ETV Bharat / bharat

Hasina on Teesta Treaty: খুব শিগগিরই তিস্তার জলবণ্টন নিয়ে সমস্যা মিটে যাবে, আশা হাসিনার - শেখ হাসিনা

খুব শিগগিরই ভারতের সঙ্গে তিস্তার জলবণ্টন (Sheikh Hasina) নিয়ে সমস্যা মিটে যাবে ৷ হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক সম্মেলনে এমনই আশাপ্রকাশ করলেন শেখ হাসিনা (Hasina on Teesta Treaty)৷

Hope Teesta water-sharing issue will be resolved soon: Sheikh Hasina
খুব শিগগরই তিস্তার জলবণ্টন নিয়ে সমস্যা মিটে যাবে, আশা হাসিনার
author img

By

Published : Sep 6, 2022, 4:30 PM IST

Updated : Sep 6, 2022, 7:24 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: খুব শিগগিরই ভারতের সঙ্গে তিস্তার জলবণ্টন (Sheikh Hasina) নিয়ে সমস্যা কেটে যাবে ৷ হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনই আশাপ্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Hasina on Teesta Treaty)৷ দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার উপর জোর দিয়ে, ভারতকে বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী বলে উল্লেখ করলেন হাসিনা (India Bangladesh)৷

যৌথ বিবৃতিতে হাসিনা আরও বলেন, "দুটি দেশ অনেক কঠিন সমস্যার সমাধান করেছে ৷ আমরা আশা করব তিস্তা জলবণ্টন চুক্তি-সহ অন্যান্য সমস্যারও খুব শিগগিরই সমাধান হবে ৷" দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা ৷ তিনি বলেন, "মোদির নেতৃত্বের প্রশংসা করছি ৷ তাঁর সময়ে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গতি পেয়েছে ৷ ভারত হল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কাছের প্রতিবেশী ৷"

আজ সাতটি মউ স্বাক্ষরিত হল ভারত ও বাংলাদেশের মধ্যে (India-Bangladesh MoUs Signed)৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও এ দেশে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) উপস্থিতিতে আজ স্বাক্ষর করা হয় সাতটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoUs signed between India Bangladesh)৷

আরও পড়ুন: মোদি-হাসিনার উপস্থিতিতে 7 মউ স্বাক্ষর ভারত-বাংলাদেশের

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদি ও হাসিনার নেতৃত্বে হয় দু দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক ৷ বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানিয়েছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়েছে ৷ সংযোগ, শক্তি, জলসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা, উন্নয়ন, আঞ্চলিক ও বিভিন্ন ইস্যু ছিল আলোচনার বিষয়বস্তু ৷"

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: খুব শিগগিরই ভারতের সঙ্গে তিস্তার জলবণ্টন (Sheikh Hasina) নিয়ে সমস্যা কেটে যাবে ৷ হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনই আশাপ্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Hasina on Teesta Treaty)৷ দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার উপর জোর দিয়ে, ভারতকে বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী বলে উল্লেখ করলেন হাসিনা (India Bangladesh)৷

যৌথ বিবৃতিতে হাসিনা আরও বলেন, "দুটি দেশ অনেক কঠিন সমস্যার সমাধান করেছে ৷ আমরা আশা করব তিস্তা জলবণ্টন চুক্তি-সহ অন্যান্য সমস্যারও খুব শিগগিরই সমাধান হবে ৷" দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা ৷ তিনি বলেন, "মোদির নেতৃত্বের প্রশংসা করছি ৷ তাঁর সময়ে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গতি পেয়েছে ৷ ভারত হল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কাছের প্রতিবেশী ৷"

আজ সাতটি মউ স্বাক্ষরিত হল ভারত ও বাংলাদেশের মধ্যে (India-Bangladesh MoUs Signed)৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও এ দেশে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) উপস্থিতিতে আজ স্বাক্ষর করা হয় সাতটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoUs signed between India Bangladesh)৷

আরও পড়ুন: মোদি-হাসিনার উপস্থিতিতে 7 মউ স্বাক্ষর ভারত-বাংলাদেশের

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদি ও হাসিনার নেতৃত্বে হয় দু দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক ৷ বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানিয়েছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়েছে ৷ সংযোগ, শক্তি, জলসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা, উন্নয়ন, আঞ্চলিক ও বিভিন্ন ইস্যু ছিল আলোচনার বিষয়বস্তু ৷"

Last Updated : Sep 6, 2022, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.