথম ভাগে কোনও আর্থিক লাভ আপনার মুখে হাসি ফোটাবে । আজ আপনার উদ্যমের জোরে আপনি বহু কাজ করতে পারবেন । আপনি কিছু অনন্য ধারণা ও পদ্ধতি খুঁজে বার করবেন, যা আপনার উৎপাদন ক্ষমতা বাড়াবে ।

সিংহ রাশি
সিংহ রাশি

সিংহ : নতুন কাজ শুরু করা ও নতুন চুক্তিতে সই করার এটিই সঠিক সময় । আপনার ব্যবসায়িক ক্ষমতাও বৃদ্ধি পাবে । বর্ধিত প্রত্যাশার চাপের মধ্যে আপনাকে কাজ করতে হবে ৷ কিন্তু আপনার মতো সাফল্যের কাহিনি যাদের, তাদের থেকে লোকের এরকম প্রত্যাশা থাকাই স্বাভাবিক । বিশেষ এক মানুষের সঙ্গে রোম্যান্টিক সাক্ষাতের সৌভাগ্য হবে ৷ তখন আপনার মন আশাবাদী, উৎসাহী ও প্রাণশক্তিতে ভরপুর হয়ে উঠবে ।

কন্য়া রাশি
কন্য়া রাশি

কন্যা : অনেক দূর থেকেও আপনার জন্য ভাল খবর আসতে পারে । আপনার দৃষ্টিভঙ্গিতে আজ কোনও বিভ্রান্তি থাকবে না । আপনার দৈনন্দিন উপার্জনের থেকে আপনার ব্যয় বেশি হতে পারে । দামি বা বিলাসবহুল জিনিস কেনার আকাঙ্ক্ষা প্রবল থাকবে । কাজের প্রতি একনিষ্ঠ থাকলেও আপনি আনন্দেই থাকবেন । কিছু গুরুত্বপূর্ণ মিটিং-এর সম্ভাবনা আছে । লোকজনকে প্রভাবিত করার ব্যাপারে আপনার রসবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

তুলা রাশি
তুলা রাশি

তুলা : আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজ আপনার স্বভাবেরই আর এক নাম । কাজেই, যেখানেই যাবেন এটিকে সঙ্গে নিয়ে যাবেন । কাজের ক্ষেত্রে আপনি অত্যধিক সতর্ক থাকবেন ৷ কিন্তু তাতে আপনি নিজেই সুরক্ষিত থাকবেন । আজ সেইরকম দিন, যখন আপনি নিজের পেশার ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে থাকতে পারছেন না । দিনের প্রথম দিকে আপনার ভাল আর্থিক লাভ হবে । নানা সূত্র থেকে আপনি মুনাফা করবেন ও আর্থিক অবস্থান নিয়ে আপনি খুশিই থাকবেন ।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি

বৃশ্চিক : কর্মক্ষেত্রে, পরিস্থিতি হয়ত আগের থেকে ভাল হবে । কিন্তু প্রেমের ক্ষেত্রে, যুক্তি উষ্ণ আবেগের থেকে বেশি জায়গা পাবে । আপনার আশপাশের লোকজন আপনার আনন্দের কারণ হবেন । স্বাস্থ্যের দিক থেকে গড়পড়তা দিন কাটবে । আপনি পেশা বা ব্যবসার দিকে বেশি মনোনিবেশ করতে পারবেন , যা নিরাপদ ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে । মিটিং ও অন্যান্য কাজে আপনার বেশি পরিশ্রম হবে ।

ধনু রাশি
ধনু রাশি

ধনু : সকল পুঁজিপতি ও উদ্যোক্তাদের জন্য উৎপাদনশীল ও লাভজনক দিন আসতে চলেছে । দিনের পরের দিকে আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হতে পারে । সন্ধ্যার দিকে আপনি প্রিয়তমের সঙ্গে ভাল সময় কাটাবেন । লম্বা কর্মব্যস্ত দিনের শেষে আপনি হয়ত ক্লান্ত হয়ে পড়বেন । আপনার অতীতের বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে । কাজ জমা দেওয়ার তারিখ এগিয়ে এসেছে ৷ কাজেই আজ আপনি শেষ মুহূর্তের সম্ভাব্য পরিবর্তন নিয়ে ব্যস্ত থাকবেন ।

মকর রাশি
মকর রাশি

মকর : কাজের চাপ বাড়ছে ও সেই বোঝা সামলানো আপনার জন্য দুরূহ হয়ে পড়বে । কাজ জমা দেওয়ার তারিখ এগিয়ে আসছে ও অনেক কাজ বাকি । কিন্তু কোনও কিছুই আপনার মন ভেঙে দিতে পারবে না বা আপনার উৎসাহে জল ঢালতে পারবে না । আজ আপনি ব্যবসায়িক অংশীদারী নিয়ে চিন্তিত থাকবেন । যদি আপনি এরকম কিছু শুরু করার কথা ভাবেন , তাহলে সেটি আর্থিক দিক থেকে লাভজনক হবে না, কাজেই কোনও কিছুতে অর্থ বিনিয়োগ করবেন না ।

কুম্ভ রাশি
কুম্ভ রাশি

কুম্ভ : এরকম কিছু কিছু সময় আসে যখন কিছুই পরিকল্পনামাফিক হয় না এবং শেষমেশ শুধু হতাশাই পাওয়া যায় । আজ সেরকম একটি প্রতিকূল দিনের জন্য প্রস্তুত থাকুন । অধ্যাবসায়, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা দিয়ে কর্মক্ষেত্রের সমস্যাগুলির সমাধান করা যাবে । ভাল দিক হল, আর্থিক বিষয়টি পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে আছে । পরিবারের জন্য আপনি কিছু করতে চাইবেন ৷ যেমন প্রিয়তমকে কিছু উপহার দেওয়া ।

মীন রাশি
মীন রাশি

মীন : আপনার জন্য একটি একঘেয়ে রুটিনে ভরা নীরস দিন অপেক্ষা করছে । একই কাজ করতে থাকার অনুপ্রেরণা খুঁজে পেতে আপনার সমস্যা হবে । বিকেলের পরে আপনার মানসিকতা অনেকটাই ইতিবাচক হয়ে উঠবে এবং দিনটি অতিবাহিত করার জন্য আরেকটু প্রস্তুত থাকবেন । আজ সম্ভবত আপনার রুটিন খরচ কিছুটা বাড়বে । স্বাস্থ্য ভাল রাখার জন্য আপনি অর্থ খরচ করবেন । নিজের বা পরিবারের লোকের স্বাস্থ্যের জন্যও অর্থ খরচ হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.