সীতাপুর, 7 মে: পরিবারের সম্মানরক্ষার অজুহাতে 'খুন' তরুণী ৷ শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে ৷ পুলিশ জানিয়েছে, মামা ধারালো অস্ত্র দিয়ে ভাগ্নিকে আক্রমণ করেন ৷ তাতেই মৃত্যু হয় তাঁর। খুন করে পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন মামা ৷ এমনকী থানায় সেই ঘাতক অস্ত্রটিও জমা দেন ৷ ওই ব্যক্তিকে গ্রেফতার করে খুনের মামলা শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ওই তরুণী ভিন সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ৷ তারপর গ্রামে ফিরে আসেন ৷ এরপরই তাঁকে খুন করার সিদ্ধান্ত নেন মামা ।
বর্তমানে, পুলিশ মেয়েটির দেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ অন্য পুলিশ আধিকারিকদের সঙ্গে এসপিও ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করছেন ৷ পিসাওয়ান থানা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মেয়েটির সঙ্গে অন্য একটি গ্রামের বিবাহিত এক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ৷
এই সম্পর্কের কথা জানতে পেরে প্রথমে মামা মেয়েটিকে গাজিয়াবাদে বাবার কাছে পাঠিয়ে দেন ৷ বিবাহিত পুরুষটিও গাজিয়াবাদে চলে যান ৷ তরুণী নিজে তাঁকে ডেকে নিয়ে যান বলে পুলিশের অনুমান ৷ পরে দু'জনের বিয়ে হয় ৷ এরপর থেকে তাঁরা একসঙ্গে থাকতেও শুরু করেন ৷ কয়েকদিন আগে মেয়েটিকে নিয়ে ওই বিবাহিত পুরুষ গ্রামে ফেরেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার এই বিষয়টি মামা জানতে পারেন ৷ তিনি পরিবারের সম্মানের বাঁচানোর অজুহাতে মেয়েটিকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে আনেন ৷ তারপর একটি ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি সম্মান রক্ষার অজুহাতে খুন ৷
খুনের অন্য ঘটনা ঘটেছে রামপুর শহরে ৷ এক মাদকাসক্ত স্বামী তাঁর স্ত্রীর মুখে ও ঘাড়ে বারে বারে ছুরিকাঘাত করেন বলে খবর ৷ এতে নির্যাতিতার চোখ দু'টি উপড়ে যায় ৷ অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এরপর আত্মহত্যা করেন স্বামী ৷ শনিবার রামপুরের গঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ শাহজেব খানের সঙ্গে শাহানা আলমের বিয়ে হয়েছিল 2017 সালে ৷ তাদের দুই সন্তান আছে ৷ একটি 2 বছরের শিশুপুত্র এবং 4 বছরের এক কন্যা ৷ স্বামী মাদকসক্ত ছিলেন এবং তার সঙ্গে বেকার ৷ এই দু'টি কারণে দম্পতির মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা লাগত ৷
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্বামীর হাতে খুন স্ত্রী !